লটকন ফল এর উপকারিতা ও ১০ টি গুণ
লটকন ফল এর উপকারিতা ও ১০ টি গুণ। আসলে লটকন ফল বলতে আমরা কি বুঝি। আপনি কি লটকন
ফল চেনেন যদি হয়তো লটকন ফলের নাম জেনে থাকেন। কিন্তু হয়তো এটার উপকারিতা জানেন
না।
আজকেরে আর্টিকেলে আপনি যদি লক্ষণ ফলের উপকার সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি
লটকন ফলের উপকারিতা অপকারিতা ও দশটি ভালো গুণ সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিত
জানতে ভালোভাবে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃলটকন ফল এর উপকারিতা ও ১০ টি গুণ
লটকন ফল এর উপকারিতা ও ভালো দিক
লটকন ফল এর উপকারিতা ও ভালো দিক। ফল বলতেই আমরা জেনে থাকি আপেল কমলা পেয়ারা
লেবু আরও অন্যান্য জাতীয় ফল। আমরা হয়তো জানি না লটকন ফল টা কি। অনেকে হয়তো
জানে যে লটকন ফলের সম্পর্কে। লটকন ফলের উপকারিতা অনেক। আপনি যদি লটকন ফলের
উপকারিতা সম্পর্কে না জেনে থাকেন তাহলে মনোযোগ দিয়ে পড়ুন।
লটকন একটি টক মিষ্টি ফল যার অনেক পুষ্টিগুণ রয়েছে। এটা সরাসরি খাওয়া যায়
আবার অনেকে এটি জ্যাম তৈরি করে খায়। লটকনে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল
রয়েছে। লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের শরীরের ত্বক,
হাড়, দাঁত ও আরো অন্যান্য অঙ্গকে সুস্থ রাখে।
আরো পড়ুনঃ দুধ ও কিসমিস একত্রে খাওয়ার উপকারিতা
এতে এত পরিমাণ ভিটামিন সি রয়েছে যদি আপনারা দৈনন্দিন দুইটি করে লটকন
খান তাহলে আপনাদের ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে। এতে আরও যেই
ভিটামিন গুলো রয়েছে সেগুলো নিচে লিস্ট আকারে উল্লেখ করা হলোঃ
- আইরন
- পটাশিয়াম
- ম্যাগনেসিয়াম
- ক্যালসিয়াম
- জিংক
- ম্যাক্রো
- মাইক্রো নিউ ট্রেন
এতে আইরন ও ভিটামিন বি রয়েছে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো এসিড
রয়েছে। যেটা আমাদের শরীরের দেহ গঠন এবং টিস্যু ও সেলস গঠনে প্রচুর পরিমাণে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লটকন খেলে বমি বমি ভাব দূর হয়। তবে
অতিরিক্ত লটকন খাবেন না। কারণ অতিরিক্ত লক্ষণ খেলে এতে ক্ষুধা মন্দ বেড়ে
যায়।
এছাড়াও লটকনে যে আয়রন রয়েছে এটা আমাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা
বাড়িয়ে তোলে। এছাড়াও লটকনের পাতা আপনি যদি গুঁড়ো করে খান সেক্ষেত্রে
ডায়রিয়া রোগীদের জন্য প্রচুর উপকারী। তাই আপনাদের শরীরের রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য আপনি দিনে দুইটি করে লটকন খেতে পারেন।
লটকন ফলের অপকারিতা ও ক্ষতিকর দিক
লটকন ফলের অপকারিতা ও ক্ষতিকর দিক। একটি জিনিসের ভালো দিক থাকলে অবশ্যই কিছু
খারাপ দিক থাকবেই। তবে ভালো দিকের অংশটা বেশি থাকে। আজকের এই আর্টিকেলে লটকন
ফলের কিছু খারাপ দিক। খারাপ দিক বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যদি নিয়ম মেনে
