সুইজারল্যান্ড বেতন কেমন? ও সুইজারল্যান্ডে যাওয়ার প্রসেসিং

সুইজারল্যান্ড বেতন কেমন? ও সুইজারল্যান্ডে যাওয়ার প্রসেসিং। অনেকেই সুইজারল্যান্ডকে স্বর্গ বলে থাকে। সুইজারল্যান্ড হলো ইউরোপ মহাদেশের একটি দেশ। বলা যায় সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ।

সুইজারল্যান্ড-বেতন-কেমনআপনি কি সুইজারল্যান্ড যেতে চান। তাহলে আজকের এই আর্টিকেল আপনার জন্য। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন কিভাবে সুইজারল্যান্ড যেতে হয় ও কি কি কাগজপত্র লাগে এর প্রসেসিং সময়।

পোস্ট সূচিপত্রঃসুইজারল্যান্ড বেতন কেমন

সুইজারল্যান্ড বেতন কেমন জেনে নিন

সুইজারল্যান্ড বেতন কেমন জেনে নিন। আসলে সুইজারল্যান্ডের বেতনসীমা নির্ভর করে তার কাজের দক্ষতার উপর। সুইজারল্যান্ডের বেতন বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। যারা ড্রাইভারি করে তাদের বেতন এক কোয়ালিটির। যারা ফুড ডেলিভারি করে তাদের বেতন এক কোয়ালিটর, এছাড়াও আরো অনেক কাজগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে বলবো এদের বেতন এক কোয়ালিটির।

প্রথমে আসা যাক সুইজারল্যান্ড এর যারা ফুড ডেলিভারি করে তাদের বেতনসীমা কত। তারা মাস গেলে কত ইউরো পায়। ইউরো বলতে বুঝিয়েছি সুইজারল্যান্ডের এক ইউরো সমান বাংলাদেশের ১২০ টাকা থেকে ২৫ টাকা। একজন ফুড ডেলিভারের বেতন কোম্পানির চুক্তির মাধ্যমে দিয়ে থাকে এটা দুইটি পদ্ধতিতে দেওয়া হয়।


ঘন্টা ভিত্তিকও ডেলিভারি ভিত্তিক। প্রথমে আসি ডেলিভারি ভিত্তিক সুইজারল্যান্ডের বেতন ডেলিভারি ভিত্তি হিসেবে দিলে কত পাওয়া যাবে। এটা আসলে সবার জানা প্রয়োজন কারণ অনেকেই ইউরোপের সুইজারল্যান্ডের মধ্যে এসে যেতে চায়। হয়তোবা এই বেতনের কথা শুনে সেও আগ্রহী যে আমিও অন্য কোন কাজ না করে ফুড ডেলিভারির কাজ করব যেহেতু বেতন বেশি।

কিছু কোম্পানি প্রতিটি ডেলিভারির জন্য নির্দিষ্ট একটি পরিমাণ ঠিক করে রাখে। মনে করেন আপনি একটি বাসায় ডেলিভারি প্রদান করলেন আপনাকে ওই একটি বাসা ডেলিভারি যেন হয়তো দিতে পারে সাত থেকে ১০ ইউরো ও আরো বেশি হতে পারে ১৫ ইউরো পর্যন্ত পেয়ে থাকে। এখন আপনি দিনে কয়টা ডেলিভারি দিবেন সেটা আপনার উপর ভিত্তি করে আপনি এখন পাবেন।

ঘন্টা ভিত্তিক যে বেতনটি পেয়ে থাকে বেশিরভাগ ফুট কোম্পানি যেমন ওভার স্টেটস, ডেলিভএররু, এরকম কোম্পানি সার্ভিস ঘন্টার ভিত্তিক দেওয়া হয়। সে হিসেবে সাধারণত ঘন্টায় ১২ থেকে ২০ ইউরো মত বেতন দেওয়া হয় যা বাংলাদেশী টাকায় অনেক। ও এছাড়াও আরো কাছে রয়েছে হোটেলের কাজ এদেরও বেটন ঘন্টা কিংবা মাসিক হিসেবে দেওয়া হয়।

সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগে

সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগে। এবার আসি সুইজারল্যান্ডে যেতে গেলে আপনার কি পরিমান টাকা লাগতে পারে। অনেকেরই স্বপ্ন থাকে যে ইউরোপের মতো দেশে যাবে সে দেশটি যদি হয়ে থাকে সুইজারল্যান্ডের মতো একটি সুন্দর দেশ। সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গহিসেবে বলা হয়। কারণ বিশ্বের মধ্যে সবচাইতে সৌন্দর্য এক নম্বরের দিকে এগিয়ে আছে সুইজারল্যান্ড।

এমনকি সুইজারল্যান্ডের বেতন সীমা অনেক। আপনি যদি সুইজারল্যান্ড যেতে পারেন তাহলে আপনার লাইভ সেটেল। বলতে পারেন আপনার জীবনে আর কোন অভাব থাকবে না আপনি অনেক টাকার মালিক হতে পারবেন। এইজন্য অনেকেই সুইজারল্যান্ড এর মত দেশে যেতে চায়। সুইজারল্যান্ডে যেতে গেলে আপনার কত টাকা লাগতে পারে তা হলোঃ

এখানে অনেক ভাগ রয়েছে আপনি যদি ভ্রমণ বিষয় যেতে চান তাহলে আপনার একরকম টাকা লাগবে। এছাড়া অফিস যদি স্টুডেন্ট ভিসায় যান সে ক্ষেত্রে আলাদা আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান সে ক্ষেত্রে আলাদা টাকা লাগবে। প্রথমে আসি ওয়ার্ক পারমিট ভিসায় গেলে কত টাকা লাগে। আপনি যদি সরকারিভাবে যান সে ক্ষেত্রে আপনার খরচ লাগবে ৮ থেকে ৯ লক্ষ টাকা বাংলাদেশে।

এছাড়াও আপনি যদি বেসরকারিভাবে কিংবা কোন এজেন্সির মাধ্যমে যান সে ক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা। যেহেতু এটা এজেন্সি এছাড়া আপনি যদি ভ্রমণের জন্য যান সে ক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় তিন থেকে চার লাখ টাকা। অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে।

এছাড়াও আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান সে ক্ষেত্রে আপনার খরচটা অন্যভাবে পড়বে। এখানে আপনাকে বিশ্ববিদ্যালয় এপ্লাই খরচ দিতে হবে। ভিসা খরচ বাড়ি ভাড়া সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মতো খরচ পড়ে। অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট এর খরচ প্রায় 30 হাজার ডলার দেখাতে হয়। এই হলো সুইজারল্যান্ড যাওয়ার খরচ।

সুইজারল্যান্ড এর সর্বনিম্ন বেতন কত

সুইজারল্যান্ড এর সর্বনিম্ন বেতন কত। উপরের পার্থ অংশে আমরা সুইজারল্যান্ড বেতন কেমন এ সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছি। আমরা এখন জানবো সুইজারল্যান্ড এর সর্বনিম্ন বেতন কত কি কি কাজে কেমন বেতন পাওয়া যায়। হয়তোবা এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা মনের ইচ্ছা জাগতে পারে যে আপনিও সুইজারল্যান্ডে যেতে আগ্রহী।

হোটেল রেস্টুরেন্ট এর বেতন একটু বেশি হয়ে থাকে। আপনি যদি ঘণ্টাভিত্তিক বা মাসিক বিদ্যুৎ হতে পারে প্রথম ঘন্টা ভিত্তিক সুইজারল্যান্ডের রেস্টুরেন্টের বেতন হয়ে থাকে 20 থেকে 25 ইউরো প্রতি ঘন্টায়। কুক সে প্রতি ঘন্টায় ২৫ থেকে ৩৫, আর যারা ডিস ওয়াসার সহকর্মী তারা ১৩ থেকে ১৭ ইউরো । আপনি মাসিক বেতন হিসাব করে নিবেন।

সুইজারল্যান্ড-বেতন-কেমনএরপর আপনি যদি বিভিন্ন দোকানে জব করতে চান সে ক্ষেত্রে আপনার স্যালারি পড়বে। ঘন্টায় ১৫ থেকে ২০ ইউরো, অবশ্যই আপনাকে ভাষায় দক্ষতা থাকতে হবে। মূল কথা আপনাকে ভাষা জানতে হবে ভাষা না জানলে আপনি বেচাকেনা করবেন কিভাবে। এছাড়াও উপরের পাঠ্য অংশে ফুড ডেলিভারির বেতন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

