পেয়ারার উপকারিতা ও অপকারিতা২০ টি গুণ

পেয়ারার উপকারিতা ও অপকারিতা২০ টি গুণ। পেয়ারা হয়তো আমরা অনেকেই চিনি কিন্তু এর গুনাগুন সম্পর্কে অতটা জানিনা। পেয়ারার অনেক গুণাগুণ রয়েছে যেগুলো আপনি এই আর্টিকেলে জানতে পারবেন।

পেয়ারার-উপকারিতা-ও-অপকারিতা-২০-টি-গুণমেডিকেল সাইন্টিস্ট থেকে জানা একটি পেয়ারায় যতটুকু ভিটামিন পাওয়া যায়। আপেলে তার থেকে কম ভিটামিন পাওয়া যায়। তাহলে পেয়ারার গুনাগুন ও ভিটামিন সম্পর্কে জানতে হলে আর্টিকেলটি পড়ুন।

পোস্ট সূচিপত্রঃপেয়ারার উপকারিতা ও অপকারিতা২০ টি গুণ

পেয়ারার উপকারিতা ও অপকারিতা

পেয়ারার উপকারিতা ও অপকারিতা, আজ আমরা এই আর্টিকেলে প্রথমেই পেয়ারার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানবো। একটু হয়তো অবাক হবেন পেয়ারার উপকার আছে অপকারটা আবার কি। একটু হলেও অপকার রয়েছে সেটা কি আর্টিকেলে জানতে পারবেন।

প্রথমে আমরা জানি উপকারের কথা সাদে গুনে ভরপুর হলো পেয়ারা। একটি পেয়ারার খাদ্যগুণ কমলার চার গুণ বেশি। সাধারণত কমলা আপেল আঙ্গুল এগুলোকে আদর্শ ফল বলা হয় বলে। আপেল আঙ্গুর এসব ফলের প্রতি মানুষের চাহিদা বেশি। কিন্তু আপেল আঙ্গুর কমলা থেকে পেয়ারার গুনাগুন ভিটামিন সবচাইতে বেশি। পেয়ারায় কি কি উপকার পাওয়া যায়।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
  • শরীরের যেকোনো রকম ইনফেকশন হওয়া থেকে দূরে রাখে
  • পেটের সমস্যা দূর করে
  • খাবারের রুচি আনে
  • হজমের বৃদ্ধি
  • প্রচুর ফাইবার রয়েছে
মূলত এছাড়াও আরো অনেক গুনাগুন রয়েছে যেগুলো আমরা নিচে আলোচনা করব। এবার আসি পেয়ারার কিছু অপকারিতা। অপকারিতা বলতে ক্ষতিকর দিক আসলে আমরা পেয়ারাটাকে যদি নিয়ম মত না খাই সেটাই ক্ষতিকর দিকের চলে যায়। পেয়ারা পুষ্টিগুনে ভরপুর তবে এপিয়ারায় কিছু যৌব রয়েছে যেগুলো স্বাস্থ্যগুণ মানুষের জন্য ক্ষতিকর।

আপনি যদি এ সমস্যা ভোগ করেন আপনি পেয়ারা খাচ্ছেন আপনি কোম্পানি খাচ্ছেন সে ক্ষেত্রে আপনি হজমের সমস্যায় ভুগবেন। অতিরিক্ত ফাইবার থাকার কারণে পেয়ারা হজমের সমস্যা হতে পারে। তবে পেয়ারা খাওয়ার পর পানি খেলে সেটা হজমের পক্ষে ভালো। অতিরিক্ত পেয়ারা খাবে না সে ক্ষেত্রে পেটের সমস্যা করতে পারে। মূলত এগুলোই হচ্ছে ক্ষতিকর দিক।

পেয়ারার পাতার উপকারিতা কি

পেয়ারার পাতার উপকারিতা কি? পেয়ারার মধ্যে যেমন ভিটামিন পুষ্টিগুনে ভরা। তেমনি পেয়ারার পাতায় রয়েছে প্রচুর ভিটামিন ও পুষ্টিগুণ যা আমাদের শরীরের বিভিন্ন রোগের সমাধান হতে পারে। অনেকেই আমরা পেয়ারার পাতার গুনাগুন সম্পর্কে জানিনা। এজন্য তো পেয়ারাটা সংরক্ষণ করার পর পেয়ারার পাতা ফেলে দিই কিংবা ছাগলকে খাইয়ে দিই।

