মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা

মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা এই আর্টিকেলে আমরা বিস্তারিত জানব মেথি খাওয়া সম্পর্কে।মেথি শরীরের জন্য কত উপকার।মেথি খেলে কি হয় ছেলেদের জন্য মেথির উপকার মেয়েদের জন্য মেয়েদের উপকার।

মেথি-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতাআমরা এই আর্টিকেলে বিস্তারিত জানবো মেথি সম্পর্কে। আমরা হয়তো অনেকে জানিনা মেথি জিনিসটা কি আবার অনেকেই জানে। না জানার ভাগ বেশি আমরা জানবো মেথির উপকারিতা অপকারিতা সম্পকে

পোষ্ট সূচিপত্র ঃমেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা 

মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা 

মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে আপনাকে আর্টিকেলটি পড়া লাগবে। আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব মেথি আপনার শরীরের জন্য কত উপকার আপনি মেথি খেলে কি উপকার পাবেন। আর আলোচনা করব মেথি খাওয়ার নিয়ম মেথি জিনিসটা কি।

মেথি সঠিকভাবে না খেলে কি ক্ষতি হতে পারে  অর্থাৎ মেথির অপকারিতা সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো। মেথির ম্যাজিক্যাল উপহার রয়েছে সেগুলো হয়তো অনেকে জানে না যদি না জেনে থাকে তাহলে এই আর্টিকেলটি হতে পারে আপনার জন্য উপকার। আমরা মেতিকে দীর্ঘদিন ধরে চীনে আসতেছি একটি তরকারিতে দেওয়া মসলা হিসেবে।

এই মেথি শুধু তরকারিতেই নয় অনেক অনেক জায়গায় এই মেয়েটির ব্যবহার করা যায়। এই মেথি সাধারণত রান্নার বাইরে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা যেগুলো হয়তো আপনি আমি আমরা জানিনা। আসুন তাহলে আমরা জেনে নেই মেথির উপকারিতা এবং মেথি কিছু ক্ষতিকর দিক। আসলে আমরা হয়তো একটা জিনিস মনে করি যে উপকারিতা তাহলে আবার ক্ষতি  কি।

বিশেষ করে একটাই জিনিস বলবো সেটা হল অতিরিক্ত কিছুই ভালো নয়। সেটা সব জিনিসের ক্ষেত্রেই মেথি খাওয়ার নিয়ম আছে সপ্তাহেআপনি কতদিন খাবেন কিভাবে খাবেন এর বিস্তারিত থাকবে এই আর্টিকেলে তাহলে আসুন জেনে নেই মেথির গুনাগুন সম্পর্কে।

মেথির উপকারিতা ও ভালো দিক

মেয়েদের উপকারিতা ও ভালো দিক সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। মেথি শরীরের জন্য প্রচুর উপকারী একটি উপাদান। এটি সাধারণত শরীরের বিভিন্ন অর্গান কে সতেস রাখে। এখন আমি আলোচনা করব মেথি খেলে কি কি উপকার পাওয়া যায়। প্রথমত ও মেথি শরীরের অর্গান কে সতেজ রাখে। মেথি গ্যাস্ট্রিকের সমাধান।

যাদের ডায়াবেটিস রয়েছে তারা চাইলে এই মেথির সঠিক নিয়মে ব্যবহার করে ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যেতে পারে। কারণ মেথিতে রয়েছে  গ্ল্যাকটো মিনান এ গ্ল্যাকটো যে কাজটা করে সেটা হলো। এ কার্বোহাইড্রেটের যে এপ্রশন অর্থাৎ শর্করা জাতীয় খাবার এর শোষণ ক্ষমতা কমিয়ে দেয়।

আরো পড়ুনঃ নিম পাতার উপকারিতা 

যে কারণে আপনার আমাদের শরীরের মধ্যে গ্লুকোজের মাত্রা বাড়তে পারে না। আপনি ওষুধের পাশাপাশি ম্যাচে নিলে আপনার রোগ বালাই কন্ট্রোলে থাকবে। যাদের হার্টের সমস্যা কারণ যাদের হাটের সমস্যা তাদের শরীরে কোলেস্টলের পরিমাণ বেশি থাকে। বিশেষ করে খালাপ  কোলেস্ট্রল যেটা এল নেয়েল। যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের বেশি ঝুঁকি থাকে বেশি।

