১২ টি ভাবে বাংলা আর্টিকেল লেখার নিয়ম

১২ টি ভাবে বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে আমরা জানবো। আমরা সবাই ব্লগিং করি সবাই আর্টিকেল লিখি নিজস্ব ব্লগ ওয়েবসাইটে। কিন্তু আমরা হয়তো জানি না যে এটাকে রেঙ্ক করানোর জন্য এর নিয়ম আছে।

বাংলা-আর্টিকেল-লেখার-নিয়মকিভাবে একটি আর্টিকেল লিখে ওয়েবসাইটের রেংক করাতে হয় কিভাবে বাংলা আর্টিকেল লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই আর্টিকেলে। বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।

পোষ্ট সূচিপত্রঃ ব্লগে আর্টিকেল লেখার নিয়ম SEO ফ্রেন্ডলি

বাংলা আর্টিকেল লেখার নিয়ম 

বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই আর্টিকেলে। আপনারা হয়তো সবাই আর্টিকেল লেখেন নিজের ওয়েবসাইটে সবাই চান যে আমি আর্টিকেল কিংবা আমার ব্লক পোস্টে পোস্ট লেখে সেটিকে রেংক করানোর মাধ্যমে ভালো পরিবারের একটি প্যাসিভ ইনকাম করতে চাই।

প্রথমে আসি প্যাসিভ ইনকাম কি প্যাসিভ ইনকাম মূলত কাজ না করে ইনকাম করা। অবাক হয়ে গেলেন এ কাজ না করে কিভাবে ইনকাম করব। এই ইনকাম টি মূলত এ ধরনের যে আপনি কাজ করতেছেন আপনার ওয়েবসাইটে প্রতিনিয়ত পোস্ট বা আর্টিকেল লিখতেছেন এবং আপনার ইনকাম হচ্ছে এগুলো যাদেরকে বলছি যারা নিয়ম মেনে কাজ করে তাদের।

আপনি ইনকাম করছেন কাজ করতেছেন প্রতিনিয়ত কাজে ক্ষেত্রে তিন চার দিন আপনি আপনার ওয়েবসাইটে সময় দিতে পারলেন না। এতে করে কি আপনার ইনকাম থেমে যাবে। দেখুন সচরাচর আমরা একটি জিনিসই জেনে থাকি যে কাজ না করলে ইনকাম হয়না। কিন্তু এই ব্লগিং সাইটে সিস্টেম একদমই আলাদা।

আপনি তিন থেকে চার দিন যদি কাজ বন্ধ রাখেন তাহলেও কোন সমস্যা নেই আপনার ইনকাম অটোমেটিকলি আসতেই থাকবে।আমরা যারা নতুন আমরাও চাইবো অবশ্যই প্যাসিভ ইনকাম করতে তা এটার জন্য অনেক নিয়ম কানুন রয়েছে।আপনার ওয়েবসাইট আছে আপনি নিয়ম কানুন জানেননা।

আর সঠিক নিয়মে বাংলা আর্টিকেল না লিখলে আপনার ওয়েবসাইটের পোষ্ট রেঙ্ক করবেনা।আপনি এই আর্টিকেলে জানতে পারবেন বাংলা আর্টিকেল লেখার নিয়ম। ব্লগে আর্টিকেল লেখার নিয়ম যে নিয়মে আর্টিকেল লিখলে আপনার পোষ্ট রেঙ্ক করবে। তাহলে নিয়ম জানার জন্য ভালোভাবে এই আর্টিকেলটি পড়ুন।

ফোকাস কিওয়ার্ড SEO ফ্রেন্ডলি লেখার নিয়ম

ফোকাস কিওয়ার্ড SEO ফ্রেন্ডলি লেখার নিয়ম মানে হচ্ছে আপনার আর্টিকেল বা ব্লগ পোষ্টের ফোকাস কিওয়ার্ড দিয়ে আপনার আর্টিকেলটি লেখা শুরু করতে হবে। কিভাবে আপনি আপনার আর্টিকেলে ফোকাস কিওয়ার্ড কালেক্ট করবেন। এবং এই ফোকাস কি ওয়ার্ড আপনার আর্টিকেলে  SEO আকারে বসাবেন।

