পেট ব্যাথা কমানোর উপায় ও সাতটি ঘরোয়া টিপস
পোষ্ট সূচিপত্রঃপেট ব্যাথা কমানোর উপায় ও সাতটি ঘরোয়া টিপস
- পেট ব্যাথা কমানোর উপায় সম্পর্কে বিস্তারিত জানুন
- পেট ব্যথা কমানোর ৫টিপস
- কি খেলে পেট ব্যথা ভালো হয়
- পেট ব্যাথা হওয়ার কারণ কি
- মেয়েদের পেটে ব্যাথা হওয়ার কারণ কি
- দ্রুত পেট ব্যাথা কমানোর ওষুধ
- পেট ব্যথা কোন রোগের লক্ষণ
- পেট ব্যথা দূর করার ঘরোয়া ৭ টি টিপস
- পেটের গ্যাস থেকে পেট ব্যাথা হওয়ার লক্ষণ
- লেখক এর মন্তব্য পেট ব্যাথা কমানোর উপায় সম্পর্কে
পেট ব্যথা কমানোর উপায় সম্পর্কে বিস্তারিত জানুন
পেট ব্যাথা কমানোর উপায় সম্পর্কে বিস্তারিত জানুন। আপনারা জানেন আমাদের হঠাৎ করেই পেট ব্যথা হয়। কারো কারো গ্যাসের কারণে পেট ব্যাথা হয়। আবার কারো হয়তো পেটের ভিতরে বড় কোন রোগ সৃষ্টি হয়েছে এ ধরেন টিউমার, চর্বি, পাথর, ক্যান্সার এইসবের কারণে পেট ব্যাথা হয়ে থাকে।
আপনি হয়তো বুঝতে পারছেন না যে পেট ব্যাথাটা কিভাবে ভালো করব। পেট ব্যাথা ভালো
করার অনেকগুলো উপায় রয়েছে। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন আপনার পেট ব্যথা
ভালো হওয়ার বেশ কয়েকটি উপায় সম্পর্কে। যে উপায়গুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার
পেট ব্যাথা ভালো করতে পারবেন।
পেট ব্যথা কে আমরা অনেকেই হয়তো অবহেলা করি। পেট ব্যাথাকে অবহেলা করা উচিত নয়। কারণ একটি রোগ ছোট থেকে বড় হয়। হয়তো আপনার পেট ব্যথার মধ্যে দিয়ে আপনার পেটের ভিতরে আরো অন্য কোন বড় রোগ সৃষ্টি হয়ে যেতে পারে। তাই আপনারা এই পেট ব্যথা কে অপহৃত না করে দ্রুত এটিকে সমাধান করুন।
প্রশ্নঃ পেট ব্যথা কমানোর পাঁচটি টিপস জানা দরকার
প্রশ্নঃ কি খেলে পেট ব্যাথা ভালো হয়
প্রশ্নঃ পেট ব্যাথা হওয়ার কারণ কি
প্রশ্নঃ মেয়েদের যে কারণে পেট ব্যাথা হয়ে থাকে
প্রশ্নঃ দ্রুত পেট ব্যথা কমানোর ওষুধ কোনগুলো যে ওষুধগুলো
অবশ্যই শরীরের ক্ষতিকারক নয়
প্রশ্নঃ পেট ব্যথা কোন রোগের লক্ষণ
প্রশ্নঃ পেট ব্যথা দূর করার ঘরোয়া সাতটি উপায় কি কি
প্রশ্নঃ পেটের গ্যাস থেকে পেট ব্যাথা হওয়ার লক্ষণ কোনগুলো
এই পুরো আর্টিকেল জুড়ে আপনি জানতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর সাধারণত এই উত্তরগুলো আমাদের সবারই জানা প্রয়োজন আরো জানবেন পেট ব্যাথা ভালো হওয়ার বেশ কয়েকটি গোপন টি ঘরোয়া উপায়। ভাই আপনাকে পেট ব্যাথা ভালো করার উপায় গুলো জানতে হলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে ভালোভাবে পড়তে হবে।
পেট ব্যথা কমানোর ৫টিপস
পেট ব্যথা কমানোর ৫টিপস সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আমাদের যদি হঠাৎ পেট ব্যাথা হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসকের কাছে যাওয়ার পূর্ব মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেগুলো উপায় গ্রহণ করে আমরা চিকিৎসকের কাছে না গিয়ে আমাদের পেটের ব্যাথা ভালো করতে পারি।
পেটে ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা আমরা প্রায় ম্যাক্সিমামলোকেই এটাতে