আসুন আমরা জেনে নেই পেয়ারা যেমন আমাদের শরীরের জন্য উপকারী তেমনি পেয়ারার পাতা আমাদের শরীরের জন্য উপকার। । তবে এটি বেশ কিছু খাওয়ার নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনি যদি মেনে খান অবশ্যই উপকার হবে। পেয়ারার পাতা আমাদের শরীরে প্রথম যে কাজটি করে সেটি হল শর্করা কিংবা গ্লুকোজের মাত্রা কমায়।

এটির ফলে আমাদের শরীরে কিসের উপকার হতে পারে ডায়াবেটিসের জন্য প্রচুর ভাবে কাজ করে পেয়ারার পাতা। তারপরে পেয়ারার পাতায় যে উপকারটি পাবেন যাদের ওজন বেশি। অনেকেই আছে ওজনের জন্য ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। আপনারা যদি এই পেয়ারার পাতা শিল পাঠাতে বেটে কিংবা ব্লেন্ডারে ব্লড করে পানি দিয়ে শরবত করে খান।


সেক্ষেত্রে আপনারা প্রচুর উপকার পাবেন এতে আপনাদের স্বাস্থ্য নিয়ন্ত্রণে থাকবে। কারণ এর ভিতরে কিছু কমপাউন্ড রয়েছে, যা আমাদের শরীরের মেটাবলিজম বাড়ায় যার পরিমাণে ক্যালরি বেশি খরচ হয় এবং ওজন কমাতে সাহায্য করে। যদি খুব ভাবে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ডাইজেশন অনেকেই রয়েছে হাইড্রেশন এসিডিটি এগুলো সংশয় ভোগে।

তাদের জন্য প্রচুর ভাবে কাজ করে এই পেয়ারার পাতা। মূলত এই উপকার গুলো পেতে আপনি পেয়ারার পাতা প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে যদি প্রতিদিন সম্ভব না হয় সে ক্ষেত্রে সপ্তাহে তিন দিনও হলেও পেয়ারা পাতা খাওয়ার চেষ্টা করবেন। আপনার এই সমস্যা গুলো হবে না এবং উপকার গুলো পাবেন।

খালি পেটে পেয়ারা খাওয়ার উপকার কি

খালি পেটে পেয়ারা খাওয়ার উপকার কি? আপনারা হয়তো অনেকেই জানেন না পেয়ারা হয়তো যেরকম অ্যাভেলেবেল টাইমে খান সেক্ষেত্রে উপকার পাবেন। আপনি কি জানেন খালি পেটে পিয়ারা খাওয়ার উপকারিতা কি। অনেকে মনে করবে খালি পেটে পিয়ারা খাওয়ার উপকার কি থাকে। অবশ্যই আপনি যদি পেয়ারা খালি পেটে খান এই নিয়মে তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন।

আপনি যদি খালি পেটে পেয়ারা খেয়ে থাকেন আপনার শরীরে ভিটামিন সি বৃদ্ধি পাবে। ভরা পেটে খাবেন সে ক্ষেত্রে অন্যান্য খাবারগুলো রয়েছে সেগুলোর সঙ্গে এডজাস্ট হইতে একটু সময় লাগে। আর আপনি যদি খালি পেটে পেয়ারা খান সেক্ষেত্রে কার্যকর ক্ষমতা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। খালি পেটে যদি আপনি একটু নুন ঝাল বাটা এক সঙ্গে নিয়ে খান সেক্ষেত্রে যে উপকার পাবেন।
পেয়ারার-উপকারিতা-ও-অপকারিতা-২০-টি-গুণ
আপনার যে দাঁত রয়েছে সে দাঁতের স্বাস্থ্য ভালো রাখবে। আপনার শরীরের যে স্কিন রয়েছে অর্থাৎ ্ত্বক এই ত্বক কে মসৃীণ রাখবে খালি পেটে পেয়ারা খেলে। এরপর আপনার শরীরের যে আরেকটি উপকার পাবেন সেটি হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরে এনার্জি। এই দুইটাই জিনিস বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি খালি পেটে পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন।

গর্ভাবস্থায় পেয়ারা খাওয়ার উপকারিতা কি

গর্ভাবস্থায় পেয়ারা খাওয়ার উপকারিতা কি? খুবই একটি সেনসিটিভ প্রশ্ন এটা সবারই জানা প্রয়োজন কারণ প্রতিটা নারী একসময় সন্তান ধরনের ক্ষমতা রাখে। প্রতিটি নারী সন্তান ধারণ করে তারা একসময় না এক সময় গর্ব ধারণ করে। এজন্য তাদের এই জিনিসটি জানা খুবই প্রয়োজন। আপনি যদি গর্ব অবস্থায় পেয়ারা খেয়ে থাকেন আপনি কি কি উপকার পাবেন।

