তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায় বিস্তারিত জানুন
তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়। বর্তমানে ইয়াং জেনারেশন এর এই সমস্যাটা প্রায় সবার। আমরা সবাই চাই আমাদের চেহারাকে সুন্দর রাখতে আমাদের মুখের ফেসটাকে সুন্দর রাখতে।
এই রোগটা থেকে ভবিষ্যতে নানান সমস্যা হতে পারে তাই আমরা দেখব এই সমস্যা থেকে
কিভাবে পরিত্রান পাওয়া যায়। ফেনসিটিভ ত্বকের ব্রন দূর করার উপায়। কিভাবে
সমস্যা থেকে সমাধান পাওয়া যায় সে বিষয় নিয়ে আলোচনা করব।
পোস্ট সুচিপত্রঃ ত্বকের ব্রণ দূর করার উপায়
- তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়
- তৈলাক্ত ত্বকের ব্রণ বের হয় কেন
- তৈলাক্ত ত্বকের ব্রন থেকে যে রোগ হতে পারে
- মেডিসিনের মাধ্যমে ত্বকের ব্রণ দূর করার উপায়
- তৈলাক্ত ত্বকে ঘরোয়া উপায়ে ব্রণ দূর করার উপায়
- তৈলাক্ত ত্বকে ব্রণ দূর করার আরেকটি উপায়
- চন্দন মাটি ব্যবহারে ত্বকের ব্রণ দূর করার উপায়
- অ্যালোভেরা ব্যবহার করে ত্বকের ব্রণ দূর করার উপায়
- ফেসওয়াশ ব্যবহার করে ত্বকের ব্রণ দূর করার উপায়
- ত্বকের ব্রণ দূর করা নিয়ে লেখকের মন্তব্য
তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়
তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায় আমরা এ সম্পর্কে আলোচনা করবো। বর্তমানে এই
সমস্যাটি সবার এই সমস্যা থেকে সমাধান হওয়ার অনেক উপায় আছে। আমরা সবাই চাই
আমাদের চেহারার সুরত সুন্দর থাকুক তাই আমরা এই পরিত্রাণ থেকে কিভাবে পার পাওয়া
যায় সে বিষয় নিয়ে আলোচনা করবো।
আমরা সবাই তৈলাক্ত ত্বক নিয়ে
খুব চিন্তা টেনশনের ভেতর থাকি। যে আমার মুখে এরকম ঘা এরকম রোগ দেখতে বিচ্ছিরি
লাগে আসলে। আমরা সবাই চাই খুব সুন্দর লাইফ কাটাতে। সবার মুখ যেন ক্লিয়ার থাকে।
তবে প্রায় সবার মুখে একই সমস্যা সে সমস্যাটির নাম হলো ব্রণ।
দ্রুত
ত্বকের ব্রণ দূর করার উপায়। আমাদের ত্বক হলো তিন প্রকারঃ প্রথম তৈলাক্ত ত্বক,
মিশ্র ত্বক, শুষ্ক ত্বক, তৈলাক মনে হবে তৈলাক্ত ত্বক মনে হবে যে তৈলাক্ত ত্বকে
আমাদের মনে হবে যে কোন কিছু ক্রিম না ব্যবহার করার পরও মুখ দিয়া ঘাম ঝরে ।
আর
এই ঘাম ঝরার কারণে মুখে নানা ধরণের সমস্যা হয়। সমস্যাগুলো হল মুখে ব্রণ বের হয়
মুক্ত তেলতেলে ভাব হয়ে থাকে এটা আসলে সবার জন্যই খারাপ। তাই আমরা দ্রুত এটা
থেকে কিভাবে মুক্তি পাবো বা এটা সমস্যার সমাধান করব দ্রুত সেটা নিয়ে আলোচনা
করবো।
তৈলাক্ত ত্বকের ব্রণ বের হয় কেন