আক্রান্ত হয়ে থাকি। সাধারণত হঠাৎ যদি পেটে ব্যথা হয় তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু
নেই কিন্তু এ পেটের ব্যাথা যদি দীর্ঘায়ুভাবে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটিকে
অবহেলিত না করে ডাক্তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা দরকার।
এক্ষেত্রে আমাদের পেটে ব্যথা হলে যে সাধারণ কারণে পেটে ব্যথা হয় সেগুলোর মধ্যে
একটি হলে এসিডিটি মূলত এটির কারণে পেটে ব্যথা হয়ে থাকে। গ্যাসটিক এর কারণে পেটে
ব্যাথা হয়ে থাকে। এরকম ধরনের পেট ব্যাথা হলে আমরা যে পাঁচটি টি পস গ্রহণ করব
সেগুলো হলোঃ
- রাতের বেলা হয়ে থাকে এই ব্যথাটি সেই মুহূর্তে আপনার কাছে ওষুধ না থাকলে আপনি কি করবেন। আপনি আদা আর গরম জল আদাটাকে হালকা থেথা করবেন তারপরে গরম জলে মিশিয়ে খেয়ে নিবেন এক্ষেত্রে আপনার পেটের ব্যাথা ভালো হয়ে যাবে।
- হঠাৎ আপনার পেট ব্যাথা হলে আপনি যে উপায়টি গ্রহণ করবেন। এটি হলো আদা-চা আপনার বাসায় যদি চাপাতি থাকে সেক্ষেত্রে আপনি হালকা আদা চা তৈরি করে খেয়ে নিবেন। সেক্ষেত্রে আপনার পেটের ব্যাথা ভালো হয়ে যাবে।
- দই আমাদের পেটে ব্যাথা হলে সাধারণত আমরা দই খেতে পারি। দই হচ্ছে এমন একটি খাবার যা পেটকে ঠান্ডা রাখে। এবং হজম শক্তিতে প্রচুর ভূমিকা রাকে। তাই আপনার যখন পেটে ব্যথা হবে আপনি দই সংগ্রহ করে খাবেন এতে করে আপনার পেটের ব্যথা অনেক টাই ভালো হবে।
- আপনাকে নিয়ম মত খাওয়া-দাওয়া করতে হবে। আপনি নিয়মিত খাওয়া দাওয়া করলে সেক্ষেত্রে আপনার পেটের ব্যাথা হওয়ার সম্ভাবনা একবারই থাকবে না। আপনি টাইমের খাবার টাইমে না খেলে সেক্ষেত্রে গ্যাসের জন্য পেটের ব্যাথা হতে পারে। তাই আপনি টাইমের খাবার টাইমে খাবেন।
- আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অবশ্যই আপনাকে প্রতিদিন সর্বনিম্ন ২ লিটার সর্বোচ্চ ৩ লিটার পানি আপনাকে পান করতে হবে। এটি ছেলে ও মেয়ে উভয়ই। ছোট বাচ্চাদের ক্ষেত্রে পরিমাপ করে খাওয়ালেই হবে।
কি খেলে পেট ব্যথা ভালো হয়
কি খেলে পেট ব্যথা ভালো হয় এটা আমাদের সবারই জানা প্রয়োজন। এমন খাবার রয়েছে যে খাবারগুলো আপনার পেট ব্যাথা থেকে আপনাকে দূরে রাখবে। বে আপনারা যদি সে খাবার গুলোর তালিকা যদি না জেনে থাকেন এ আর্টিকেলে অবশ্যই জানতে পারবেন।
- কোন সে খাবারগুলো যে খাবারগুলো আমাদের পেটের জন্য পুষ্টিকর। ড্রাগন ফল ড্রাগন ফলে প্রচুর পরিমাণে আয়রন এবং ফাইবার থাকে যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ড্রাগন ফল সাধারণত পেটের হজম শক্তি গ্যাস্ট্রিক থেকে দূরে রাখে এজন্য ড্রাগন ফল হলো পেট ব্যথার প্রথম সমাধান।
- পেঁপে এই খাবারটিতে সাধারণত প্রচুর পরিমাণে এনজাইম রয়েছে। সাধারণত পেটের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। আর হজম শক্তির কারণেও অনেকেরই পেট ব্যাথা হয়। তাই আমাদের হজম শক্তি বাড়ানোর জন্য পেঁপে খাওয়া প্রয়োজন।
- আপেল, আপেল সাধারণত ফাইবার সমৃদ্ধ ফল আপেলের প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এটি হজম বৃদ্ধি করতে সাহায্য করে। যা আমাদের পেটে ব্যথার উপশম করতে সাহায্য করবে।