না খান সেক্ষেত্রে লটকন ফল আপনার কি ক্ষতি করতে পারে।
প্রথমেই বলি আপনি নিয়ম মেনে লটকন ফল যদি না খান। তাহলে আপনার ক্ষুধা মন্দ
বেড়ে যেতে পারে। অনিয়ম কিভাবে করলেন দিনে দুইটা করে লটকন ফল আপনি খাবেন এটা
নিয়মের ভিতরে পড়ে। আপনি যদি দুইটা জায়গাত ৫-৬ টা করে লটকন ফল খান সেক্ষেত্রে
আপনার এই সমস্যাটি হতে পারে । অতিরিক্ত খাবেন না পেটে সমস্যা করতে পারে।
আরো পড়ুনঃজেনে নিন শাসার উপকারিতা
শিশুদের জন্য সতর্কতা ছোট শিশুরা রড কোন খেতে গিয়ে এর বীজ গিলতে পারে। যার
শাসনালীতে আটকে গিয়ে শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। তাই শিশুদের লটকন
খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। এলার্জি সমস্যা কিছু মানুষ লটকন ফলের উৎপাদনের
প্রতি সংবেদনশীল হয়ে থাকে। তারা এটি খাওয়ার পর ত্বকের চুলকানি ফুসকুড়ি
মতো হতে পারে।
ফলের বীজ ও পাতা বিষাক্ত হতে পারে। লটকন ফলের বীজ পাতা বিষাক্ত হতে পারে ২০ এবং
পাতা কিছুটা বিষাক্ত যা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। যদিও লটকন ফল
সাধারণ নিরাপদ। এটি সাধারণত অনেক উপকৃত একটি ফল। যেগুলো খাদ্য অতিরিক্ত
খাওয়া উচিত নয়। তাই নিয়ম মত খাবেন অবশ্যই আপনার শরীরে উপকার দেখতে
পাবেন।
গর্ভাবস্থায় লটকন খাওয়ার উপকারিতা
গর্ভাবস্থায় লটকন খাওয়ার উপকারিতা। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন। গর্ভবতী
বলতে আমি মহিলাদেরকে বলছি কারণ মহিলারাই সাধারণত গর্ভবতী হয়। একটু
হাস্যকর যাই হোক মহিলারা যদি এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে অবশ্যই
গর্ভ অবস্থায় মহিলারা লটকন ফল খেলে কি উপকার পাবেন। হয়তো অনেকেই জানেন
না জেনে নিন।
গর্ভ অবস্থায় নারীরা অনেক ফল খেয়ে থাকে সাধারণত ফলগুলো টক মিষ্টি হয়ে
থাকে। এই ফলগুলোর মধ্যে একটি ফল হল লটকন ফল। সাধারণত এই লটকন ফল বর্ষাকালে
বাজারে প্রচুর পাওয়া যায়। এর দাম সম্পর্কে একটু নিচে বিস্তারিতভাবে আলোচনা
করা হয়েছে। অল্প সময়ের জন্য এই লক্ষণ ফলটি বাজারে পাওয়া যায়। নিশ্চয়ই
গর্ভবতী মহিলারা এ ফলটি খাবেন।
গর্ব অবস্থায় আপনি এ ফলটি কত পরিমাণে খাবেন। আমাদের মা-বোনরা যাই হোক
গর্ভবতী মহিলারা হয়তো মনে করে থাকে দামি দামি ফলমূল খেলেই হয়তো তার শরীরে
অনেক উপকার পাবে। বিষয়টা এরকম না কম দামি কিছু খাবার থেকেও এমন কিছু উপহার
পাওয়া যায় যেটি বেশি টাকা দিয়ে কিনে খাওয়া খাদ্য থেকে পাওয়া যায় না।
গর্ব অবস্থায় আপনি লক্ষণ খাবেন আপনার বমি বমি ভাব দূর হবে। গর্ভবতী নারীদের
প্রায় ক্ষেত্রে বমি বমি ভাব দেখা দেয়। এ সময় গর্ভবতী মহিলারা দুই থেকে
তিনটি লটকন খেলে তার বমি ভাব দূর হয়ে যাবে। এছাড়াও গর্ভবতী মহিলারা অনেক
সময় তৃষ্ণার কষ্ট ভোগ করে থাকে। লটকন ফল খেলে এই সমস্যাটাও সমাধান হবে।