আমাদের মুখে ব্রণ বেশ কয়েক কারণে হয়ে থাকে এর কারণগুলো যদি আমরা দেখতে চাই সেটা হলো। ব্রণ হল একটি কমন স্কিন প্রবলেম। যেই রোগটি মুখে হয় এবং মুখে সৌন্দর্য নষ্ট করে ফেলে। আর মুখে সৌন্দর্য নষ্ট হলে সব নষ্ট। যেহেতু এটা মুখেই বেশি হয় এবং মুখ সৌন্দর্যের সাথে জড়িয়ে মুখের সৌন্দর্য নষ্ট করে ফেলে।ব্রণ
দেখতে কেমন হয় ব্রণ সাধারণত ছোট ছোট ফুসকুড়ি দানার মত হয়ে থাকে। কখনো কখনো
এর মাথায় সাদা মুখ থাকে। কখনো কখনো গোটা গুলো বড় চাকার মতো আকৃতি হয়ে যায়
এবং এটা দিয়ে পুস্কুনি বের হতে পারে। কিছু কিছু ব্রণ আছে যা যন্ত্রণাদায়ক
হয়ে ওঠে।
আমাদের মুখে ব্রণ হলে আমরা সাধারণত সময় ওই একটা
জায়গাতেই হাত যায় সেটা হল মুখে আর এই হাত যাওয়ার কারণেই শোয়াসে সিস্টেম
রোগের মত এই ব্রন হয়ে থাকে। আর প্রচন্ড জ্বালা প্রচন্ড ব্যথা করে। খানিকটা
ব্যথা বিষফোঁড়ার মত বিষফোঁড়া হলে যেরকম মানুষের শরীরে ব্যথা করে। সেরকম ব্রণ
হলে মানুষের মুখে ব্যথা করে।
আরো পড়ুনঃ
আবার ড্রোন সাধারন তো কারো অনেক কিছু কারণে হয়ে থাকে যেমন রাত জাগলে কিন্তু ব্রণ হয় তারপরে অতিরিক্ত মোবাইল টিপলে ব্রণ হয় নোংরা অশ্লীল কিছু ভিডিও কিংবা ছবি দেখলে ব্রণ বের হয়ে আসে তাছাড়া ব্রণ এটি বয়সের কারণে বের হয় তবে আমরা এটা থেকে পরিত্রাণ পাবো। তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপাই আমরা সে বিষয়ে আলোচনা করবো।
তৈলাক্ত ত্বকের ব্রন থেকে যে রোগ হতে পারে
বর্তমানে মুখের একটি সমস্যার নাম হলো ব্রন এই সমস্যাটা সবার আর এই সংসার কারণে
মানুষ অনেক ঝুঁকিপূর্ণ তাই পড়তে পারে। যদি এটার দ্রুত কোন চিকিৎসা না নেয়।
এটা থেকে হতে পারে অনেক বড় একটি রোগ যে রোগটির কারণে কারো মৃত্যু পর্যন্ত হতে
পারে। আমরা জানবো এই ব্রণ থেকে কি কি রোগ হয়ে থাকে।
আমরা সাধারণত
জানি ত্বকের ফুসকুড়ি হওয়ার কারণে কিন্তু ব্রণ বের। হয় আর এই ব্রণ ছোট থেকে
অনেক বড় আকার আকৃতি ধারণ করে বসে। ব্রণ কয়েক ধরনের হয়ে থাকে ব্রণ কালো দাগ
হয়ে থাকে। এই ব্রণগুলো সাধারণত বড় বড় আকার আকৃতি ধারণ করে সেখান থেকে আমাদের
মুখের অনেকাংশই ক্ষতি করে ফেলে
এই ব্রণগুলো হয়
সাধারণত রাত জাগার কারণে, আবার অতিরিক্ত ফোন টিপাটিপি করলে, আবার নানান সমস্যা
হয়ে থাকে। এই ব্রণগুলো সাধারণত যদি আমরা দ্রুত সমস্যা সমাধান না করতে পারি
তাহলে এই ব্রণ থেকে বড় কোন আমাদের শরীরের রোগ বাসা বাঁধতে পারে। এবং রক্তের
সমস্যা করে ব্রণ থেকে আরও বড় বড় কোন সমস্যা হতে পারে ।
ডন মুখের
সৌন্দর্যকে নষ্ট করে ফেলে মুখের আকার আকৃতি চেঞ্জ করে ফেলে। এটা অনেকটা মানুষের
পক্ষে অস্বস্তিকর কারণ হয়ে ওঠে এবং চিন্তা হয় যে ব্রণ টা আমরা দূর করব কিভাবে।