যেহেতু একজন গর্ভবতী নারী যখন গর্ব অবস্থায় থাকে তখন তার বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন হয় তা শরীরে। সেক্ষেত্রে পেয়ারার বিকল্প কিছুই নেই। আপনি গর্ব অবস্থায় যেমন আপেল কমলা মাল্টা আঙ্গুর এসব খান। আপনি কি জানেন সেগুলোর থেকেও পেয়ারা বেশি ভিটামিন পাওয়া যায়। তাহলে আপনাকে জানতে হবে যে পেয়ারা কতটুকু ভিটামিন পাওয়া যায়।


আপনার শরীরের প্রথম যে উপকারটি পাবেন ইমিউনিটি বাড়াবে। কিভাবে পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনার ইমিউনিটি সিস্টেমকে আরো উন্নত অশক্তিশালী করে তুলবে। তারপরে যেই উপকারটি পাবেন তা হল ফলিক এসিডের ঘাটতি পূরণ করবে। এরপর যে উপকারটি পাবেন তা হল মানসিক চাপ কমাতে সাহায্য করবে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, এরপর যেয়ে উপকারটি পাবেন তা হল হজম শক্তি বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে কার্যকর। এই যে যে উপকার গুলোর কথা বললাম এগুলো সাধারণত একটি গর্ভবতী মহিলা যদি পেয়ারা খেয়ে থাকেন তাহলে এই উপকার গুলো পাবেন। তাই একজন গর্ভবতী মহিলার কিংবা গর্ভবতী মায়ের প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে পেয়ারা রাখা প্রয়োজন।

পেয়ারার জাত কয় ধরনের

পেয়ারার জাত কয় ধরনের, আজকে রে আর্টিকেল আপনি জানতে পারবেন পেয়ারা জাত কয় ধরনের। পেয়ারার জাত চিনবেন কিভাবে। থাইল্যান্ড থেকে আগত দুইটি জাত এখন মূলত একটা হচ্ছে পেয়ারার থাই ৭ আরেকটা হচ্ছে থাই-৫ এই দুইটি নাম আমরা সবাই হয়তো জেনে থাকি।

প্রথমে আসি থাই-৭ পেয়ারা জাত চিনবেন কিভাবে থাই সেভেন এর গাছের পাতা এবং ফল দেখে আপনি নির্বাচন করতে পারবেন যে এটা এই জাত। এই জাতের পাতাটা হালকা হলদে টাইপের হয়ে থাকে। এর ফলটা মূলত সেম হলদি টাইপের হয়ে থাকে। অর্থাৎ ফল এবং পাতা দুইটাই হলদে রং এর মত হয়ে থাকে। হালকা সবুজ এবং হালকা হলুদ এ দুটো রঙের মিশ্রণে থাকে।

এই ফলগুলোর ওজন মূলত ৪০০ থেকে ৮০০ গ্রাম হয়ে থাকে। এই থাই-৭ যাতে পেয়ারাটা যদি কাটেন তাহলে দেখতে পাবেন ভেতরের অংশে বিচি গুলো খুব কমই থাকে। এবং নরম হয়ে থাকে। তাহলে আপনারা বুঝে গেলেন যে থাই-৭ এর জাত কেমন এ পেয়ারা আপনি দেখলেই চিনতে পারবেন। এরপরে আসি থাই-৫ জাতের পেয়ারা।

মূলত যেটা পেয়ারা সবচাইতে ভালো জাত বললেই চলে। তবে এর মধ্যেও ভাগ রয়েছে। এই থাই-৫ এর মধ্যেও দুইটি ভাগ রয়েছে এটা হয়তো কেউ জানে না। মূলত এই জাতের প্রথম যেই ভাগটি সেটা হল এ ক্যাটাগরির। এটা চিনবেন কিভাবে মূলত থাই-৫ এর জাতের ক্যাটাগরির ১ এর পেয়ারার গাছের পাতা কালচে ধরনের হয়ে থাকে। এমনকি ফলটার রঙেও গাড়ো সবুজ কালচে হয়ে থাকে।

এই ১ ক্যাটাগরির পেয়ারা ফল টাই বেশি বেশি পেয়ারা ধরে থাকে এবং গাছে এটি টেকেও বটে। আর থাই-৫ এর বি ক্যাটাগরি অর্থাৎ২ ক্যাটাগরির পেয়ারা কিভাবে চিনবেন। এ ফলটা মূলত সাদা সাদা হয়ে থাকে এমনকি পাতাগুলো হালকা সাদা বরণের হয়ে থাকে। এটি টেকে কম মূলত এই কয়েকটা উদাহরন দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং জাত কোনগুলো চিনতে পারবেন।