এছাড়াও যে উপকার গুলো পাবেন।
- মানসিক অবসাদ ও চাপ দূর হবে
- চর্ম রোগের সমস্যা দূর হবে
- ডায়রিয়ার সমস্যা দূর হবে
- ভিটামিন সি থাকে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে
- রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে
- হাড়ের গঠনে প্রচুর ভূমিকা রাখে
- চোখ ও মুখের ঘা ভালো করে
এছাড়া আরো লটকনে প্রচুর মাত্রায় ক্যালরি পাওয়া যায়। ১০০ গ্রাম লটকনে
ক্যালরির পরিমাণ 92 গর্ভবতী মহিলাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য
করবে। এটি সেনাক্স হিসেবে খুব ভালো কাজ করে। তাই এই লটকন ফলটি আপনার খাদ্য
তালিকায় রাখবেন। বিশেষ করে গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে বলছি। লটকন
ফলটি নিয়মমাফিক খাবেন সুস্থ থাকবেন।
লটকনের বিচি খেলে কি হয়
লটকনের বিচি খেলে কি হয়। আপনি কি জানেন লটকনের বিচি খেলে কি হয়। হয়তো ঘাবড়ে
গেলেন কি বা হবে। চলুন দেখে নেওয়া যাক লটকনের বিচি খেলে আমরা উপকার পাব না
অপকার পাব। অনেকে মনে করে সিমের বিচির মত লটকনের বিচিও শরীরের জন্য উপকারী।
বিষয়টি একদমই না লটকনের বিচি খাওয়া শরীরের জন্য নিরাপদ নয়।
লটকনের বিচি খেলে কি কি সমস্যা হতে পারে। লটকনের বীজে ফায়ানাইড জাতীয়
রাসায়নিক উপাদান থাকতে পারে যা অতিরিক্ত পরিমাণে খেলে বিষক্রিয়া সৃষ্টি করে।
এটি বিষাক্ত এবং শ্বাসকষ্টের সমস্যা করে। হজম সমস্যা লটকনের বীজ কঠিন এবং
সুষম পরিমাণে হজম হতে পারেনা। তাই এগুলি খেলে পেটের সমস্যা গ্যাস হয়।
আরো পড়ুনঃখেজুর খাওয়ার উপকারিতা
বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয় তাহলো শ্বাসনালীতে আটকে
যাওয়া। ছোট বাচ্চারা লটকনের বীজ গিলে নিলে এটি বিপদজনক হয়ে দাঁড়ায়। আটকে
গেলে শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে। সুতরাং লটকনের বিষ খাওয়া থেকে বিরত থাকা
উচিত আমাদের। যদি এটি এক্সিডেন্টলি খেয়ে ফেলেন তাহলে দ্রুত ডাক্তার পরামর্শ
অনুযায়ী চিকিৎসা করবেন।
লটকন স্বাস্থ্যের জন্য কতটা উপকারী
লটকন স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আপনি যদি এই আর্টিকেলটি পুরোটাই পড়ে
থাকেন তাহলে একটু উপরে আপনারা অবশ্যই পড়েছেন লটকনের কিছু উপকারিতা। লক্ষণ
আমাদের শরীরের জন্য কিংবা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। প্রথমেই বলি লটকন
এমন একটি ফল যেটির প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম
পটাশিয়াম রয়েছে।
লটকন সাধারণত পুষ্টিগুনে ভরপুর। আমাদের স্বাস্থ্যের জন্য বেশ কিছুটা
উপকার করতে পারে এই লটকন ফল। এটি সাধারণত জংলি ফল বলে মানুষ চেনে। এটি
হল দেশি ফল এখানে লটকনের কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হলো যা লিস্ট