প্রথমে আপনাকে কিওয়ার্ড বাছাই করতে হবে ফোকাস কিওয়ার্ড। যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি আপনার আর্টিকেল বা ব্লগ পোস্টটি লিখবেন। এই ফোকাস কি ওয়ার্ড কিভাবে নির্বাচন করবেন কিভাবে বাছাই করবেন। ফোকাস কেউ আর নির্বাচন করার জন্য আপনাকে কিওয়ার্ড জেনারেটরে সার্চ দিতে হবে। 

সেখানে বাংলা ভাষা সিলেক্ট করতে হবে তারপরে সার্চ বারে। আপনি যে নিসের উপর ব্লগ পোষ্টটি লিখবেন সে নিসের যেকোনো একটি ওয়ার্ড লিখে সার্চ দিবেন আপনার সামনে অনেকগুলো ফোকাস কিওয়ার্ড আসবে অবশ্যই ফোকাস কিওয়ার্ডের সার্চ ভলিউম ১০০০ হতেহবে।এটা সাধারণত SEO ক্ষেত্রে ভালো।

আপনার ফোকাস কিওয়ার্ড বাছাই করা হলে সেটি গুগলে সার্চ দিবেন এবং দেখবেন এবং দেখবেন সার্চ দেওয়ার পরে এক নম্বর পজিশানের সঙ্গে আপনার কি ওয়ার্ডটি যেন হুবহু না মিলে যায়। মিলে গেলে আপনার পোস্টটি গুগলের রেংক করাতে পারবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ফোকাস কেউ আরটি নিয়ে আপনি আপনার আর্টিকেল লেখা শুরু করবেন।

অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ড টি টাইটেলে বসাবেন। এবং আপনার সেই ফোকাস কিওয়ার্ড দিয়ে প্রথমেই ডেসক্রিপশন দিয়ে লেখা শুরু করবে অবশ্যই আপনার ডেসক্রিপশন উপরে দুই লাইন মাঝখানে ফিচার ইমেজ তারপরে দুই লাইন। এইভাবে আপনি এসিও ফ্রেন্ডলি আপনার আর্টিকেল লেখা শুরু করবেন।

পোস্ট সূচিপত্র SEO ফ্রেন্ডলি আকারে লেখার নিয়ম

পোস্ট সূচিপত্র SEO ফ্রেন্ডলি আকারে লেখার নিয়ম অনুসারে লেখা লাগবে সেটা কিভাবে। সে বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে একটি আর্টিকেল লিখবেন সেটিকে আপনি কিভাবে পোস্ট সূচীপত্র আকারে লিখবেন।

সাধারণত এই আর্টিকেলে আমার একটি পোস্ট সূচিপত্র থাকবে সেটা দেখেও একটু ধারণা পাবেন। প্রথমত আপনাকে পোস্ট সূচীপত্র তৈরি করা লাগবে কিভাবে তৈরি করবেন। আপনার ডেসক্রিপশন লেখা শেষ হলে আপনি তারপরে একটি পোষ্ট সূচিপত্র তৈরি করবেন আগে লিখবেন পোস্ট সূচীপত্র।

বাংলা-আর্টিকেল-লেখার-নিয়মসূচিপত্র লেখা হলে আপনি যেই হেডিং গুলো ব্যবহার করবেন সেই হিডিংগুলো পোস্ট সূচিপত্রের নিচে লিস্ট আকারে প্রত্যেকটা হিডিং বসিয়ে নিবেন। আপনার পোস্ট সূচিপত্র হয়ে গেলে আপনাকে সেগুলো লিংক করা লাগবে। এভাবে করে আপনি পোস্ট সূচিপত্র তৈরি করবেন।

ফোকাস কিওয়ার্ড, হিডিং SEO ফ্রেন্ডলি  লেখার নিয়ম

ফোকাস কিওয়ার্ড, হিডিং SEO ফ্রেন্ডলি  লেখার নিয়ম। আপনাকে অবশ্যই যে ফোকাস কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন ওই ফোকাস কিওয়ার্ডটি দিয়েই আপনাকে প্রথম হেডিং দিয়ে লেখা শুরু করতে হবে। একটু বিশ্লেষণ করে বুঝাই মনে করেন আপনার আর্টিকেলের ফোকাস কিওয়ার্ড হলো ১১ টি ভাবে বাংলা আর্টিকেল লেখার নিয়ম।

