পেঁপে পাতার উপকারিতা ও পেঁপের ১০ টি গুন

পেঁপে পাতার উপকারিতা ও পেঁপের ১০ টি গুন। আপনারা হয়তো অনেকেই পেঁপে খেয়ে থাকেন। অনেকের কাছে পেঁপে ফলটা চেনা। কিন্তু আপনারা কি জানেন এই পেঁপে ফলের পাতার উপকার কি?
পেঁপে-পাতার-উপকারিতা-ও-পেঁপের-১০-টি-গুন
অনেকেই জানেন অনেকেই জানেন না। যাদের কাছে না জানা তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। এই আর্টিকেলটিতে আপনারা জানতে পারবেন দশটি গুন পেপে পাতার উপকারিতা সম্পর্কে।

পোস্ট সূচিপত্রঃপেঁপে পাতার উপকারিতা ও পেঁপের ১০ টি গুন 

পেপে পাতার উপকারিতা ও ভালো দিক

পেপে পাতার উপকারিতা ও ভালো দিক। বর্তমানে বাংলাদেশে পেঁপে অনেকেই চেনে। কারো না চেনা এরকম টা না। পেঁপে একটি আদর্শ ফল এদের অনেক গুনাগুন রয়েছে যেগুলো আমরা কেরিহাটিকে আলোচনা করবো। আপনারা কি জানেন পেপে পাতার উপকারিতা কি?

এই পেপে পাতার অনেক উপকার রয়েছে। যেগুলো যদি আপনারা জানেন আপনারাও এই উপকারগুলো পাবেন। পেটে পাতা যদি আপনি খেয়ে থাকেন আপনার লিভারের সমস্যা সমাধান হবে। আপনাদের বাড়ির উঠানের পেঁপের গাছের এই পাতা রয়েছে অসাধারণ গুনাগুন।


এই পেঁপে পাতার রস আপনি যদি আপনার চুলে ব্যবহার করেন আপনার চুলের খুশকি অতি তাড়াতাড়ি দূর হবে। গবেষণায় বলেছে এই পাতার রস নিয়মিতভাবে খেলে আপনার লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এমনকি পেপে পাতা খেলে জন্ডিসে ভালো হয়ে যায়। এই পাতার রস পিরিয়ডের সময় পেটের যন্ত্রণা একবারই কমিয়ে দেয়।

এবং খুব সম্প্রতি গবেষণায় উঠে এসেছে ডেঙ্গু আক্রান্ত যে সমস্ত রোগী রয়েছে। সেই রোগীদের এই গাছের পাতার রস খাওয়ালে ডেঙ্গু আক্রান্ত রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই গাছটির নাম হল পেঁপে গাছ আর এ পেঁপে গাছের পাতার উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করছি। ডেঙ্গু হলে প্লাস্টিলেট কমতে শুরু করে। পেপে পাতার রস এটি পাড়াতে সাহায্য করে।

এছাড়া পেপে পাতায় রয়েছে অ্যান্টি ম্যালেরিয়া উপাদান। এতে থাকা এসিডোসিসির যৌগ ও ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ও সারিয়ে তোলে। সবজি হিসেবে কাঁচা পেঁপে এবং ফল হিসেবে পাকা পেঁপের অনেক স্বাস্থ্য গুণ রয়েছে যেগুলো আমরা নিচেই জানবো। তাই আপনাদের যদি এই সমস্ত রোগ গুলো হয়ে থাকে আপনারা পেপে পাতার রস ব্যবহার করতে পারেন।

পেঁপে পাতার রস খাওয়ার নিয়ম

পেঁপে পাতার রস খাওয়ার নিয়ম, পেটে পাতার রস অনেক উপকারী। বিভিন্ন রোগের সমাধান হয়ে থাকে এই পেঁপে পাতার রস তবে এটি আপনাদের খাওয়ার কিছু নিয়ম রয়েছে। যে নিয়ম গুলো মেনে না খেলে আপনারা সেই উপকারগুলো পাবেন না। অনেকে হয়তো পেপে পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে জানে।