তারা যদি নিয়মমাফিক এই মেথিটা খেতে পারে তাহলে তাদের এলনিয়েলের পরিমাণটা কমতে থাকে। সুতরাং আপনি মেথি খেলে আপনার দিন দিন কোলেস্টলের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও মেথি আরো অনেক অনেক উপকারে আসে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

মেথি খাওয়ার নিয়ম উপকারিতা

মেথি খাওয়ার নিয়ম উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমরা জানবো মেথি খাওয়ার নিয়ম সম্পর্কে এবং এটার উপকারিতা কি। সকালে খালি পেটে মেথি দানা খাওয়ার নিয়ম সকালে খালি পেটে আমরা পানিতে ভিজিয়ে এই মেথি দানা খেলে কি উপকারিতা পাবো।

অনেক জায়গায় গবেষণা করে পাওয়া গেছে সকালে খালি পেটে মেথি দানা পানিতে ভিজিয়ে যদি খাওয়া যায় তাহলে শরীরের অনেক উপকারে আসে। অনেকে কনফিউজড থাকে যে আমরা পানিতে ভিজিয়ে খাব তো সেটা দানা হিসেবে খাব না গুড়া করে খাব এটা কনফিউস থাকে অনেকেই। আজ আমি বিষয়ে ক্লিয়ার করে দিবো যে কিভাবে খাবেন।

মেথি-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতামেথি খাওয়ার নিয়ম আসলে আপনারা খালি পেটে যে মেথি দানাটা খাচ্ছেন সেটা কিভাবে খাচ্ছেন। মূলত আরো জানা গেছে যে আপনারা যে মেথিদানা টা খান সেটা হয়তো কেউ ওয়েট কমানোর জন্য খেয়ে থাকে, অর্থাৎ যাদের স্বাস্থ্য একটু বেশি তারা চাইলে এমনিতে জানার সাহায্যে তাদের স্বাস্থ্যকে কন্ট্রোল নিয়ে আসতে পারে।

শুধুমাত্র ওয়েট কমানোর জন্যই এই মেথিদানা খাওয়া হয় না এসিডিটি আলসার গ্যাস্ট্রিক ডায়াবেটিস, এই মেথি দানা অনেকেরই পেশার কন্ট্রোলে আনে যেগুলো নিয়ে আমরা নিচে আলোচনা করবো এসব ক্ষেত্রে মেথি জানার অনেক উপকারিতা রয়েছে। তো এই মেথি জানাটা খাবো কিভাবে। মূলত প্রথমে আপনাকে একটি গ্লাস নেওয়া লাগবে।

তারপরে আপনাকে একটি চামচে এক চামচ মেথি দানা নেওয়া লাগবে। অবশ্যই আপনাকে এক চামচ মেথি দানা দুই গ্লাস পানিতে ভিজিয়ে নেওয়া লাগবে। আপনি রাতে এক চামচমেথি দানা ভিজিয়ে রাখবেন রাতে সকালে উঠে খালি পেটে খাবে আপনি এভাবে করে সপ্তাহে দুইদিন খাবেন আশা করা যায় আপনার রোগব্যাধি কন্ট্রোলে আসবে আপনি এই নিয়মে মেথি দানা খেতে পারেন।

মেথির অপকারিতা ও ক্ষতিকর দিক

মেথির অপকারিতা ও ক্ষতিকর দিক সম্পর্কে। আমরা জানবো আমরা ইতিমধ্যে জেনেছি মেথি খাওয়ার নিয়ম মেথির উপকারিতা ভালো দিক। আমরা জানবো ম্যাচে নিয়মমাফিক না খেলে এর কিছু ক্ষতিকর দিক রয়েছে সেগুলো সম্পরকে। অতিরিক্ত মেথি খেলে শরীরের কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানবো। 

আমরা জানি যে মেথি অনেক উপকারী একটি উপাদান। এর প্রচুর গুনাগুন রয়েছে ডাক্তাররা পরামর্শ দেয় যে ডায়াবেটিস , গ্যাস্ট্রিক আলসার এসব ধরনের রোগকে কন্ট্রোলে আনতে মেথি খাওয়ার কোন বিকল্প নেই। কিন্তু আমরা জানি না নিয়মমাফিক যদি আমরা মেসি সঠিকভাবে না খাই তাহলে এই মেথি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে।