তাহলে আপনাকে অবশ্যই এই ফোকাস কিওয়ার্ড দিয়েই প্রথম হেডিং সূচিপত্রের নিচে যে হিডিংগুলো তৈরি করবেন তার নিচে প্রথম হেডিং দিয়ে আপনাকে লেখা শুরু করতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে লেখাগুলো জাস্টিফাইড করতে হবে। 

লেখাগুলো যেন ছোট বড় না থাকে। এপাশ ওপাশ দুই পাশে যেন আপনার লেখাগুলো সোজা থাকে। কারন আপনি যদি এগুলো ঠিক করে না রাখেন তাহলে আপনার আর্টিকেলটি গুগলে সহজে রেংক করবে না। এজন্য আপনাকে লেখা জাস্টিফাইড করতে হবে SEO ফ্রেন্ডলি।

ফোকাস কিওয়ার্ড সেকেন্ডারী কি-ওয়ার্ড মডিফাইড

ফোকাস কিওয়ার্ড সেকেন্ডারী কি ওয়ার্ড মডিফাইড, এসইও ফ্রেন্ডলি এগুলোর প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কারণ SEO ক্ষেত্রে আপনাকে এগুলো জানা দরকার। প্রথমে আসি ফোকাস কি ওয়ার্ড আপনাকে অবশ্যই আপনার পোস্টের ফোকাস কিওয়ারটি ১০ বার হবহু আপনার পোস্টে বসা লাগবে। SEO ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

সেকেন্ডারি ফোকাস কিওয়াড আপনাকে অবশ্যই সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড পাঁচবার আপনার পোস্টে হুবহু লেখা লাগবে। এখন আমরা হয়তো জানি না যে সেকেন্ডারী ফোকাস কিওয়ার্ড কোথায় পাবো। এটি খুবই সহজ আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটি নিয়ে google এ সার্চ দিবেন।

তারপরে আপনার মাউস টি সার্চ বাটনে একবার ক্লিক করবেন দেখবেন তার নিচে অনেকগুলো সিমিলার কিওয়ার্ড অথবা সেকেন্ডারি কেউ আর চলে এসেছে সেখান থেকে আপনি কিভাবে বাছাই করবেন। দেখবেন আপনার ফোকাস কিওয়ার্ডের রিলেটেড যেগুলো মিলে যাচ্ছে ওখান থেকে একটি নিয়ে আপনি আপনার সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন।

মডিফাইড SEO ফ্রেন্ডলি SEO করার জন্য আপনার কিওয়ার্ডগুলো মডিফাইড করা লাগবে। আপনি যেই ফোকাস কিওয়ার্ড সেকেন্ডারি কি ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সেগুলো মডিফাইড করা লাগবে। কোনটা কতবার তা হলো ফোকাস কিওয়ার্ড মডিফাই করে পাঁচবার। সেকেন্ডারি কি ওয়ার্ড পাঁচবার। সেকেন্ডার এ কিওয়ার্ড মডিফাই করে তিনবার।

এইভাবে আপনাকে ফোকাস কিওয়ার্ড সেকেন্ডারি কিওয়ার্ড মডিফাই করে লেখা লাগবে এটি SEO এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি এই নিয়মে আর্টিকেল লিখলে আর্টিকেল রেঙ্ক করবে।

প্যারা সিস্টেম ও টেক্সট লিংক এসিও ফ্রেন্ডলি লেখার নিয়ম

প্যারা সিস্টেম ও টেক্সট লিংক SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম। গুরুত্বপূর্ণ একটি নিয়ম যে নিয়মটি আপনার আর্টিকেলকে সুন্দর দেখাবে এবং SEO ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি যখন আর্টিকেলটি লিখবেন অবশ্যই আপনার আর্টিকেল কে আপনি পেরা প্যারা আকারে লিখে যাবেন।