হয়তো বা আপনি পেঁপে পাতার উপকার সম্পর্কে জানলেন কিন্তু এর নিয়ম সম্পর্কে জানলেন না কিভাবে পেঁপে পাতা খাবেন। তাহলে আপনি খাওয়ার নিয়ম সম্পর্কে জানেন না তাহলে আপনি কিভাবে এর উপকার পাবেন। পেঁপে পাতা কিভাবে খাবেন। আপনি পেপে পাতার রস চা করে খেতে পারবেন। এছাড়াও আপনি জুস বানিয়ে খেতে পারবেন।

পেঁপে পাতার রস
  • কিছু তাজা পেঁপে পাতা আপনি সংগ্রহ করুন
  • পাতাগুলো ভালোভাবে ধৌত করুন
  • পাতাগুলো ছোট ছোট আকারে টুকরো করে কেটে নিন
  • পাতার রস বের করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করুন
  • তারপর পাতা রস বের করতে ছাকনি ব্যবহার করুন
  • এরপরে পাতার রসে দুই তিন চার চামচ রস খেতে পারেন দিনে
এছাড়াও আপনি চা বানিয়ে খেতে পারেন। চার থেকে পাঁচটি পেপে পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিবেন। তারপরে দুই কাপ পানিতে পাতা দিয়ে ফুটান। পানি অর্ধেক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। ছেঁকে চায় এর মত পান করুন দিনে ১ থেকে ২ বার খান। এভাবে আপনি যদি পেঁপে পাতার রস খান আপনার শরীরের অনেক উপকার পাবেন।

ডেঙ্গু রোগে পেপে পাতার উপকার

ডেঙ্গু রোগে পেপে পাতার উপকার।ডেঙ্গু রোগ একটি মারাত্মক রোগ, সাধারণত এই রোগটি হলে অনেক মানুষ এই অসুস্থ হয়ে পড়ে। এই ডেঙ্গু রোগ থেকে অনেক মানুষের জীবন পর্যন্ত দিতে হয়। মানে অনেক মানুষ মারা পর্যন্ত যায়। আপনারা কি জানেন এই পেঁপে পাতা দিয়ে ডেঙ্গু রোগের চিকিৎসা হয়। কিভাবে চিকিৎসা হয় সেটাই জানবো।

মূলত আমরা অনেকেই পেঁপে চিনে থাকি। এই পেঁপে সাধারণত কেউ চাষ করে কেউ বা বাড়ির উঠানে লাগিয়ে রাখে। পেঁপে অনেক সুস্বাদু এটা আমরা সবাই জানি। এ পেঁপের পাতা আমাদের ডেঙ্গু রোগের সংসার সমাধান হতে পারে কিভাবে।

আপনার যদি ডেঙ্গু রোগ হয়ে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন। পেপে পাতা জুস করে খাবেন। কিভাবে জুস করবেন। বিলিন্ডার মেশিন পাওয়া যায় যে মেশিনে জুস তৈরি করা হয়। আপনি সেই মেশিনে কয়েকটা পেপে পাতা ভালোমতো ধুয়ে টুকরো টুকরো করে কেটে সেখানে ফেলে দিবেন।
পেঁপে-পাতার-উপকারিতা-ও-পেঁপের-১০-টি-গুন
তারপর ব্লেন্ডার এ ব্লক করে নেওয়ার পর। সে রসটি ভালো একটি পাত্রে ঢেলে নিবেন তারপরে একটু চিনি এডজাস্ট করতে পারেন। যদি ডায়াবেটিস থাকে তাহলে করবেন না। এভাবে আপনি প্রতিনিয়ত খেতে থাকবেন। আশা করা যায় আপনার ডেঙ্গুর রোগের সমস্যা সমাধান হবে। একটা কথা মনে রাখবেন ওষুধ তৈরি হয় কিন্তু গাছ দিয়ে। তাই গাছকে কখনো অবহেলা করবেন না।