আরো পড়ুনঃ শরীরের জন্য ড্রাগন ফলের উপকারিতা 

কেউ কেউ বলে যে মেথি ভেজানো পানি শরীরের জন্য উপকার আবার কিডনির জন্য ক্ষতিকর এটা আসলে কি। ডাক্তারি গবেষণায় পাওয়া গেছে আপনার কিডনি যদি ডিজিস হয় তাহলে আপনি খাবেন না। কিন্তু মেথি শরীরের জন্য অনেক উপকারী একটি উপাদান। মেথি যেহেতু সিডস সেহেতু প্রতিনিয়ত মেথি খাওয়া যাবেনা সপ্তাহে আপনি দুইদিন খেতে পারেন।

কারণ অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। প্রতিদিন যখন আপনি বিভিন্ন ধরনের সিডস খাবেন তখন অবশ্যই আপনার কিডনির জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে এবং কিডনির স্বাস্থ্য টাকে সে নষ্ট করে দেবে। আরেকটি হলো ব্লাড সুগার আপনি যখন মেথি খাবেন মেথি খাওয়ার পরে আপনার ব্লাড সুগার কমে ফেলতে পারে।

সে জন্য আপনার শরীরের জন্য কতটুকু মেথি দানা প্রয়োজন সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেবন করবেন। যাদের রক্ত পাতলা তারা মেথি ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেথি ব্যবহার করবেন। তবে অবশ্যই মেথি শরীরের জন্য উপকার কিন্তু সব ক্ষেত্রেই নয়। এগুলোই হলো মেসির ক্ষতিকারক দিক

পুরুষের জন্য মেথি দানার উপকারিতা

পুরুষের জন্য মেথি দানার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানবো এই আর্টিকেলে। মেথি দানা হলে এমন একটি উপাদান যা আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী। বিশেষ করে মেথি আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে। তারপরে মেথি আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে।

এছাড়াও মেথির আরো অনেক অনেক উপকার রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। আমরা ইতিমধ্যে জেনেছি মেথি খাওয়ার নিয়ম মেথির উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। এখন আমরা জানবো পুরুষের জন্য মেথি কত টুকু উপকারী। স্পেশালি মেথি পুরুষদের জন্য পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য মেতে দানা প্রচুর প্রচুর উপকারি একটি উপাদান। 

আরো পড়ুনঃশরীরের জন্য নিমপাতার উপকার 

ইন্টারন্যাশনাল মেডিকেল গবেষণায় একটি তথ্য সামনে এসেছে পুরুষদের শরীরে যে টেস্টইস্টার নামে হরমোনটি রয়েছে সেটার পরিমাণ বাড়াতে সাহায্য করে। আপনারা হয়তো জানেন পুরুষদের শরীরে যে টেস্ট টুইস্টার নামে যে হরমোনটি রয়েছে সেটি পুরুষদের জনশক্তি কে বাড়িয়ে তোলে। এটি লং টাইম প্রসেসে খাওয়া লাগে সর্বনিম্ন এক মাস। পুরুষের ক্ষেত্রে এই উপকার গুলো পাবেন।

গ্যাস্ট্রিকের জন্য মেথি খাওয়ার উপকারিতা ও নিয়ম

গ্যাস্ট্রিকের জন্য মেয়েটি খাওয়ার উপকারিতা ও নিয়ম সম্পর্কে আমরা জানবো। অনেক ভাই বোন কমেন্ট করে বলেছে যে ভাই মেথি গ্যাস্ট্রিকের জন্য কতখানি কার্যকর এটা নিয়ে একটা পোস্ট লেখেন।কারণ গ্যাস্ট্রিক এখন প্রত্যেকেরই একটি সমস্যার কারণে  দাঁড়িয়েছে। আজকে আর্টিকেলে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানের জন্য এই মেথির ব্যবহার সম্পর্কে আলোচনা করবো। 

গ্যাস্ট্রিকের জন্য মেথির উপকারিতা কি বা মেথির ডোজটা কি। গ্যাস্ট্রিক হল একটা অঙ্গের নাম মূল বিষয়টা গ্যাস্টিক না। অনেকে বলে গ্যাস্ট্রিক মনে হলো স্টোমা স্টোমাকে সবাই গ্যাস্ট্রিক বলে। এখানে হতে পারে গ্যাস টাইটিস বা অনেকে সবাই বলে থাকে। ভায়েরা গ্যাস্ট্রিকের জন্য মেথি অনেক উপকারী একটি উপাদান।