কাঁচা পেয়ারার উপকার গুলো কি কি

কাঁচা পেয়ারার উপকার গুলো কি কি? পেয়ারা খাওয়ার উপকারিতা অনেক। আমরা অনেকে হয়তো জানি না এটি পেয়ারার মধ্যে যে ভিটামিনটি থাকে। চারটি আপেল কিংবা কমলার মধ্যেও সেই ভিটামিন পাওয়া যায় না। আর আপনি যদি কাঁচা পেয়ারা খান তাহলে তো কোন কথাই নেই। সে কাটা পেয়ারাটা যদি আবার পেয়ারা চোচা সহকারে খান।


পেয়ারার চোচাসহ আপনি যদি খান সেক্ষেত্রে উপকার বেশি পাবেন। আজ আপনি এই আর্টিকেলে জানতে পারবেন কাঁচা পেয়ারার উপকার গুলো কি কি। কাঁচা পেয়ারা বলতে আমরা বুঝাচ্ছি একটি পেয়ারা না পাকলে যে অবস্থায় থাকে। অর্থাৎ কাঁচা অবস্থায় আপনি পেয়ারাটি খেলে কি কি উপকার পাবেন। সেগুলো লিস্ট আকারে দেওয়া হলোঃ

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে 
  • দৃষ্টি শক্তি বাড়ায় চোখের
  • কষ্টকাঠিন্য কমায়
  • কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
  • ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে
  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
  • ডায়রিয়া এবং আমাশা প্রতিরোধ করে
  • হার্ট সুস্থ রাখে
  • ইমিউনিটি বাড়িয়ে তোলে
  • ত্বকের যত্নে খুব কার্যকর
  • ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ
  • লাস্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে
মূলত কাঁচা পেয়ারা যদি আপনি খান সেক্ষেত্রে আপনি এই উপকার গুলো পাবেন। অনেকগুলো উপকার যেগুলো আপনি আপনার শরীরের বিভিন্ন অংশে এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনি যদি কাঁচা পেয়ারা নিয়মিত ভাবে খান সেক্ষেত্রে এ সমস্যাগুলো মুক্তি পাবেন। অনেক ডাক্তাররা রয়েছে যারা আপেল কমলা এগুলো পাশাপাশি কাঁচা পেয়ারা খাওয়ার জন্য বলে।

পেয়ারা খাওয়ার সঠিক নিয়ম

পেয়ারা খাওয়ার সঠিক নিয়ম। আপনারা অনেকেই পেয়ারা খেয়ে থাকেন। আপনারা কি জানেন পেয়ারা খাওয়ার সঠিক সময় কিংবা নিয়ম রয়েছে। যেগুলো আপনারা অনেকেই হয়তো জানেন না। কখন পেয়ারা খেলে আপনার ডায়াবেটিস অথবা ব্লাড সুগার কমতে থাকবে এটাও একটা নিয়ম। এমনকি কখন আপনি পেয়ারা খেলেন আপনার বহুদিনের কোষ্ঠকাঠিন্য দূর হবে।

আসলে আমরা এ ধরনের ফল সবজি প্রায় সময় খেয়ে থাকি। কিন্তু এগুলোর নিয়ম শৃঙ্খলা বজায় রেখে খাই না এজন্য আমরা সঠিকভাবে পুষ্টি আমাদের শরীরে পাই না। যেমন একটি পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। যা আমাদের দৃষ্টিশক্তি এবং আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখবে। আপনি এটি নিয়মিত খাবেন সপ্তাহে তিন দিন খাবেন।

ঠান্ডা টাইমে আপনি এই পেয়ারা ফলটি খেতে পারেন। অনেকে মনে করবে ঠান্ডাটাই ব্যাপারা সর্দি লাগে না এটা ভুল ধারণা। আপনার ঠাণ্ডা টাইমে চেহারায় শুষ্ক হয়ে যায়। চেহারার মধ্যে কেমন যেন ফাটা ফাটা হয়। তাই আপনারা এই ঠান্ডার টাইমে পেয়ারা খাবেন। নিয়মিতভাবে পেয়ারা খাবেন তাতে আপনার চুল পড়া বন্ধ হবে।

পিয়ারা া আপনি যে টাইমে খাবেন সকালে নাস্তার পর আপনি পেয়ারা খেতে পারেন। তারপর আপনি পেয়ারা খাবেন বিকেলবেলা। বিকেল বেলা এই টাইমে আপনি যদি পেয়ারা খান তার শরীরের জন্য প্রচুর ক্যালরি বোন কাজ করবে। আর পেয়ারা যদি আপনি এমনি না খেতে পারেন হালকা লবণ মাখা করে খাবেন। সে ক্ষেত্রে উপকার পাবেন।