ব্রণ দূর করার অনেক উপায় আছে তৈলাক্ত ত্বকে গ্রহণ দূর করার উপায়।
মেডিসিনের মাধ্যমে ত্বকের ব্রণ দূর করার উপায়
তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়। আমরা সাধারণত ব্রণ নিয়ে অনেক
টেনশনে থাকি। আমরা এখন জানবো মেডিসিন নিয়ে কিভাবে এই ব্রণের সমস্যা সমাধান
করতে পারে গালে ব্রণ দূর করার উপায়। ওষুধ খেয়ে দ্রুত ত্বকের ব্রণ দূর করার
উপায়।
আমাদের তৈলাক্ত ত্বকের এই ব্রণ দূর করার জন্য আমরা
ডাক্তারিভাবে কি পরামর্শ নিতে পারি এবং কি ওষুধ সেবন করলে আমাদের এই মুখের
সমস্যাটি সমাধান হতে পারে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে ডাক্তারি ভাবেই অনেক ধরনের
ট্রিটমেন্ট আছে। অনেক ধরনের ওষুধের পরামর্শ আছে যে ওষুধগুলো সেবন করলে আপনাদের
মুখের এই সংসার সমাধান হতে পারে।
প্রথমে আমরা একটা ওষুধের নাম জানব
সেটার নাম হলো ডক্সিকাপ। সেনসিটিভ ত্বকে দূর করার উপায়। আমরা যে প্রথমে ওষুধটার
নাম জানলাম সেটা হলো ডক্সিকাপ। ওষুধ টা সাধারণত ভিতর থেকে ব্রণের জীবাণুগুলোকে
ধ্বংস করে। এ ওষুধটা খাওয়ার নিয়ম সকালে একটা রাতে একটা। এরকম করে সাধারণত
টানা দুই মাস খাবেন।
সেনসিটিভ ত্বকে ব্রণ দূর করার উপায়। অর্থাৎ আরেকটি ওষুধ আছে যে
ওষুধটি ব্যবহার করে আমরা ব্রণ থেকে মুক্তি পেতে পারি। যে ওষুধটি ব্যবহার করলে
আপনার সমস্যা সমাধান হবে অর্থাৎ ব্রণের সমস্যা সমাধান হবে সে ওষুধটির নাম হলোঃ
ফণা ক্রিম, ফ্রনা জেল, আরেকটি ওষুধের নাম হল সেটা ফোনা প্লাস জেল।
ক্রিমগুলো ব্যবহার করবেন যেভাবেঃ ০.১% ত্বকের আক্রান্ত স্থানে
ব্যবহার করতে হবে। প্রতিনিয়ত রাতে একবার করে। অর্থাৎ এই ওষুধগুলো মুখে লাগানোর
জন্য এগুলো প্রতিদিন এক মাস ব্যবহার করার পর আমি আমার মুখের পরিবর্তন দেখতে
পেয়েছি। তবে সতর্কতা হলো ১২ বছরের নিচে এই ওষুধগুলো কেউ ব্যবহার করবেন না।
তৈলাক্ত ত্বকে ঘরোয়া উপায়ে ব্রণ দূর করার উপায়
বন্ধুরা ব্রণ হলে একটি মারাত্মক সমস্যা। আমরা শুধুমাত্র যে ওষুধ খাওয়ার
মাধ্যমে এই ব্রণ এর সমস্যা দূর করতে পারবো, আর অন্য কোন টিপস অবলম্বন করতে
পারবো না এরকমটা না। চাইলে আমরা ঘরোয়া উপায়ও এই ব্রণের সমস্যার সমাধান করতে
পারি। ঘরোয়া উপায় বলতে নিজে তৈরি করে যে ওষুধটি বানাবেন।
তৈলাক্ত
ত্বকের ব্রণ দূর করার উপায়। ঘরোয়া উপায়ে আমরা আমাদের এই ব্রণের সমস্যাটি
সমাধান করতে পারি। হরমোনাল বা সৃষ্টিক একশনের জন্য এর সাপ্লিমেন্ট খেতে হয়। এর
বাইরে যাদের ব্রন হয় তারা এর নিরাময়ে এক চামচ ট্রি ট্রি ওয়েলের সঙ্গে এক
চামচ ইপিও লাগিয়ে দেখতে পারেন। আশা করা যায় সাত দিনে আপনার ব্রণ দূর হয়ে