সুইজারল্যান্ড কোন মহাদেশ এ অন্তর্ভুক্ত

সুইজারল্যান্ড কোন মহাদেশ এ অন্তর্ভুক্ত, সুইজারল্যান্ডের সরকারি নাম হলো সুইচ কনফেডারেশন। সুইজারল্যান্ড দেশটি পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত। এর উত্তরে জার্মানি পূর্বে অস্ট্রেলিয়া ও নিচের অংশে নিস্তাইন। ও দক্ষিণে ইতালি পশ্চিমে ফ্রান্স অবস্থিত।

দেশটির মূল ভূখণ্ডের একটি বড় অংশে আল্পোস্ট পর্বতমালা অবস্থিত। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হিসেবে ধরা হয় যে দেশটি সে দেশটির নাম হলো সুইজারল্যান্ড। দেশটিতে বিশ্বজুড়ে ভ্রমণ হিসেবে বিশ্বজুড়ে মানুষের মন জয় করে নিয়েছে। তবে শুধু ভ্রমণের ক্ষেত্রে নয় সব বিষয়ে সুইজারল্যান্ড দেশটি মর্যাদা পেয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি।

জীবনযাপনের জন্য অন্যতম শহরগুলো থেকে সুইজারল্যান্ডের শহরগুলোর জুড়ি মেলা ভার। তবে দেশটি ইউরোপের অন্তর্ভুক্ত হলেও ইউরোপ ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ডের রাজধানী নাম হল বার্ন। সুইজারল্যান্ড এর মুদ্রার নাম হলো( CHF) অর্থাৎ সুইচ ফ্রাক্স। কিন্তু বেতন হিসেবে ইউরো হিসেবে দেওয়া হয় যেহেতু ইউরোপে অন্তর্ভুক্ত।

ইউরোপের কোন কোন দেশের বেতন বেশি

ইউরোপের কোন কোন দেশের বেতন বেশি। ইউরোপে সচরাচর বেশ কয়েকটি দেশ রয়েছে এর ভিতরে জনপ্রিয় যে কয়েকটি দেশ রয়েছে সে দেশটির নাম হলোঃ ইতালি, ফ্রান্স, জার্মান, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য ইংল্যান্ড,ও আয়ারল্যান্ড ফিনল্যান্ড মূলত এই কয়েকটি দেশগুলো তাদের চাহিদা এবং বেতনভুক্ত একটি বেশি হয়ে থাকে।

এই দেশগুলোর মধ্যে সবচাইতে যে তিনটি দেশের বেতন বেশি সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। যে দেশগুলোর বেতন বেশি তা প্রথম এক নম্বরে থাকবে যুক্তরাজ্য ইংল্যান্ড। ইংল্যান্ডের বেতন সীমা অনেক। অনেকে হয়তো জানেনা ইংল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দেশ। ইংল্যান্ড সাধারণত আমেরিকার মতো বেতন দিয়ে থাকে।

এরপরে যে দেশটি আসবে সে দেশটি হলো সুইজারল্যান্ড এখানকার গড় মাসিক বেতন হলো ৫০০০ থেকে ৬০০০CHF এরপরে যে দেশটি আসবে সেটি হল ডেনমার্ক। ডেনমার্কের গড় মাসিক বেতন হলো ৪০০০ থেকে ৫০০০ ইউরো। এরপরে ইউরোপের একটি দেশ হলো ফ্রান্স ফ্রান্সের মাসিক গড় বেতন হলো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ইউরো।

এরপরে স্বপ্নের দেশটি যে দেশটিতে অনেকেই যেতে চায় তার নাম হলো ইতালি। ইতালির গড় মাসিক বেতন একজনের কাছে একেক রকম। গড় হিসেবে যদি ধরা হয় তাহলে ইতালির গড় মাসিক বেতন হলো প্রায় চার হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো। একটি চমৎকার স্যালারি তাই আপনারা যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তারা এই দেশগুলোতে যাবেন।