- আনারস একটি ভিটামিন জাতীয় ফল প্রচুর পরিমাণে ব্রোমিন রয়েছে। সাধারণত এই ব্রোমিন আমাদের পেটের গ্যাসের সমাধান। পেটে হজম শক্তি বাড়ানোর জন্য ব্রোমিন প্রচুর ভূমিকা রাখে।
- কমলা, লেবু ভিটামিন সি সমৃদ্ধ ফল সাধারণত ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। ভিটামিন সি আমাদের পেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন কমলা অথবা লেবু রস আমরা আমাদের খাবারের তালিকায় রাখবো।
পেট ব্যাথা হওয়ার কারণ কি
- অ্যাপেন্ডিসাইড
- গর্ব অবস্থায়
- পেশি টান
- পেটের ইনফেকশন
- কোষ্ঠকাঠিন্য
- অ্যাপেন্ডিসাইড মূলত এটি আমাদের ডানপাশে থাকে। সাধারণত এই অসুখটি ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে তবে মেয়েদের ক্ষেত্রে একটু কমন অসুখ। এই অসুখটি হলে সাধারণত পেটের ডান পাশে ব্যথা করে আবার পিছন সাইডেও ব্যথা করে। এই ব্যথার লক্ষণগুলো বমি আসতে পারে, ডায়রিয়া হতে পারে জ্বর, আর ব্যথা তো রয়েই গেছে।
- মেয়েদের আরেকটি কথা হলো গর্ব অবস্থায়, গর্ব অবস্থায় সাধারণত মেয়েদের অনেক ক্ষেত্রেই পেইন উটে এই গর্ব অবস্থায় মেয়েদের পেন উঠলে সাধারণত পেট যেমন ব্যথা করে তেমন কি পুরো শরীর জুড়ে একটি ব্যথার অনুভব হয়। সাধারণত গর্ব অবস্থায় মেয়েদের পেটের ব্যাথা হয়।
- মেয়েদের আরেকটি ক্ষেত্রে যে পেটের ব্যথাটি হয়ে থাকে সেটি হলো পেশী টান। সাধারত পেশীতে ব্যথা হয় আর এই পেশীতে ব্যথা ও টান লাগার কারণে অনেক ক্ষেত্রে পেটের তল দিকে ব্যাথা শুরু হয়।
- মেয়েদের আরেকটি ব্যাথা হলেও ইনফেকশন ইনফেকশন বলতে আমরা সাধারণত বুঝি পেটের মধ্যে কোন ধরনের বড় সমস্যা। যেমনঃ এপেন্ডিসাইড যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম। টিউমার, চর্বি, পাথর, ও ক্যান্সার সাধারণত এই ইনফেকশন গুলো হওয়ার কারণে পেটের ব্যাথা হয়। এটি শুধু মেয়েদের ক্ষেত্রেও না ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে।
- কোষ্ঠকাঠিন্য কমন একটি রোগ মেয়েদেরও যেমন এ রোগটি হয়ে থাকে ছেলেদেরও। কষ্টকাঠিন্যর জন্য মেয়েদের অনেক ক্ষেত্রে পেটের ব্যথা হয়ে থাকে। এ ধরনের সমস্যাগুলো হলে আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন।
দ্রুত পেট ব্যাথা কমানোর ওষুধ
পেট ব্যথা কোন রোগের লক্ষণ
- পেট ব্যথা থেকে যে ধরনের বড় বড় রোগ গুলো হতে পারে
- এপেন্ডিসাইড
- টিউমার
- পানির থলি
- পিত্তথলি পাথর
- চর্বি
- ক্যান্সার
পেট ব্যথা দূর করার ঘরোয়া ৭ টি টিপস
- পুদিনা চা পেট ব্যাথা হলে পুদিনা দিয়ে চা করে খাবেন
- লেবুর রস আপনার বাসায় লেবু থাকলে এক গ্লাস গরম পানিতে লেবু চিপে শরবত বানিয়ে খাবেন
- তেজপাতা দিয়ে চা বানিয়ে খাবেন
- মধু জল পানিতে মধু মিশিয়ে খাবেন। মধু জল পেটের অসুস্তী দূর করে।
- মেথি বীজ গরম পানিতে ফুটিয়ে মেথি বীজ খাবেন
- চিনি এবং লবণ গরম পানিতে মিশিয়ে শরবতের মত খেয়ে নিবেন
- এছাড়াও ধনেপাতার রস স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী ধনেপাতা যদি থাকে ধনেপাতা রস করে খাবেন।
- পেটের গ্যাস থেকে পেট ব্যাথা হওয়ার লক্ষণ
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url