যাবে।
আরো পড়ুনঃ
দ্রুত ত্বকের ব্রণ দূর করার উপায় ঘরোয়া উপায়ে। ব্রণ হল এমন
একটি সমস্যা এ সমস্যার মুখে সুন্দড় নষ্ট করে ফেলে শুধু নারী নয় নারী পুরুষ
উভয় এই সমস্যার ভুগছে। আপনারা আরেকটি ঘরোয়া টিপস অবলম্বন করতে পারেন সেটি হল
কলার খোসা দিয়ে। কলার খোসার ব্যবহারে আপনারা পেতে পারেন এ সমস্যা থেকে
মুক্তি।
ত্বকের লালচে ভাব দূর করাতে মুখটি আগে সুন্দরভাবে ধৌত করে
দূর করে নিন আপনার মুখের লালচে ভাব। তারপরে খোসার ভিতরে সাদা অংশটি নিয়ে দশ
মিনিট আপনার মুখের মুখে ঘুসুন।এখানে থাকা ফেমি এসিড ও অ্যান্টি অক্সিরাইড দূর
করবে। তার ফলে আপনার মুখের ব্রণ গুলো দূর হয়ে যাবে। এই ভাবে ১৫ দিন ব্যবহার
করুন ফলাফল ভালো পাবেন।
তৈলাক্ত ত্বকে ব্রণ দূর করার আরেকটি উপায়
এটি হলো তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়। আমরা এই পদ্দতিতে জানবো দ্রুত ত্বকের ব্রণ দূর করার উপায়। হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি দুই সপ্তাহে আপনার মুখের ব্রণ দূর হয়ে যাবে যদি আপনারা নিয়ম মোতাবেক দুই সপ্তাহ এই টিপসটি অবলম্বন করেন। বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে দেখবেন কারণ এটি হতে পারে আপনার সৌন্দর্যের একটি উপায়।
আমাদের ত্বকে যখন ব্রণ হয় তখন আমরা বুঝতে পারি না। যে এই বরনটা কতখানি ক্ষতি করতে পারে এই ব্রণ মুখে ছোট্ট অংশে ঘা হয় তারপরে আপনার ত্বকের ভিতরে ইনফেকশন সৃষ্টি করে। আর ইনফেকশন এর কারণে আপনার পুরো মুখটাই ব্রণে ভরে যায় দেখতে বিচ্ছিরি লাগে আমরা দূর থেকে সমস্যার সমাধান করবো।
আরো পড়ুনঃ
আপনাদের
মুখে যখন ব্রণ হয় তখন আপনারা মুখে প্রচুর হাত দেন খোটা খুটি করেন নাড়ানাড়ি
করেন টিপকে বের করে দিতে চান। আসলে আপনারা যখন এ সমস্ত ধরনের কাজগুলো করেন তখন
ব্রণ আরো মারাত্মক হয়ে বেড়ে যায়। আপনাদের এটা থেকে বিরত থাকা লাগবে।
স্যালিসেলেট যুক্ত প্রোডাক্ট আপনারা দিতে পারেন। এটি একটি তরল পদার্থ।
আপনারা
এই উপাদানটি মাত্র এক ফোঁটা করে আপনার ঐ অংশে লাগিয়ে দিন। ১৪ দিনের আগেই আপনার
এই ব্রণের সমস্যার সমাধান হবে। কারো কারো ক্ষেত্রে দুই সপ্তাহ লাগে না, আপনারা
এই টিপসটি ব্যবহার করতে পারেন।
চন্দন মাটি ব্যবহারে ত্বকের ব্রণ দূর করার উপায়
দ্রুত ত্বকের ব্রণ দূর করার উপায়। হ্যাঁ আমরা সবাই চাই দ্রুত ত্বকের ব্রণ দূর
করতে আপনারা এই টিপসটি অবলম্বন করতে পারেন। এই উপাদানটি ব্যবহার করে অনেকেরই
সমস্যা সমাধান হয়েছে। নাম হলো চন্দন মাটি। আপনারা হয়তো অনেকে চেনেন না যে এই
মাটি আবার কি পাওয়া যায় কোথায়।
অনেকে ভাবছেন যে সাধারণ