সুইজারল্যান্ড যেতে কি কি কাগজপত্র লাগে

সুইজারল্যান্ড যেতে কি কি কাগজপত্র লাগে। খুবই সেনসিটিভ একটি প্রশ্ন কারণ সুইজারল্যান্ড শুধু যেতে চাইলেই নয়। সুইজারল্যান্ড যাওয়ার জন্য যে যে কাগজপত্র গুলো লাগে সেগুলো সংরক্ষণ করা দরকার। ইউরোপের একটি সৌন্দর্যময় দেশ হলো সুইজারল্যান্ড।

আপনি যদি সুইজারল্যান্ড যেতে চান তাহলে আপনাকে কিছু কিছু কাগজপত্র ম্যানেজ করা লাগবে। যে কাগজপত্র গুলো আপনার যদি না থাকে তাহলে আপনি সুইজারল্যান্ড যেতে পারবেন না। সেটা যে ক্ষেত্রেই হোক আপনি ভ্রমণের জন্য যান আর ওয়ার্ক পারমিট নিয়ে যান। আপনাকে মাস্ট বি এই কাগজপত্র গুলো সংরক্ষণ করে রাখতে হবে। কি কি কাগজপত্র লাগেঃ

টুরিস্ট ভিসা কাগজপত্র সমূহঃ

  • বৈধ ই পাসপোর্ট
  • ভিসা আবেদন ফর্ম 
  • পাসপোর্ট সাইজ ছবি
  • ফ্লাইট বুকিং ডকুমেন্ট
  • হোটেল বুকিং থাকার ব্যবস্থা
  • ভ্রমণ স্বাস্থ্য বীমা
  • এনআইডি ভোটার আইডি কার্ড 
  • ব্যাংক স্টেটমেন্ট
  • ভ্রমণের উদ্দেশ্যে সম্পর্কিত ডকুমেন্ট
  • পুলিশ ক্লিয়ারেন্স
ওয়ার্ক ভিসা কাগজপত্র সমূহঃ
  • পাসপোর্ট
  • চাকরি চুক্তিপত্র
  • ওয়ার্ক পারমিট
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • অভিজ্ঞতার সনদ
  • ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • নাগরিকত্ব
  • পুলিশ ক্লিয়ারেন্স
স্টুডেন্ট ভিসার কাগজপত্র সমূহঃ
  • পাসপোর্ট
  • এডমিশন লেটার
  • টিউশন ফি পেমেন্ট রশিদ
  • আর্থিক সাপোর্টের প্রমাণ
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • ভ্রমণ স্বাস্থ্য বীমা
  • ভিসা আবেদন ফর্ম
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • IELTS সার্টিফিকেট
মূলত স্টুডেন্ট ভিসার কাগজপত্র একটু আলাদা যেহেতু এটি পড়ালেখা জন্য যাওয়া। মূলত ওর পারমিট কিংবা ভ্রমণ ভিসার জন্য যে যে কাগজপত্র গুলো লাগবে এগুলো মাস্ট বি আপনাকে সংরক্ষণ করে রাখা লাগবে। তাহলে আপনার কোন ধরনের সমস্যা হবে না।

সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং সময়

সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিংসময়।আর্টিকেল আপনারা জানতে পারবেন সুইজারল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে কি কি লাগে। এবং সুইজারল্যান্ডে যেতে কত দিন সময় লাগতে পারে। মূলত ইউরোপ কান্ট্রিতে যাওয়া মানে ভাগ্যের ব্যাপার। মিডলস কান্ট্রি গুলোতে যখন আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার সময় খুব কম লাগে।

