পাসপোর্ট তৈরি করতে কি লাগে অনলাইনে পাসপোর্ট আবেদন
অনলাইনে পাসপোর্ট আবেদন করার নিয়ম। আপনি হয়তো বাংলাদেশ থেকে বাইরের দেশে যাওয়ার জন্য পাসপোর্ট প্রয়োজন। এছাড়া এই আর্টিকেলটি যদি ইন্ডিয়া কিংবা সৌদি, অ্যামেরিকা দুবাই থেকে দেখেন।
পোস্ট সূচিপত্রঃপাসপোর্ট তৈরি করতে কি লাগে অনলাইনে পাসপোর্ট আবেদন
- অনলাইনে পাসপোর্ট আবেদন করার নিয়ম
- পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্র লাগে
- পাসপোর্ট এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স
- পাসপোর্ট চেক করার নিয়ম যেভাবে পাসপোর্ট চেক করবেন
- দশ বছর মেয়াদী পাসপোর্ট করতে কি কি লাগে খরচ কত
- পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে
- পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে কি করবেন
- শেষ কথাঃঅনলাইনে পাসপোর্ট আবেদন সম্পর্কে
অনলাইনে পাসপোর্ট আবেদন করার নিয়ম
অনলাইনে পাসপোর্ট আবেদন করার নিয়ম। বর্তমানে অনেকেরই অনেকের কাজের জন্য পাসপোর্ট প্রয়োজন হয়। কেউ হয়তো টুরিস্ট ভিসায় ভ্রমণের জন্য যায়, কেউ হয়তো বিদেশে চাকরির জন্য যায়। কেউ পড়ালেখা করার জন্য যায় আবার কেউ চিকিৎসা করার জন্য যায়। মূলত এই কাজগুলোর জন্য একটি পাসপোর্ট প্রয়োজন হয়।
ধরেন আপনি ইন্ডিয়া চিকিৎসার জন্য যাবেন। আপনি যদি ইন্ডিয়ার ভিসা করতে যান সে ক্ষেত্রে আপনার পাসপোর্ট প্রয়োজন পড়বে। সে সময় আপনি পাসপোর্টটি পাবেন কোথায়। আপনাকে পাসপোর্ট অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সে নিয়েই বিস্তারিত জানতে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
পাসপোর্ট আবেদন করার জন্য আপনার যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো যদি সব ঠিক থাকে আপনার। তাহলে আপনাকে পাসপোর্ট অফিসে উদ্দেশ্যে রওনা দিতে হবে। পাসপোর্ট অফিসের ওখানে গিয়ে আপনি দেখবেন ওখানে অনেক কম্পিউটার ফটোগ্রাফার দোকান রয়েছে। আপনি সেখানে যাবেন। তারা মূলত আপনার কাগজপত্র চাইবে।
এই কাগজপত্র গুলো আপনার অনলাইনে আবেদন করার জন্য লাগবে। আপনার সব কাগজপত্রগুলো ওদেরকে দিবেন সে ক্ষেত্রে কম্পিউটার দোকানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এটা যারা এ পাসপোর্ট অফিসের পাসপোর্ট এর জন্য আবেদন করে যে কোন কম্পিউটার দোকান থেকেও হবে যদি সে এ পাসপোর্ট আবেদন সম্পর্কে জানে।
তারপর সে আপনাকে একটি রিসিভ দিবে যে রিসিভটি আপনাকে পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় আপনার সেই রিসিভ পত্রটি লাগবে। সে রিসিভ পত্র টা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন তারপরে সেগুলো জমা দিবেন। তারপরে আপনাকে পাসপোর্ট এর ফিঙ্গার দেওয়ার জন্য ডাকবে মূলত এই হল পাসপোর্ট আবেদন প্রক্রিয়া।
পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্র লাগে
পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্র লাগে। এই আর্টিকেল আপনি জানতে পারবেন পাসপোর্ট আবেদন করতে কি কি কাগজপত্র লাগে। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সে কাগজপত্রগুলা লাগে তার পুরো ধারণা দেওয়ার চেষ্টা করব এই আর্টিকেলে।