আপনি একটি আর্টিকেল লিখতেছেন সেই আর্টিকেলটি সর্বোচ্চ সাড়ে তিন লাইন সর্বনিম্ন আড়াই লাইন আকারে আপনি প্যারা পার আকারে আপনি আপনার আর্টিকেলটি লিখবেন এতে আপনার আর্টিকেলের সৌন্দর্য আরো বেড়ে উঠবে। আপনাদের বুঝার ক্ষেত্রে এই পোস্টটি দেখলেই বুঝতে পারবেন।

টেক্স লিংক যুক্ত করা আপনার আর্টিকেলে আপনি সর্বোচ্চ একটি টেক্সলিং যুক্ত করতে পারবেন সেটা কিভাবে তা নিয়ে আলোচনা করব। আপনার আর্টিকেলে আপনি কিভাবে টেক্স লিংক যুক্ত করবেন এটি আপনারই একটি পোস্টের লিংক কপি করে আপনার যে আর্টিকেলটিতে আপনি লিং যুক্ত করবেন। সেখানে একটি লেখাতে আপনি সেই কপি করা অন্য লিংকটি জুক্ত করবেন।

অ্যাকশন বাটন আরোপড়ুন লিংক SEO ফ্রেন্ডলি লেখার নিয়ম 

অ্যাকশন বাটন আরোপড়ুন লিংক SEO ফ্রেন্ডলি লেখার নিয়ম আপনার আর্টিকেল পোস্টে অবশ্যই একশন বাটন যুক্ত করতে হবে। আপনি যে কারণে অ্যাকশন বাটন যুক্ত করবেন তা হলো আপনার আর্টিকেলে যখন এডসেন্স অ্যাপ্রভাল পাবে তখন এই একশন বাটনে ইন্টারনাল লিংক যুক্ত করে রাখবে সেটার মাধ্যমে দিয়ে আপনার অন্য একটি পোস্ট যেন পাঠক পড়তে পারে।

আর এই অ্যাকশন বাটন যুক্ত করে রাখলে কোন একটি পাঠক যদি আপনার ওই অ্যাকশন বাটনে ক্লিক করে অন্য একটি পোস্টে যায় সে ক্ষেত্রে আপনার পোস্টের সিপিসি রেড বাড়বে এবং আপনার ইনকামও বাড়বে এজন্য আপনি অ্যাকশন বাটন যুক্ত করবেন। সেক্ষেত্রে আপনি একশন বাটন আপনার পোষ্টের শুরুতেই দিবেন।

আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনার পোস্টে আপনি ৪ আরো পরুন সেকশন যুক্ত করে রাখবেন। আরো পড়ুন সেকশন হলো আপনার অন্য একটি পোস্ট এর লিঙ্ক আপনি সেখানে যুক্ত করে রাখবেন। এক্ষেত্রে আপনার সি পি সি এবং ইনকামও বাড়বে।

টেবিল এবং বুলেট লিস্ট SEO ফ্রেন্ডলি লেখার নিয়ম

টেবিল এবং বুলেট লিস্ট SEO ফ্রেন্ডলি লেখার নিয়ম। আপনার আর্টিকেল কিংবা ব্লগার পোস্টে আপনি যখন যে কোন ধরনের টপিক নিয়ে লেখালেখি করবেন সে ক্ষেত্রে যদি আপনার কোন লিস্ট দেওয়ার প্রয়োজন পড়ে কিংবা তালিকা সে ক্ষেত্রে আপনি বুলেট লিস্ট আকারে দিতে পারেন।

বাংলা-আর্টিকেল-লেখার-নিয়মবুলেট লিস্ট দুই প্রকার একটি হল অর্ডার লিস্ট আরেকটি হলো আন অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলো আপনি যেকোনো ধরেন খাদ্য তালিকা এক দুই তিন চার এভাবে লিস্ট আকারে বসানো আনঅর্ডার লিস্ট হলো সেগুলোতে কোন ধরনের সংখ্যা থাকবে না।

আপনার পোস্টে আপনি যদি কোন ধরনের ছুটির তালিকা কিংবা যেকোন দ্রব্যমূল্যের দামের তালিকা দিতে চান সেগুলো আপনি টেবিল আকারে দিবেন এতে করে আপনার পোস্টটির মাধুর্যতা ফিরে আসবে এবং আপনার পোস্টটি সুন্দর লাগবে। এটি SEO ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। আপনার পোষ্টের টেবিল তৈরি করার জন্য আপনি এই লিংকে ক্লিক করুন html tabel