গর্ভবতী মহিলাদের জন্য পেঁপে পাতার উপকার

গর্ভবতী মহিলাদের জন্য পেঁপে পাতার উপকার। একজন মহিলা যখন পেটে সন্তান ধারণ করে তখন তাকে খুব সচেতন ভাবে চলাফেরা করতে হয়। এমনকি খাওয়া-দাওয়ার বিষয়ক খুব এলার্ট থাকতে হয়। সব জিনিসটা দেখে শুনে বুঝে খেতে হয়। গর্ব থাকাকালীন তাদের অনেক পুষ্টির প্রয়োজন হয়।

আপনি গর্ব অবস্থায় থাকাকালীন পেপে পাতার রস খেয়ে উপকার পাবেন। কিভাবে পেপে পাতায় কি এমন ভিটামিন রয়েছে যা গর্ব অবস্থায় গর্ভবতী মহিলাদের শরীরের জন্য খুবই উপকার এনে দেয়। অনেকেই ভুলে থাকে যে গর্ব অবস্থায় আনারস বা পেঁপে খাওয়া খুব একটা নিরাপদ নয়। এই জিনিসটা আসলে সঠিক না। কর্মস্থায় আপনি পেঁপে পাওয়া পেপে পাতা রস খেতে পারবেন।


আমি অনেক তদারীতি করে দেখেছি। অনেক গর্ভবতী মহিলা দেখেছি যে নরমাল অবস্থায়। তারা পেপে পাতার রস খাচ্ছে। পেপে পাতা রসে অনেক উপকার রয়েছে এটা আমরা একটু উপরেই জেনেছি। তাই ভুল ধারণা নিয়ে চলাফেরা করবেন না। গর্ব অবস্থায় আপনারা চাইলে পেপে পাতা রস খেতে পারেন। নরমাল অবস্থায় যখন থাকবেন তখন এটা খাবেন এটা প্রচুর উপকারী।

কাঁচা পেঁপের উপকার গুলো

কাঁচা পেঁপের উপকার গুলো কি? আমরা এতক্ষণে জানলাম পেঁপে পাতার উপকারিতা, ও ঘরোয়া অবস্থায় পেঁপে পাতার রস ডেঙ্গু রোগ হলে পেপে পাতা খাওয়ার নিয়ম এবং উপকারিতা। আমরা এখন জানবো কাঁচা পেঁপে খেলে আমরা আমাদের শরীরে কি উপকার গুলো পাবো।

কাঁচা পেঁপের আশ্চর্য ধরনের গুণ রয়েছে। যেগুলো আপনার শরীরের অনেক ক্ষেত্রেই উপকার আসে। প্রথমেই বলি কাঁচা পেঁপে আপনার প্রথম উপকারটা কি করতে পারে। বর্তমানে এসিডিটি হলো একটি কমন রোগ। মূলত ভাজাপোড়া আরো অন্যান্য খাবারের জন্য এই এসিডিটি কিংবা গ্যাস ঠিক হয়ে থাকে।

কাঁচা পেঁপে খেলে আপনার এই এসিডিটি সমস্যা সমাধান হবে। এছাড়াও পাইলস এবং ডায়রিয়া দূর করতে পারে কাঁচা পেঁপে। এমনকি মানুষের শরীরে ভেতর থেকে পরিষ্কার করতে কাঁচা পেঁপে দারুন কার্যকর। নিউট্রেশন নামে ব্রিটিশ জার্নাল সাময়িক এক প্রকাশিত এক গবেষণায় তথ্য অনুযায়ী কাঁচা পেঁপে তো অনেক বেশি ক্লাইটিনয়েস্ট থাকে। যা গাজর এবং টমেটো চেয়েও বেশি।