পাসপোর্ট আবেদন করতে অনেকগুলো কাগজপত্র লাগে যেগুলো আপনি যদি না সংগ্রহ করে নিয়ে যান। সে ক্ষেত্রে আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন না। এজন্য আপনাকে পাসপোর্ট আবেদন করার জন্য এইসব কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখতে হবে। কি কি কাগজপত্র লাগবে তার লিস্ট নিচে দেওয়া হলোঃ
আপনার যে সমস্ত কাগজপত্র লাগবেঃ
- এনআইডি কার্ড ফটোকপি/জন্ম সনদ পত্র
- ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি
- চারিত্রিক সনদপত্র
- উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক সার্টিফিকেট
- নাগরিকত্ব
- বাবা-মা ভোটার আইডি ফটোকপি
- রক্তের গ্রুপ
মূলত পাসপোর্ট আবেদন করার জন্য এই ধরনের কাগজপত্র গুলো আপনার জরুরি ভাবে
থাকা লাগবে। আপনি যদি পাসপোর্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এই সমস্ত
কাগজপত্রগুলো আপনি সংগ্রহ করে রাখবেন। আর অবশ্যই শার্ট পড়ে যাওয়ার চেষ্টা
করবেন।
পাসপোর্ট এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স
পাসপোর্ট এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্ট আবেদন সম্পূর্ণ হলে যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হল পুলিশ ক্লিয়ারেন্স। অর্থাৎ আপনি যেদিন পাসপোর্ট আবেদন করা সম্পূর্ণ করবেন তার কিছুদিন পরে সেখান থেকেই আপনার নিজস্ব থানায় নোটিফিকেশন পাঠাবে। আপনার ডাটা দিয়ে সেখানকার লোকাল এস আই এর কাছে।
তারা আপনার সম্পূর্ণ ডাটা দিয়ে আপনার পার্শ্ববর্তী থানায় লোকাল এসআই দ্বারা
তদন্ত করবে। এবং আপনাকে ডাকবে আপনি আপনার সম্পূর্ণ কাগজপত্র গুলো আবার
সংগ্রহ করে তার কাছে নিয়ে যাবেন। সেগুলো প্রমাণিত করার জন্য এগুলো লাগবে। যে
পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন করবে তার কাছে এগুলো ভালো প্রমাণিত
হলে।
আপনার যদি কোন সমস্যা না পায় সে ক্ষেত্রে পাসপোর্ট অফিসে আপনার সম্পর্কে ভালো
একটি তথ্য প্রদান করবে। সে ক্ষেত্রে আপনি যখন পাসপোর্টটি গ্রহণ করতে যাবেন সে
পুলিশ ভেরিফিকেশন চেক করবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আপনি আপনার পাসপোর্টটি
হাতে পাবেন। আমি আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার
করছি।
পাসপোর্ট চেক করার নিয়ম যেভাবে পাসপোর্ট চেক করবেন
পাসপোর্ট চেক করার নিয়ম যেভাবে পাসপোর্ট চেক করবেন। আপনার পাসপোর্ট আবেদন সম্পন্ন করার পর। পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করার পর যদি সবকিছু ঠিক থাকে। তাহলে আপনার পাসপোর্ট প্রস্তুত আপনি পাসপোর্টটি নিতে পারবেন। কিন্তু আপনি জানবেন কিভাবে আপনার পাসপোর্টটি অলরেডি চলে এসেছে।
আপনার যে পাসপোর্ট রিসিভ টা থাকবে সেই রিসিট টা দিয়ে চেক করা যায়। অনলাইনের
মাধ্যমে আপনি যার কাছে পাসপোর্ট আবেদন করবেন। তার কাছে আপনি এই একটা
রিসিটের ফটোকপি দিয়ে আসবেন। সে ক্ষেত্রে উনি চেক করে দেখবেন যদি পাসপোর্ট চলে
আসে তাহলে আপনাকে জানাবে আপনি পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।