একটা মাটি ব্যবহার করে আমার সমস্যা সমাধান হবে মানে আমার ত্বকের ব্রণ কি দূর
হবে আজ আমরা এই মাটি দিয়ে কিভাবে ত্বকের ব্রণ দূর করা যায় সেটাই দেখব।
সেনসিটিভ ত্বকে ব্রণ দূর করার উপায়।
আমরা অনেকেই এই চন্দন
মাটি সম্পর্কে ধারণা রাখি না বা চিনি না যে এই মাটিটা আসলে কি কোথায় পাওয়া
যায় এই উপাদানটি ব্যবহার করে আপনি ১৫ থেকে ২০ দিনের ভিতরে ফলাফল পাবেন।
সাধারণত এটি হলো ঘরোয়া টিপস তবে এই উপাদানটি বাইর থেকে ক্রয় করে নিয়ে আসতে
হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এটা সাধারণত সেলুনে পাওয়া যায়।
তারা
মুখের অংশে এই উপাদানটি লাগিয়ে দিয়ে মুকটাকে ক্লিয়ার করে দেয়। এই চন্দন
মাটির উপকারিতা অপরিসিম যদিও একটু নামটা বিচক্ষণ মনে হচ্ছে তবে আমাদের দরকার
সংস্থা থেকে মুক্তি পাওয়ার উপায়। এটি মূল্য সাধারণত 40 থেকে 50 টাকা নেই যা
মুদিখানার দোকানে কিংবা কসমেটিকসের দোকানে পাওয়া যায়।
আরো পড়ুনঃ
এটি যেভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনি আপনার মুখটিকে একবার ধুয়ে
নিবেন। তারপর এই চন্দন মাটিতেই ভিজিয়ে নিবেন তারপর মুখের পুরো অংশে চন্দন
মাটিটি মাখিয়ে নিবেন কিছু সময় আপনি অপেক্ষা করবেন জাতি মুক্তি মুখের অংশটি
শুকিয়ে যায় তারপরে ধীরে ধীরে আপনার হাতে পানি নিয়ে ঘষে ঘষে মুখ ধৌত করে
ফেলবেন আশা করি সংসার সমাধান হবে।
অ্যালোভেরা ব্যবহার করে ত্বকের ব্রণ দূর করার উপায়
আপনারা হয়তো সবাই জানেন যে এই অ্যালোভেরা এটির উপকারিতা কি।অ্যালোভেরা
হলো একটি গাছ। এই গাছটি অনেক কাজে আসে। কেউ অ্যালোভেরা সর্বত করে খায় রোগ
থেকে মুক্তি পাউয়ার জন্য। আবার কেউ চুলে ব্যাবহার করে। চুলকে সুন্দর রাখার
জন্য।
আপনারা হয়তো সবাই জানেন যে এই এলোভেরা এটির উপকারিতা।এই অ্যালোভেরা কি
অ্যালোভেরাটা হলো সাধারণত একটি গাছ। এই গাছটি অনেক কাজে আসে। কেউ অ্যালোভেরার শরবত
করে খায় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আবার কেউ ভালো করে চুলেও মাখে চুলকে সুন্দর
রাখার জন্য। এটির অনেক গুন।
আমরা জানবো তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করারউপায়। এই এলোভেরা টি ব্যবহার করে আমরা কিভাবে আমাদের মুখের ব্রণের সমস্যার সমাধান
করতে পারি। এই অ্যালোভেরা প্রচুর কার্যকরী । এলোভেরার চাষ হয় বিভিন্ন জায়গায়
দেখবেন বিভিন্ন পার্কে অনেক মানুষের বাসায় এই এলোভেরা গাছ চাষ করে।
এই
উপাদানটিতে আমরা জানবো দ্রুত ত্বকের ব্রণ দূর করার উপায়। আমাদের গালে ব্রণ দূর
করার উপায়। আপনারা এই এলোভেরা টি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আমরা