আপনি যখন ইউরোপ কিংবা আমেরিকা মহাদেশের মতো দেশে যাবেন সেক্ষেত্রে আপনার সময় অনেকটাই লেগে যায়। সুইজারল্যান্ড যেতে আপনার সর্বনিম্ন যে সময় লাগতে পারে তা হলো প্রায় ছয় থেকে সাত মাস। এটি হলো সর্বনিম্ন সময় কারো কারো ক্ষেত্রে এক বছর দেড় বছর লেগে যায়।
আপনি সুইজারল্যান্ড ওয়ার পারমিট ভিসা কিভাবে যাবেন। মূলত প্রথমে আপনাকে যে কোন একটি এজেন্সি ধরতে হবে। আর যদি চান আপনি সরকারি ভাবে যাবেন সেক্ষেত্রে সরকারি ভাবে আবেদন করতে হবে। যে কোন একটি কোম্পানিতে সরকারিভাবে অনেক লোক নিয়ে থাকে। আপনি যদি এজেন্সির মাধ্যমে যান সে ক্ষেত্রে এজেন্সিতে এপ্লাই করবে।

তারপরে আপনাকে একটি সময় দেওয়া হবে এই সময়ের ভিতর আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুবাল হলে আপনাকে ফিঙ্গারের জন্য ডাকা হবে। আপনার ফিঙ্গার হয়ে গেলে একটি ৭ থেকে ১০ দিনের ট্রেনিং দেয়। তারপর আপনাকে সেই ওয়ার্ক পারমিট এর কপি নিয়ে এম্বাসি অফিসে ভিসার জন্য আবেদন করতে হবে।

আপনার ভিসা আসলে  তখন আপনি যেতে পারবেন। সে ক্ষেত্রে আরেকটি কাজ করা লাগবে ফ্লাইট কিন্তু আপনাকে করা লাগবে। মানে আপনার ফ্লাইটের টিকিট আপনাকে কাটা লাগবে সেটি ভিসা পাওয়ার পর। সহজ করে বুঝিয়ে বললাম এক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগাতে পারে ওর পারমিট ভিসার জন্য সুইজারল্যান্ড এর ক্ষেত্রেঃ

ওয়ার্ক ভিসা কাগজপত্র সমূহঃ
  • পাসপোর্ট
  • চাকরি চুক্তিপত্র
  • ওয়ার্ক পারমিট
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • অভিজ্ঞতার সনদ
  • ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • নাগরিকত্ব
  • পুলিশ ক্লিয়ারেন্স

সুইজারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যাওয়ার প্রসেসিং এবং উপায়

সুইজারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যাওয়ার প্রসেসিং এবং উপায়। অনেকেই আছে যারা স্টুডেন্ট ভিসার জন্য আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া আর অন্যান্য দেশগুলোতে পড়ালেখা করার জন্য যেতে চাই। আবার অনেকেই আছে যারা ইউরোপের যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলোতেও ব্যাচেলর পিএইচডি এ সমস্ত ডিগ্রী নেওয়ার জন্য যায়।

সুইজারল্যান্ডে অনেকই আছে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করার জন্য যেতে চায়। শুধু পড়ালেখা না স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে গিয়ে অনেকেই সেখানে সেটেল। কিভাবে আপনি ওখানে পড়ালেখা করতে চান এর ফাঁকে ফাঁকে একটি জব নিলেন আপনার পড়ালেখা যখন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি চাইলে সেখানে একটি ভালো পজিশনে চাকরি করতে পারেন।
সুইজারল্যান্ড-বেতন-কেমন
বিষয় হল সুইজারল্যান্ড তো আপনি আর এমনি এমনি স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন না।সে ক্ষেত্রে আপনাকে অনেক প্রসেসিং এর মাধ্যমে দিয়েই সুইজারল্যান্ড যেতে হবে। আপনি স্টুডেন্ট ভিসায় সুইজারল্যান্ড পড়ালেখা করতে গেলে আপনাকে কি কি কাগজপত্র লাগাতে পারেঃ

স্টুডেন্ট ভিসার কাগজপত্র সমূহঃ
  • পাসপোর্ট
  • এডমিশন লেটার
  • টিউশন ফি পেমেন্ট রশিদ
  • আর্থিক সাপোর্টের প্রমাণ
  • শিক্ষাগত যোগ্যতার সনদ
  • ভ্রমণ স্বাস্থ্য বীমা
  • ভিসা আবেদন ফর্ম
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • IELTS সার্টিফিকেট
মূলত স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করার জন্য যেতে হলে আপনার এ কাগজপত্র গুলো আপনার থাকা লাগবে। এমনকি আপনি যেভাবে প্রথমে এপ্লাই করে সেভাবে এপ্লাই করবেন আপনার বিশ্ববিদ্যালয়। আপনি যদি সেখানে সিলেক্ট হন সে ক্ষেত্রে সেখানকার একটি কপি নিয়ে যে ভিসার জন্য আবেদন করবেন। আপনার ভিসা হয়ে যাবে মূলত আপনি এভাবে স্টুডেন্ট ভিসা দিতে পারেন।