পেয়ারার কি কি ভিটামিন ও পুষ্টিগুণ রয়েছে

পেয়ারার কি কি ভিটামিন ও পুষ্টিগুণ রয়েছে। পিয়ারা হলো পুষ্টিগুণ ভরপুর একটি ফল। বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। ভিটামিন সমৃদ্ধ ফল হল পেয়ারা। ডাক্তাররা বলে একটী পেয়ারায় যে পরিমাণ ভিটামিন থাকে তা চারটি আপেলেও থাকে না। পেয়ারার মধ্যে রয়েছে যে যে ধরনের ভিটামিন গুলো তা হলোঃ

ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ও ত্বকের যত্নে খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও রয়েছে ভিটামিন এ ভিটামিন এ যা আমাদের চোখের জন্য প্রচুর উপকারী। এছাড়া ভিটামিন এ ত্বকের যত্নে ভালোভাবে কাজ করে।
পেয়ারার-উপকারিতা-ও-অপকারিতা-২০-টি-গুণ
এছাড়াও আরো রয়েছে ভিটামিন ই ও ভিটামিন কে এবং ফুলের বিভিন্ন কমপ্লেক্স ভিটামিন ইত্যাদি যা শরীরের রক্ত উৎপাদন করতে সাহায্য করে। প্যারার মধ্যে এই ভিটামিন গুলো ছাড়াও এতে ফাইবার এবং ইনঅক্সিডেন্ট থাকে এবং পটাশিয়াম থাকে যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। এটি নিয়মিত খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে।

পেয়ারার ২০ টি উপকারিতা ও গুণ

পেয়ারার ২০ টি উপকারিতা ও গুণ।পেয়ারা আমাদের শরীর অত্যন্ত পুষ্টিকর এবং গুরুত্বপূর্ণ একটি খাবার। এর উপকারিতা এবং গুণাগুণ এতটাই রয়েছে এটি সব ধরনের শারীরিক সমস্যা সমাধান করতে সাহায্য করে। পেয়ারা ২৫ টি উপকারিতা ও গুনাগুন সম্পর্কে নিচে উল্লেখ করা হলোঃ

  • উচ্চমাত্রায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • ভিটামিন এ চোখের স্বাস্থ্য উন্নতি
  • ফাইবার সমৃদ্ধ হজম এর সাহায্য করে
  • পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে
  • মস্তিষ্কের উন্নয়ন ঘটায়
  • গর্ভবতী নারীদের জন্য উপকারী
  • জীবাণু দূর করে
  • এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যান্সারে ঝুঁকি কমায়।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
  • হার্টের জন্য স্বাস্থ্য ভালো রাখে
  • ত্বক ও চুলের যত্নে সহনশীল
  • ব্রণ কমায় মুখের
  • বলিরেখা বুড়িয়ে যাওয়া রোধ করে
  • পেটের সমস্যা দূর করে
  • গ্যাস্ট্রিকের প্রবলেমের সমাধান
  • হাড় মজবুত করে
  • ক্যালসিয়াম বৃদ্ধি করে
  • শরীরের শক্তি মেটাবলিজম বাড়ায়
  • হরমোন নিয়ন্ত্রণ করে
  • লাস্ট আয়রন ভিটামিন রক্তস্বল্পতা দূর করে
পেয়ারা একটু সহজলভ্য ও পুষ্টিকর ফল। যা শরীরের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটায়। এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এবং নানা ধরনের যে রোগ গুলো আপনার শরীরে হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন।

পেয়ারার উপকারিতা ও অপকারিতা আমাদের শেষ কথা

পেয়ারার উপকারিতা ও অপকারিতা আমাদের শেষ কথা। এই আর্টিকেলে পেয়ারা পাতার উপকারিতা এবং পেয়ারার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনাদের যদি মনে হয় আপনার শরীরে এই রোগটি সমস্যা সমাধান কিভাবে হবে তাহলে আপনি এ আর্টিকেলটি পড়ে তা সমাধান করতে পারবেন।

কারণ এর মধ্যে দেওয়া রয়েছে পেয়ার আর বিভিন্ন ধরনের ভিটামিন সম্পর্কে ধারণা। আপনার শরীরের জন্য পেয়ারা অনেক উপকার। আপনি যদি আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে অন্যদের মাঝে শেয়ার করবেন। এমনকি এরকম আপডেট পেতে ওয়েবসাইট ভিজিট করবেন ভালো থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url