H1 H2 H3 হিডিং SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম 

H1 H2 H3 হিডিং SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম পোস্টে হেডিংগুলো  কিভাবে তৈরি করবেন কারণ হেডিং না তৈরি করলে আপনার সূচিপত্রের সঙ্গে আপনি লিংক করতে পারবেন না।বাংলা আর্টিকেল লেখার নিয়ম এর মধ্যে একটি নিয়ম হল এটি।

আপনার পোস্টে হেডিং এর নিচে সর্বোচ্চ পাঁচটি প্যারায় তিনি লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি সাব হিডিং দিয়ে তার নিচে লেখা শুরু করবেন। তারপরেও যদি বেশি হয়ে যায় আপনি মাইনোর হিডিং ব্যবহার করবেন।

প্রত্যেকটি হেডিং আপনি সর্বোচ্চ পাঁচটি প্যারাই এবং সর্বনিম্ন তিনটি বেড়াই লিখতে পারবেন। কারণ গুগল এখন যেকোনো হেডিং থেকেও আপনার পোস্ট রেঙ্ক করাতে পারে। এজন্য আপনি আপনার পোস্টে হেডিং ব্যবহার করবেন এবং হেডিং গুলো লারজ করার চেষ্টা করবেন।

ইন্টার্নাল লিঙ্ক কিংবা এক্সটার্নাল লিঙ্ক SEO ফ্রেন্ডলি 

ইন্টার্নাল লিঙ্ক কিংবা এক্সটার্নাল লিঙ্ক SEO ফ্রেন্ডলি লেখার নিয়ম। আপনার পোস্টকে রেংক করানোর জন্য আপনি এই পদ্ধতি গ্রহণ করবেন। বাংলা আর্টিকেল লেখার নিয়ম এরমধ্যে এটি  গুরুত্বপূর্ণ। আপনার পোস্টে আপনি এক্সটার্নাল কিংবা ইন্টার্নাল লিংক যুক্ত করবেন সে ক্ষেত্রে ইন্টার্নাল লিংক হল আপনার নিজস্ব কোন পোস্টের লিংক।

এক্সটার্নাল লিংক হলো অন্য আরেকজনের পোস্টের লিংক আপনি যদি চান যে আমি এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে চান। সেক্ষেত্রে আপনি তার পোস্টের লিংক আপনার পোস্টে যুক্ত করতে পারেন এর জন্য আপনাকে তার পোস্টের ক্রেডিট দেওয়া লাগবে।

ক্রেডিট বলতে এটাকেই বুঝানো হয়েছে আপনি তার থেকে একটি লিঙ্ক নিয়ে আপনার পোস্টে যুক্ত করবেন সে ক্ষেত্রে আপনার কে যে কাজটি করা লাগবে তার ওয়েবসাইটের নাম আপনার পোস্টে উল্লেখ করে দেওয়া লাগবে। আপনি এইভাবে এক্সটার্নাল লিঙ্ক কিংবা ইন্টার্নাল লিঙ্ক যুক্ত করতে পারেন।

ইমেজ ফটো SEO ফ্রেন্ডলি সেটাপ করার নিয়ম

ইমেজ ফটো SEO ফ্রেন্ডলি সেটাপ করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি নীতিমালা বাংলা আর্টিকেল লেখার নিয়ম এরমধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনার আর্টিকেল কিংবা পোস্টকে আকর্ষণীয় করে তুলতে অবশ্যই আপনার পোস্টে ইমেজ ব্যবহার করা লাগবে। কারণ একটি পোস্টকে আকর্ষণীয় করে তোলার জন্য ইমেজ খুবই গুরুত্বপূর্ণ।