এই সমস্যা থেকে মুক্তি পাবো। অ্যালোভেরা ব্যবহারের নিয়মঃ
আমরা প্রথমে
একটি অ্যালোভেরার কান্ড কিংবা ডাল কেটে নেব। তারপরে এলোভেরা টি ছাল ছালিয়ে নেব।
তারপরে দেখবেন ভেতরে একটি জেলির মত কিছু অংশ আছে। সেই জেলগুলো চামচ দিয়ে কিংবা
হাতের নখ দিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আপনার গালে অংশে এগুলো ধক থাক করে
লাগিয়ে দিবেন।
কিছু সময় পর যখন আপনার গালের অংশের সেই অ্যালোভেরার
লাগানো উপাদানগুলো শুকিয়ে যাবে তারপর আপনি সুন্দর করে আপনার মুখটি ফেসওয়াশ দিয়ে
ধৌত করে নেবেন এভাবে আপনি ২০ দিনের মতো ব্যবহার করবেন আপনার মুখ ক্লিয়ার হয়ে
যাবে। আর এটি হল তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়।
ফেসওয়াশ ব্যবহার করে ত্বকের ব্রণ দূর করার উপায়
আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে সবাই কিন্তু ফেসওয়াশ ব্যবহার করে। কেউ মুখ
উজ্জ্বল করার জন্য। কেউ আবার মুখের ময়লা আবর্জনা দূর করার জন্য নানান কারণে
মানুষ ফেসওয়াশ ব্যবহার করে থাকে। কিন্তু আমরা যারা ব্রণের সমস্যায় ভুগতেছি তারা
কিন্তু এই ফেসওয়াশ ব্যবহার করে আমাদের সংসার সমাধান করতে পারি
গালে ব্রণ দূর করার উপায়। আমরা সবাই অনেক কিছু ভেবে থাকি যে কিভাবে আমার মুখের
ব্রণগুলো দ্রুত উঠে যাবে। আমরা এটা খুঁজি দ্রুত ত্বকের ব্রণ দূর করার উপায়। আমরা
যে ভাবে এই অপাদান টি ব্যবহার করবো সকাল এয়ে একবার রাতে একবার। সকালে ঘুম থেকে
উঠে ভালোভাবে মুক্তি ধৌত করে নিবেন। আর রাতে ঘুমানোর আগে একবার ফেসওয়াশ দিয়ে
ভালোভাবে ধুয়ে নিবে।
বিভিন্ন ধরনের ফসল ব্যবহার করতে পারেন যেমন
নামগুলো হল হিমালিয়া নিম ফেসওয়াশ , বিউটি ফেসওয়াশ, ফেয়ার এন্ড লাভলী
ফেসওয়াশ, ক্লিন এন্ড ক্লিয়ার এই ফেসওয়াশ গুলো ব্যবহার করে আপনারা এর ব্রণ দূর
করতে ফ্রেন্ড এবং আপনাদের মুখের সৌন্দর্য বানাতে পারেন। আর এটাই সেনসিটিভ টক দূর
করার উপায়
ত্বকের ব্রণ দূর করা নিয়ে লেখকের মন্তব্য
সাধারণত সবারই এ ত্বকের সমস্যাটা হয়ে থাকে ব্রণ মেস্তা এগুলো এই সমস্যা থেকে
সমাধান পাওয়া সহজেই যে ধরনের টিপসগুলো বললাম এ ধরনের টিপস গুলো আপনারা যদি
অবলম্বন করেন মানে মেনে চলেন তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে।
আমারও
হয়েছিল এই সমস্যা আমি এখানকার যে কোন একটা টিপস অবলম্বন করছি, মেনে চলছি। আমার
সমস্যার সমাধান হয়ে গেছে। আপনারাও যদি এরকম সমস্যায় পড়েন এই উপায়গুলো মেনে
কাজ করবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে।
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url