আকারে দেওয়া থাকবে আপনারা বিস্তারিত ভাবে পড়বেন।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়
- অ্যান্টিঅক্সিডেন্ট গুনাগুন রয়েছে
- কোষগুলোকে ক্ষতি করার হাত থেকে বাঁচায়
- হজম শক্তি বাড়ায়
- ত্বকের জন্য উপকারী
- রক্তশূন্যতা প্রতিরোধ করে
- শক্তি বৃদ্ধি করে
- আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে
মূলত লটকন ফল আমাদের শরীরের এই কয়েকটি স্বাস্থ্যের জন্য
প্রচুর গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। এছাড়াও আরো অনেক গুনাগুন রয়েছে
লটকন ফলের। সাধারণত লটকন ফল হল টক এবং মিষ্টি জাতীয় একটি ফল। লটকন ফল পরিমিত
পরিমাণে খাওয়া উচিত এটি শরীরের জন্য উপকারী হতে পারে। তবে এটি বেশি খাবেন না
নিয়ম অনুযায়ী খাবেন।
লটকন ফল এবং ড্রাগন ফলের মধ্যে পার্থক্য কি
লটকন ফল এবং ড্রাগন ফলের মধ্যে পার্থকন কি। এতক্ষণে আমরা লটকন ফলের উপকার অপকার
সম্পর্কে জানলাম। আমরা এখন জানবো লটকন ফলে আর ড্রাগন ফলের মধ্যে পার্থক্য কি।
অবশ্যই অনেক পার্থক্য রয়েছে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যেমন সব
কাজ এক ক্ষেত্রে মিল হয় না। তেমনি একটি ফলের সঙ্গে অন্য একটি ফলের সবগুলো মিল
হয় না।
প্রথমে আমরা লটকন ফল সম্পর্কে জানি। আমরা জানি লটকন ফল হল টক এবং মিষ্টি জাতীয়
ফল। প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে। আমি বিশেষ করে
লক্ষণ ফলের যে উপকার গুলো রয়েছে সেগুলো একটু লিস্ট আকারে তুলে ধরার চেষ্টা
করিঃ
- মানসিক অবসাদ ও চাপ দূর হবে
- চর্ম রোগের সমস্যা দূর হবে
- ডায়রিয়ার সমস্যা দূর হবে
- ভিটামিন সি থাকে
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে
- রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে
- হাড়ের গঠনে প্রচুর ভূমিকা রাখে
- চোখ ও মুখের ঘা ভালো করে
সাধারণ তো লটকন ফলের এই উপকার গুলো বেশ কয়েকবার দেওয়া রয়েছে। লটকন ফলে ওর
ড্রাগন ফলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কারণ তারা দুটি ভিন্ন প্রজাতির ফল
তাদের বৈশিষ্ট্য সার পুষ্টিগুণ আকার আকৃতি অনেকটা আলাদা। তাদের মধ্যে প্রধান
পার্থক্য গুলো হলোঃ
উৎপত্তি ও গাছের ধরনঃ
- লটকনঃ লটকন ফলের বৈজ্ঞানিক নাম হলো Baccaurea motleyana এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এটি সাধারণত চমৎকারভাবে গাছে ঝুলে থাকে। থোকা থোকা ভাবে।
- ড্রাগন ফলঃ ড্রাগন ফলের বৈজ্ঞানিক নাম হলো Hyloocerus undatus এটি ক্যাকটাস পরিবারের একটি সদস্য নামে চেনে। এটি মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে জন্ম নেয়। কিন্তু বর্তমানে এটি এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে এ ফলটি অনেক চাষ হয়ে থাকে।
রং ও আকারঃ
- লটকনঃ লটকন ফল হল গোলাকার এবং এই ফলটি সাধারণত ছোট যা হলুদ বা হালকা সোনালী রঙের হয়। ভিতরে সাদা অংশ গোলাপি রঙের মাংস থাকে।