মানুষের শরীরের জন্য কাঁচা পেঁপেতে থাকা ক্যারেটিনায়েক বেশি উপযোগী। তোকে সুরক্ষায় কাঁচা পেঁপে কি অবদান রাখে কিভাবে। পেঁপের আঁশ শরীরের ভেতরে বিষাক্ত ভাব দূর করে ফেলে। এবং নিয়মিতভাবে আপনি যদি গাজা পেঁপে খেয়ে থাকেন আপনার ত্বকের সমস্যা দূর হবে। বিশেষ করে ব্রণ এবং ত্বকের মেছতা এ ধরনের সমস্যা গুলো থেকে সমাধান পাবেন।

আপনার শরীরের মৃত কোষের সমস্যা দূর করে এই কাঁচা পেঁপে। আপনি কাটা ভেবে যেভাবে খাবেন শরীর ঠিক রাখতে নিয়মিত কাঁচা পেঁপে আপনি জুস করে খেতে পারেন। কাঁচাতে সঙ্গে আপনি শসা মিশিয়ে ব্লেন্ডে ব্লেন্ড করে নিবেন সঙ্গে একটু লেবু চিপে দিবেন। সেক্ষেত্রে আপনি উপকার আরো বেশি পাবেন এছাড়া মূলত আরো কাঁচা পেঁপের গুনাগুন রয়েছে।

সিদ্ধ পেঁপে খাওয়ার উপকার কি

সিদ্ধ পেঁপে খাওয়ার উপকার কি? সিদ্ধ পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সিদ্ধ পেঁপে খাওয়ার উপকারিতা বলতে পেঁপে কে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সেক্ষেত্রে কি কি উপকার পাবেন প্রথম প্রকারটা যেটা পাবেন সেটা হল হজম শক্তি বৃদ্ধি হবে। পেঁপেতে পেপেইন নামক একটি এনজাইম থাকে। যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে।

সিদ্ধ পেঁপে আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে। মূলত আপনি যদি খুব স্বাস্থ্যবান হয়ে থাকেন। আপনার চলাফেরা সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এর স্বাস্থ্য কমানোর জন্য মিনিমাম পক্ষে একটি ডায়েটে আসার জন্য আপনি সিদ্ধ পেঁপে খেতে পারেন। সিদ্ধভাবে তো কম ক্যালরি থাকে এটি ফাইভারে ভরপুর এটি খেলে পেটের দীর্ঘ সময় ভরা থাকে।


এমিউন সিস্টেম শক্তিশালী করে পেপেতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সিদ্ধ পেঁপে আপনি প্রতিদিন খেলে ঠান্ডা কাশি এবং ভাইরাস জনিত রোগ থেকে সুরক্ষা পাবেন। ডায়াবেটিস আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে। তাহলে পেপে সিদ্ধ করে খাবেন সে ক্ষেত্রে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে।

সিদ্ধ ভেবে ডায়াবেটিস কিভাবে কন্ট্রোলে নিয়ে আসে। সিদ্ধ পেতে থাকে প্রাকৃতিক চিনি খুব কম পরিমাণে। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও আপনার চর্মরোগ এবং বদ হজম গ্যাসের সমস্যা গুলো দূর করবে। মূলত এই সমস্যাগুলোর সমাধান পেতে আপনি সিদ্ধ পেঁপে প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন।

পাকা পেঁপে খাওয়ার উপকার ও ভালো দিক

পাকা পেঁপে খাওয়ার উপকার ও ভালো দিক। আপনি যদি এই আর্টিকেলটি প্রথম থেকে পড়ে আসেন তাহলে আপনি অবশ্যই পেঁপের পাতার উপকার সিদ্ধ পেঁপে খাওয়ার উপকার কাঁচা পেঁপে খাওয়ার উপকার সম্পর্কে জানবেন। আমরা জানবো বাঁকা পেঁপে খাওয়ার উপকার।

পাকা পেঁপে খেলে আমরা আমাদের শরীরের জন্য কি উপকার পেতে পারি। একটি আদর্শ ফল পেতে মানুষ তরকারি করেও খায়। সবজি হিসেবে পেঁপে ব্যবহার হয়ে থাকে। পেঁপে পাকলে তার ভিতরে কি এমন উপকার পাওয়া যায় সেটাই আমরা জানবো। পেপেতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি এবং ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে থেকে থাকে।

যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন এবং নিয়াশিন থাকে। এগুলো দ্বারা পাকা পেঁপে আমাদের শরীরে কি কি উপকার গুলো আমরা পেতে পারি। প্রথম যেই উপকারটি পাবেন সেটা হল হৃদরোগ থেকে রক্ষা পাবেন। অনেকেরই হৃদরোগের সমস্যা থেকে থাকে এই সমস্যার সমাধান করার জন্য আপনারা প্রতিনিয়ত পাকা পেঁপে খাবেন।

কারণ পেঁপের ভিটামিন এ এবং সি ও ই সমূহের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর চমৎকার উৎস। এই পোস্টিং গুলো কোলেস্টুলার প্রতিরোধ সাহায্য করে। এছাড়াও পেঁপে ফাইবারের ভালো উৎস। এছাড়াও পাকা পেঁপে খেলে আমরা যে যে উপকার গুলো পাব তা লিস্ট আকারে দেওয়া হল।
  • হজম প্রক্রিয়া উন্নত করবে
  • ত্বকের উজ্জ্বলতা বাড়াবে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
  • হৃদরোগের সহায়ক
  • ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে
  • ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
  • দৃষ্টিশক্তি উন্নত করবে
  • অ্যানিমিয়া প্রতিরোধ করে
  • মানসিক স্বাস্থ্যের উন্নতি করে
  • অন্তের স্বাস্থ্য ভালো রাখে

পেপেতে কি ধরনের ভিটামিন ও পুষ্টিগুণ থাকে

পেপেতে কি ধরনের ভিটামিন ও পুষ্টিগুণ থাকে। আপনি হয়তো জানেন না পেঁপে এমন একটি পুষ্টি সমৃদ্ধ খাবার যা কাঁচা এবং পাকাতে দুই অবস্থাতেই খাওয়া যায়। এছাড়াও কাঁচা পেঁপে আমরা কিন্তু সালাত হিসাবেও খেতে পারি। এমনকি কাঁচা পেঁপে আমরা তরকারিতে রান্না করে খেতে পারি। বর্তমানে এই পেঁপে খুবই সহজলভ্য কারণ সারা বছর জুড়ে পেঁপে পাওয়া যায়।
পেঁপে-পাতার-উপকারিতা-ও-পেঁপের-১০-টি-গুন
পেঁপেতে পাপাইন  নামে এক এনজাইম রয়েছে। যা কিন্তু আমাদের শরীরের পেটের হজমের সহযোগিতা করে। তাছাড়া বিভিন্ন ধরনের মাংসকে নরম করতে সহযোগিতা করে। পেঁপে ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ। পেঁপেতে থাকে বিটা ক্যারোটিন যা এজমা প্রতিরোধ করে। এছাড়া কোলন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এগুলোর বিরুদ্ধেও লড়াই করে।

পেঁপে প্রচুর পরিমাণে আর থাকে এবং ফলিক এসিড সমৃদ্ধ। তাই যাদের কনস্টিপেশন আছে তারা অনায়াসে একটি নির্দিষ্ট পরিমাণে পেঁপে খেতে পারে। পেঁপেতে অন্য ফলের তুলনায় সুগারের পরিমাণ কম থাকে যার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ভালো। অর্থাৎ এক কাপ পেঁপে থেকে আমরা৮.৩ গ্রাম সুগার পেয়ে থাকি।

এছাড়াও পেঁপেতে যে ধরনের ভিটামিন রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন,নিয়াসিন কিডনি রোগীদের জন্য পেঁপে খাওয়া যাবে কারণ এতে রয়েছে পটাশিয়াম। এছাড়াও পেঁপেতে কারপাইন নামে এক উপাদান থাকে যা মাসেল শক্ত করে থাকে। মূলত পেঁপেতে এই ধরনের ভিটামিন গুলো থেকে থাকে। তাই আপনারা আপনাদের শরীরকে সুস্থ রাখার জন্য কাঁচা অথবা পাকা পেতে খাবেন।