ইমেজ কিভাবে যুক্ত করবেন আপনি আপনার পোস্টের তিন জায়গায় ইমেজ যুক্ত করবেন। প্রথমে ডেসক্রিপশন এর দুই লাইন দুই লাইন চার লাইন এর মধ্যে আপনি একটি ইমেজ ব্যবহার করবেন। পরের ইমেজটি তিন নাম্বার হেডিং এ ব্যবহার করবেন। সব শেষ যেই ইমেজটি ব্যবহার করবেন সেটি হলো আট নাম্বার হেডিং এর নিচে।

আপনার ইমেজ গুলো হতে হবে ফিচার ইমেজ। সাধারণত একটি পোস্টকে আকর্ষণ নিয়ে গড়ে তোলে একটি ইমেজ সেজন্য আপনার ইমেজ আপনি সুন্দরভাবে তৈরি করে আপনি আপনার পোস্টে রাকবেন। ইমেজ গুলো অবশ্যই রিনাম করবেন কারণ আপনার ইমেজ যদি আপনি রিনাম না করেন তাহলে এসিও হবে না তাই আপনি আপনার ইমেজকে রিনেম করে নিবেন।

পার্মালিংক,ডেসক্রিপশন ক্যাটাগরি,এসিও ফ্রেন্ডলি লেখার নিয়ম

পার্মালিংক ডেসক্রিপশন ক্যাটাগরি এসিও ফ্রেন্ডলি লেখার নিয়ম আপনার সবকিছু লেখা ঠিকঠাক থাকলে আপনার পোস্টের পারমালিন বসাবেন। এবং ডেসক্রিপশন ও ক্যাটাগরি  আপনার পোস্টে বসাবেন। এই ধরনের কাজগুলো কোথায় পাবেন এগুলো খুঁজে পাবেন কোথায়।

আপনার পোস্ট যখন আপনি লিখবেন দেখবেন ডানদিকে উল্লেখ করে দেওয়া আছে লেভেল যেটাকে আমরা ক্যাটাগরি বলি। পার্মালিংক তার ডেসক্রিপশন এগুলো লেখা আছে ইংরেজিতে আপনি সেগুলোতে এক এক করে আপনার ক্যাটাগরি গুলো বসিয়ে নিবেন।

প্রথমে ক্যাটাগরি দিবেন ক্যাটাগরি অবশ্যই আপনার পোস্টের রিলেটেড হতে হবে। যেমন আমার পোস্টের আপনি যে পোস্টটি পড়ছেন এই পোস্টার ক্যাটাগরি হল অনলাইন ইনকাম সেটি বাংলায় দিতে পারেন ইংরেজিতে দিতে পারেন তবে বাংলায় দিলে ভালো হয়।

পার্মালিংক অবশ্যই আপনাকে ইংরেজিতে দুই থেকে তিন ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। অবশ্যই পার্মালিংক আপনাকে ইংরেজিতে দেওয়া লাগবে। আপনি ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবেন আপনার ফোকাস কিওয়ার্ড থেকে যেকোনো দুই থেকে তিনটি ওয়ার্ড এর ভিতর। অবশ্যই আপনাকে একটি ওয়ার্ডের পর পর হাইফেন ব্যবহার করা লাগবে।

ডেসক্রিপশন আপনাকে ডেসক্রিপশন দিতে হবে সর্বোচ্চ দেড়শ ওয়াটের। ওখানে অবশ্য ১৫০ ওয়াটের বেশি দিতে পারবেন না সে ক্ষেত্রে ডেসক্রিপশন আপনি আপনার প্রথমে দুই লাইন থেকে সিলেক্ট করে আপনি ডেসক্রিপশন বক্সের ডেসক্রিপশন বসাবেন। সবশেষে আপনার মন্তব্য আপনি প্রকাশ করবেন।

লেখকের মন্তব্য ব্লগে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে 

লেখকের মন্তব্য ব্লগে আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে আপনি যদি ভেবে থাকেন যে আপনি প্যাসিভ ইনকাম করবেন সে ক্ষেত্রে আপনি এরকম একটি ওয়েবসাইট তৈরি করে এই নিয়মগুলো মেনে আপনি আর্টিকেল লিখতে পারেন। এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন।

তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে সেও উপকৃত হয়। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করবেন। এরকম পোস্ট পেতে দৈনিক আর্টিকেলটি ভিজিট করবেন। এবং কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url