সুইজারল্যান্ডে ড্রাইভার এর বেতন কত

সুইজারল্যান্ডে ড্রাইভার এর বেতন কত। সুইজারল্যান্ড বেতন কেমন অনেকেই আছে যারা স্ক্রিল প্রাপ্ত ড্রাইভার। ভালো রকম গাড়ি ড্রাইভ করতে পারে। তারা চায় যে তার ওই ড্রাইভারী স্কিল টা নিয়ে বিদেশে ড্রাইভারি করে ভালো পরিবারের টাকা ইনকাম করতে।

অবশ্য ড্রাইভার এর বেতন কিন্তু হায়েস্ট সেলারি। খুব ভালো পরিমাণের বেতন তারা পেয়ে থাকে। বিশেষ করে ইউরোপের মত দেশ আর সেই দেশটার নাম যদি হয়ে থাকে সুইজারল্যান্ড তাহলে তো আর কোন কথাই নেই। আপনি চাইলে আপনার এই ড্রাইভারি স্কিল টা দিয়ে সুইজারল্যান্ডে ড্রাইভারি করে ভালো পরিবারের টাকা ইনকাম করতে পারবেন।

আসুন জেনে নেই একজন ড্রাইভার এর বেতন কত সুইজারল্যান্ডে। যারা পেশাদার ড্রাইভার তাদের সেলারি প্রতি মাসে ৪০০০ থেকে ৬০০০ হাজার সুইজারল্যান্ড মুদ্রায় প্রদান করে থাকে। যারা বাসের ড্রাইভার করে তাদের বেতন ৪৫০০ সুইজারল্যান্ড মুদ্রা। যারা ব্যক্তিগত ড্রাইভার তাদের বেতন ৩৫০০ থেকে ৫০০০হাজার সুইজারল্যান্ড মুদ্রা। 

মূলত এইভাবে একটি ড্রাইভার এর বেতন পেয়ে থাকে। ভালো পরিমাণের বেতন তারা দিয়ে থাকে। বেতন প্রবাহিত করে যেসব বিষয়ের উপর ভিত্তি করে অভিজ্ঞতা ও দক্ষতা থাকা লাগবে। এটা শুধু সুইজারল্যান্ড না সব জায়গাতেই। কাজের সময় যে কোন জায়গায় যেতে হতে পারে।

অতিরিক্ত সুবিধা হিসেবে অনেক কমিশন পেয়ে থাকে। জীবন যাত্রার অনেক বেশি তাই বেতন ভালো হলেও বিষয়টা বিবেচনা রাখতে হবে আপনাকে। তাই যারা সুইজারল্যান্ড এর মত জায়গায় ড্রাইভারি ভিসায় যেতে চান তারা এই বিষয়টি জেনে বুঝে যাবেন আশা করি আপনারা ভালোভাবে সুইজারল্যান্ডে যান এবং ভালো টাকা ইনকাম করুন।

সুইজারল্যান্ড বেতন কেমন এর সম্পূর্ণ বিষয় নিয়ে শেষ কথা

সুইজারল্যান্ড বেতন কেমন এর সম্পূর্ণ বিষয় নিয়ে শেষ কথা, এই আর্টিকেলে সুইজারল্যান্ডের বেতন কাঠামো সুইজারল্যান্ড যাওয়ার প্রসেসিং সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি মনে করে থাকেন আপনি সুইজারল্যান্ড যাবেন তাহলে এ আর্টিকেলটি আপনার জন্য।

এই আর্টিকেলে সুইজারল্যান্ড বিষয়ে সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। আপনি যদি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনি অন্যদের মাঝে শেয়ার করবেন। সেটা ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম যেটা দিয়ে হোক। ভালো লাগলে দৈনিক আর্টিকেলটি ভিজিট করবেন। এরকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url