মেথি খাওয়ার নিয়মঃ

মেথি আমরা পাউডার করেও খেতে পারি, আবার গোটা করেও খেতে পারি আমরা কয়েকভাবেই মেথি দানা খেতে পারি। পরিমাণটা হলো এক চা চামচ থেকে তিন চা চামচ ডোজ আমরা কখনোই খাব না। এখানে সারা দিনের মাত্রা টার কথা বললাম। অনেকে প্রশ্ন করেন মেথি খেলে কিডনিতে সমস্যা করে কিনা। বিষয়টা হলো অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।

সেটা যে কোন ক্ষেত্রে হতে পারে মেথির ক্ষেত্রেও হতে পারে। দেখেন আপনি তো ডাল ভাতের মত করে আর মেথি দানা খাবেন না সপ্তাহে আপনি মেথি খাবেন দুই দিন।মেথি হলএকটি সবজি সেটা তরকারিতেও খাওয়া যায় সে বিষয় নিয়েও থাকবে আজকের এই আর্টিকেলে। আপনারা এই নিয়মে মেথি দানা খেলে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হবে। 

ডায়াবেটিস রোগীর জন্য মেথি খাওয়ার উপকারিতা

ডায়াবেটিস রোগীর জন্য মেথি খাওয়ার উপকারিতা কি আমরা মেথি খেয়ে কি ডায়াবেটিস কন্ট্রোলে আনতে পারবো প্রথমে একাংশে যদি বলি তাহলে অবশ্যই মেথি দানা খেয়ে আমরা ডায়াবেটিস কন্ট্রোলে আনতে পারব কিভাবে খাব এবং কি কি উপকারিতা রয়েছে সে বিষয় নিয়ে থাকবে এই আর্টিকেলে। এটা ঘরোয়া পদ্ধতিতে মেথির সাহায্যে ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন।

আমরা জানবো মেথির মধ্যে কি এমন গুনাগুন রয়েছে যেগুলো খেলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে আসবে আমরা জেনেছি মেথি খাওয়ার উপকারিতা ও ক্ষতিকর দিক ডায়াবেটিস রোগীদের জন্য মেথি কতখানি উপকারিতা মেথিতে কি কি উপাদান রয়েছে। প্রথমত মেথির মধ্যে রয়েছে মেথি নামক ডায়েটরি ভলিবল ফাইবার থাকে।

আরো পড়ুনঃ 

যেটা শরীরের গ্রাষ্ঠইনটেক্সটেনাইল  ট্রাক্সে গ্লুকোজ শোষণকারী ক্রিয়া ধীরে করে দেয় বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয় হচ্ছে এর মধ্যে কিছু ক্ষার জাতীয় উপাদান যেমন ফেনুব্রেশন ট্রাইগোনাইল থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দ্বিতীয়তঃ এর ভিতরে যেটা থাকে ফোর হাইড্রক্সি আই সলিউশন থাকে।

যা বিটা সেলস অফ প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ করতে সাহায্য করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। রোগীদের ক্ষেত্রে এই মেথি নিবেন কিভাবে সেটা পাউডার ক্ষেত্রেও নিতে পারেন আবার দানা দানা হিসেবেও নিতে পারেন। অবশ্যই এটা পানিতে ভিজিয়ে খেতে হবে আপনারা নিয়মিত এক মাস মেথিদানা ট্রাই করবেন আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে আসবে।

মেথি দানার মধ্যে কি কি ধরনের ভিটামিন থাকে

মেথি দানার মধ্যে কি কি ধরনের ভিটামিন থাকে সে বিষয়ে আমরা জানব। আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই থাকে। যেগুলোর কারণে আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে থাকি। আমাদের সবার জানা দরকার মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা মেথিতে অনেক ধরনের ভিটামিন থাকে যেগুলো শরীরের বিভিন্ন রোগ কে নিয়ন্ত্রণ করে।

মেথির মধ্যে রয়েছে গ্যালাক্টো মেনান  যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এরপরে মেথির মধ্যে রয়েছে লেসিথিং নামে একটি উপাদান যেটা চুলকে  ঘন এবং লম্বা করতে সাহায্য করে। মেথির মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। যেটা আপনার চুলে পুষ্টি যোগায়।