ভাবতেছেন পাসপোর্ট রিসিভ টা কি। আপনার পাসপোর্ট আবেদন করার সময় একটি
রিসিভ দেয় কম্পিউটার দোকান থেকে সেই রিসিভটা তাদের কাছে নিয়ে যাওয়া লাগে।
তারা আবার আরেকটা রিসিভ দেয় সেই আপনার ফিঙ্গার কমপ্লিট করার পর। সেই
রিসিভটি আপনি কম্পিউটার দোকানে যার কাছে আবেদন করেছেন তাকে দিয়ে যাবেন এভাবে
আপনি পাসপোর্ট চেক করবেন।
দশ বছর মেয়াদী পাসপোর্ট করতে কি কি লাগে খরচ কত
দশ বছর মেয়াদী পাসপোর্ট করতে কি কি লাগে। মূলত সবার মনে একটাই প্রশ্ন থাকে ১০
বছর মেয়াদী পাসপোর্ট। আর পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট কি কাগজপত্র
আলাদা লাগে। তাহলে আমি বলব না কারণ পাসপোর্ট এর মেয়াদ অনুযায়ী কাগজপত্র কম
বেশি লাগে না।
পাসপোর্ট এর মেয়াদ অনুযায়ী তারা যে চার্জটি নিয়ে থাকে সেটি বেশি লাগে। আপনি যদি পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট করেন সেক্ষেত্রে কম টাকা লাগবে। যদি আপনি দশ বছর মেয়াদী পাসপোর্ট করেন সে ক্ষেত্রে একটু বেশি টাকা লাগবে। আবার যদি আপনি কম সময়ের ভিতর পাসপোর্ট চান সেক্ষেত্রে বেশি টাকা লাগবে। বিস্তারিত পড়ুন
ই-পাসপোর্ট ফি কত টাকাঃ
মেয়াদ | পৃষ্ঠা সংখ্যা | টাকার-ফি |
---|---|---|
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | ৪০৫০ টাকা |
৫ বছর | ৬৪ পৃষ্ঠা | ৬৩২৫ টাকা |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | ৫৭৫০ টাকা |
১০ বছর | ৬৪ পৃষ্ঠা | ৮৫০০ টাকা |
পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে
মেয়াদ | পৃষ্ঠা সংখ্যা | দিন | টাকা-ফি |
---|---|---|---|
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | ২ দিন | ৭,৫০০ |
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | ৭ দিন | ৫,৫০০ |
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | ১৫ দিন | ৩,৫০০ |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | ১৫ দিন | ৫,০০০ |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | ৭ দিন | ৭০০০ |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | ২ দিন | ৯০০০ |
৫ বছর | ৬৪ পৃষ্ঠা | ১৫ দিন | ৫৫০০ |
৫ বছর | ৬৪ পৃষ্ঠা | ৭ দিন | ৭৫০০ |
১০ বছর | ৬৪ পৃষ্ঠা | ১৫ দিন | ৭৫০০ |
১০ বছর | ৬৪ পৃষ্ঠা | ৭ দিন | ৯৫০০ |
পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে কি করবেন
শেষ কথাঃঅনলাইনে পাসপোর্ট আবেদন সম্পর্কে
শেষ কথাঃঅনলাইনে পাসপোর্ট আবেদন সম্পর্কে আমি এই আর্টিকেলে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই আর্টিকেলে কিভাবে পাসপোর্ট তৈরি করতে হয় পাসপোর্ট আবেদন ফরম কত টাকা লাগে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি।
এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যাতে করে আপনার সেই বন্ধুরাও উপকৃত হয়। কোন কিছু জানার থাকলে কমেন্টে বলবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ! ভালো থাকবেন ধন্যবাদ।
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url