- ড্রাগন ফলঃ ড্রাগন ফল লাল এবং গোলাপি বা সাদা পর্যন্ত হয়ে থাকে। এর বাইরের অংশ হলো কাটাযুক্ত হৃদয়ের অংশটি সাদা বা লাল। এটি লটকন ফলের থেকে অনেকাংশেই বড়। ড্রাগন ফলের ভিতরের অংশে কালো কালো বীজ থাকে।
মুখের স্বাদঃ
- লটকন ফলের স্বাদ টক-মিষ্টি। এবং কিছুটা স্বাদ আঙ্গুরের মতো পাওয়া যায়।
- ড্রাগন ফলঃ ড্রাগন ফলের ৭ হালকা মিষ্টি খুব অতিরিক্ত বেশি মিষ্টি না। এবং এটি সাধারণত কিউই বা নাশপাতির মত হয়ে থাকে। তবে এতে তীব্রতার অভাব রয়েছে।
পুষ্টিগুণ এবং ভিটামিনঃ
- লটকনঃ লটকন ফলে যে ধরনের ভিটামিন রয়েছে ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়াম ও এন্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে।
- ড্রাগন ফলঃ ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি,বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে মূলত এটিও হজমের সহায়ক। এছাড়াও এটি হৃদ রোগের ঝুকি কমায় এবং ত্বকের জন্য উপকারী।
মূলত লটকন ফল এবং গ্রাউন্ড ফলের এই পার্থক্যগুলো লটকন ফল এবং ড্রাগন ফলকে ভিন্ন
ধরনের এবং ভিন্ন পুষ্টিগুণ হিসেবে চিহ্নিত করে থাকে। সুতরাং বলা যায় যে লটকন ফল
এবং ড্রাগন ফলের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। আমার জানামতে লক্ষ ফলের পার্থক্য
এগুলোই।
লটকন ফলের দাম কত
লটকন ফলের দাম কত? আমরা সাধারণত যারা লটকন খাওয়ার জন্য আকুলা হয়ে থাকে।
সাধারণত আমরা লক্ষণ ফল খাওয়ার জন্য অনেকেই দাম জিজ্ঞেস করি। অনেকে অনেকের কাছে
দাম জানার চেষ্টা করি লক্ষণ হলে বাজার মূল্যকত। এটি একটি প্রশ্নর মত এটি সবারই
জানার আগ্রহ থাকে।
যেকোনো ধরনের বাজারের পণ্য কিংবা ফল এগুলো দাম নির্ভর হয়ে থাকে। দিন ও বাজারের
আমদানির উপর ভিত্তি করে। তবে এটা ধারণা মূলক কিছু দাম রয়েছে যেটা থেকে হয়তো
পাঁচ থেকে দশ টাকা ২০ টাকার মত কম বেশি হতে পারে। এই আর্টিকেলে আপনি রকম
ফলে দাম সম্পর্কে যে ধারণা পাবেন। সেগুলো থেকে হয়তো ১০-২০ টাকা কম বেশি হতে
পারে।
আরো পড়ুনঃড্রাগন ফলের উপকারিতা
এ লক্ষণ হল কেনার জন্য আপনি বিভিন্ন ফলের দোকানে কিংবা পাইকারি বাজারে যাবেন।
লটকন ফল আপনি কেজি দ্বারা নিতে পারেন আবার পাইকারি ধরে অনেকগুলো করে কিনতে
পারেন। লটকন ফল সাধারণত মার্কেটে তিন মাস থাকে। লটকন ফলের কেজি হল ১২০ থেকে ১৪০
টাকা। আপনাদের বাজারের আশেপাশে যদি নতুন ফল বেচা বিক্রি হয় তাহলে এই
দামে কিনতে পারবেন।
লটকন ফলের আরো ১০টি গুন
লটকন ফলের আরো ১০ টি গুন। লটকন ফল এর উপকারিতা ও এর বাইরে আরও দশটি গুন
সম্পর্কে আমরা জানবো। লটকন বলার কিছু অতিরিক্ত স্বাস্থ্য নিচে তুলে ধরার
চেষ্টা করবো। যা পূর্বে উল্লেখ করা এবং আরো কিছু সুবিধা প্রদান করতে
পারে।
মূলত লটকন ফলের অনেকগুলো উপকারিতা সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে
বর্ণনা দেওয়া হয়েছে। আমরা কোন কিছু উপকার যদি না পাই তাহলে অযথাই আমরা সেই
খাবারটি খাই না। এক্ষে ক্ষেত্রে লক্ষণ ফলের উপকার অনেক গুরুত্বপূর্ণ। অনেক
ক্ষেত্রে এরকম ফল আমাদের শরীরের জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে।
যে উপকারিতা গুলো দেওয়া রয়েছে এর বাইরে ও লটকন ফলের ১০ টি গুন।
- লটকনে কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রাকৃতিক গুন রয়েছে যা আমাদের শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ইনফেকশনের বৃদ্ধ লড়াই করে।
- লটকন ফল আমাদের দাঁতের জন্য অনেক উপকারী। লটকন ফলে ভিটামিন সি ক্যালসিয়াম আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। এমনকি আমাদের দাঁতের মাড়ি মজবুত করে।
- আমাদের শরীরের কোলেস্ট্রলের নিয়ন্ত্রণের সহায়ক
- আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। অনেকেরই রক্তচাপ হাই প্রেসার এর রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে লটকন ফলের গুরুত্ব অনেক।
- কিডনির জন্য উপকারী। লটকন ফল আমাদের কিডনির জন্য অনেক উপকার করে।
- আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে
- মানসিক চাপ কমাতে সাহায্য করে লটকন ফল খেলে মানসিক চাপ কমায়।
- হাড়ের স্বাস্থ্য উন্নত করে। ক্যালসিয়াম ফসফরাস থাকার কারণে হাড়কে মজবুত রাখে।
- উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লটকন শরীরকে শীতল রাখে। ঠিক বড় মেয়ে সময় স্বাভাবিক। তাপমাত্রা রাখতে সাহায্য করে
- লাস্ট যে উপকার টি পাওয়া যায় সেটি হল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
উল্লেখিত আর্টিকেলে এগুলো লটকন ফলের কিছু অতিরিক্ত গুণ। যার শরীরের বিভিন্ন
অংশ স্বাস্থ্য রক্ষায় বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। সেশন সে একটি
কথা বলি লটকন ফল আমাদের শরীরে অনেক অনেক ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে থাকে।
তাই আপনারা আপনাদের শরীরকে রোগ মুক্ত রাখতে প্রতিদিন দুইটি করে লটকন ফল আপনার
খাদ্য তালিকায় রাখবেন।
শেষ কথাঃলটকন ফল এর উপকারিতা ও ১০ টি গুণ
শেষ কথাঃলটকন ফল এর উপকারিতা ও ১০ টি গুণ। এই আর্টিকেলে লটকন ফলের উপকারিতা
দশটি গুন সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও গর্ভাবস্থায় লটকন
খাওয়ার উপকারিতা। গর্ভবতী মহিলাদের ও উপকার সম্পর্কে আলোচনা করা হয়েছে।
অনেক উপকারী একটি ফল লটকন ফল।
লটকন ফল সম্পর্কে একটি সর্তকতা আপনারা অতিরিক্ত ভাবে লটকনফল খাবেন না। এছাড়া
নতুন ফল কিন্তু শরীরের জন্য প্রচুর উপকারী। এই আর্টিকেলটি পড়ে আপনি তো
উপকৃত হন অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। এবং এরকম আপডেট পেতে দৈনিক
আর্টিকেলটি ভিজিট করবেন ধন্যবাদ।
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url