মেথি-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা
মেথির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাইক্রো মিনারেল যেটা জ্বর হওয়া থেকে আপনাকে দূরে রাখবে। এমনকি আপনি নিয়মিত মেথির এ যেন পানি যদি খান তাহলে আপনার হজম শক্তি বাড়িয়ে তুলবে। তাহলে অবশ্যই আমরা জেনে বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেথি দানা সেবন করব এটা আমাদের শরীরের জন্য প্রচুর উপকারি।

চুলের জন্য মেথি দানার উপকারিতা

চুলের জন্য মেথি দানার উপকারিতা কি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের চুলের জন্য মেতে দানার উপকারিতা অপরিসীম। চুল পড়া আটকাতে মেসি খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ মেথি কিন্তু ওষুধ না এটি একটি সবজি জাতীয় খাবার এটি আমরা সাধারণত তরকারিতে দিয়ে থাকি।

প্রশ্ন হল চুলপড়া আটকাতে মেথি দানা কিভাবে ব্যবহার করবেন।।মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা। চুল পড়া আটকানোর জন্য আপনাকে প্রথমে মেথি দানা প্যাক হিসেবে বানিয়ে নেওয়া লাগবে। মেথি দানা আর ভিতরে কি এমন উপাদান রয়েছে যেটা আমাদের চুলকে হাইড্রেট করে চুল পড়া বন্ধ করে এবং চুলকে লম্বা করতে সাহায্য করে।

মেসি জানার মধ্যে রয়েছে ল্যাসিথিং নামক একটি উপাদান যা আমাদের চুলকে ঘন এবং হাইড্রেট করতে সাহায্য করে। চুলের ক্ষেত্রে এই মেয়েটি দানা ব্যবহার করবেন কিভাবে। এই মেথি দানা আপনি গুরা করেও ব্যবহার করতে পারেন আবার গোটা করেও। এই মেথি দানা ব্যবহার করবেন কিভাবে এর নিয়মঃ গোটা মেথির ক্ষেত্রে সারারাত পানিতে ভিজিয়ে রাখতে হবে।

তারপরে সকালে শিল্পাটাতে বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আপনি যদি বাজারে মেয়ে থেকে নেন তাহলে গুড়া মেথি নিলে এই ভেজাল করতে হয় না শুধুমাত্র মেথি প্যাক বানিয়ে নিতে পারলেই হয়। প্রথমত পানি নিবেন একটি পাত্রে ১২০ মিলিঃ তারপরে চার চা চামচ মেথির গুড়া নিবেন। পর্যায়ক্রমে এটি কম বেশি হতে পারে ভালোভাবে মেথি গুরা পানিতে মিশিয়ে নিবেন।

তারপরে ১৫ মিনিটের মত রেখে দিবেন ভুলেও মেথিতে গারো করার জন্য বেশি করে আরো মেথি দিবেন না। ১৫ মিনিট রাখার পর দেখবেন মেথি গুরার প্যাকটি অটোমেটিক গারো হয়ে গেছে। তারপরে চুলে লাগাবেন এক্ষেত্রে চুলকে ভালোভাবে আঁচড়ে জট ছাড়িয়ে নিবেন তারপরে মেথি গুরারপ্যাকটি ভালোভাবে আপনার চুলে লাগিয়ে দিবেন আশা করি আপনার চুড়ে উপকারিতা পাবেন।

শেষ কথাঃ মেথি খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে

আপনারা হয়তো অনেকে জানেন আবার জানেন না মেথির মধ্যে এমন কিছু গুনাগুন রয়েছে যেগুলো শরীরের জন্য প্রচুর উপকারী অনেক পেশেন্ট এই মেথি খেয়ে ডায়াবেটিস গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখে। আপনার যদি এই আর্টিকেল এর দেওয়া সমস্যাগুলো থাকে আপনিও মেথি দানা ব্যবহার করতে পারেন।

এই আর্টিকেলটি পড়ে আপনার যদি কোন উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও অন্যজনদের মাধ্যে শেয়ার করবেন। যাতে আপনার সে বন্ধুও উপকৃত হয়। আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এ ওয়েবসাইট ভিজিট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url