পাকা পেঁপে ও কাঁচা পেঁপের দশটি গুন

পাকা পেঁপে ও কাঁচা পেঁপের দশটি গুন। আমরা উপরোক্ত পাঠ্য অংশে পড়েছি কাঁচা পেঁপের গুনাগুন সম্পর্কে কাঁচা পেঁপে আমাদের শরীরে কি কি উপকার করে। এমনকি পেপে পাতা রস আমাদের শরীরে কোন কোন রোগের সমাধান। পেঁপে পাতার রস কি নিয়মে খেতে হয় গর্ভাবস্থায় পেঁপে খাওয়ার উপকারিতা নিয়ম সম্পর্কে।

আমি গর্ভাবস্থায় পেঁপে খাওয়ার বিষয়টা আরেকটু ক্লিয়ার করে যদি বলি। আপনারা গর্ভাবস্থায় পেঁপে খেতে পারবেন। এটা অনেকের ভুল ধারণা থাকে কারণ আমি অনেক দেখেছি গর্ব অবস্থায় কাঁচা পেঁপে তরকারি করে খাচ্ছে। এছাড়াও আপনি গর্ব অবস্থায় পাকাতে খেতে পারবেন কোন সমস্যা নেই।

আমরা এখন জানবো, পাকা পেতে ও কাঁচা পেঁপে যে সমস্ত গুনাগুন রয়েছে। অর্থাৎ পাকা ও কাঁচা পেঁপের দশটি গুনাগুন সম্পর্কে। কাঁচা ও পাকা পেঁপে উভয়ের স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। গুনাগুন সম্পর্কে জানব কাঁচাও পাকা পেঁপের কি কি উপকার আমাদের শরীরে করে।
  • হজম শক্তি বৃদ্ধি করে
  • ওজন কমাতে সাহায্য করে
  • ত্বকের যত্নে খুব সচেতন
  • এন্টিঅক্সিডেন্ট এর গুনাগুন রয়েছে
  • জ্বর ও সর্দি নিরাময় কাজ করে
  • পেটের গ্যাস কমাতে সাহায্য করে
  • ডায়াবেটিস কন্ট্রোল করে
  • রক্ত পরিষ্কার করে
পাকা পেপের উপকারিতাঃ
  • পুষ্টিগুণে ভরপুর
  • প্রাথমিক শক্তিতে উন্নত
  • চোখের দৃষ্টি শক্তি বাড়ায়
  • ইমিউন সিস্টেম শক্তিশালী করে
  • কোষ্ঠকাঠিন্য দূর করে
  • হৃৎপিণ্ডের জন্য ভালো
  • ক্যান্সার প্রতিরোধ করে
  • শরীর ঠান্ডা রাখে
উভয় ধরনের পেঁপে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য উন্নত। অত্যন্ত ভাবে জরুরী তবে কাঁচা ও পাকা পেঁপে ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাঁচা ও ফাঁকা পেঁপে খাবেন এক্ষেত্রে আপনাদের কোন ধরনের সমস্যা হবে না।

শেষ কথাঃ পেপে পাতা ও পাকা ও কাঁচা পেঁপের উপকারিতা সম্পর্কে

পেপে পাতা ও পাকা ও কাঁচা পেঁপের উপকারিতা সম্পর্কে। পাকা পেঁপে কাঁচা পেঁপে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার প্রয়োজনীয় খাবার। এই আর্টিকেলে পেপে পাতার উপকারিতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও আলোচনা করা হয়েছে ডেঙ্গু রোগে পেঁপে পাতার উপকারিতা সম্পর্কে।

এই আর্টিকেলটিতে আপনাদের যদি কোন কিছু জানার থাকে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর্টিকেলটি পড়ে যদি উপকৃত হন তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। যাতে করে সে উপকৃত হয়। এরকম স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে ভিজিট করবেন দৈনিক ভালো থাকবেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url