সুইজারল্যান্ড বেতন কেমন? ও সুইজারল্যান্ডে যাওয়ার প্রসেসিং
সুইজারল্যান্ড বেতন কেমন? ও সুইজারল্যান্ডে যাওয়ার প্রসেসিং। অনেকেই সুইজারল্যান্ডকে স্বর্গ বলে থাকে। সুইজারল্যান্ড হলো ইউরোপ মহাদেশের একটি দেশ। বলা যায় সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ।
পোস্ট সূচিপত্রঃসুইজারল্যান্ড বেতন কেমন
- সুইজারল্যান্ড বেতন কেমন জেনে নিন
- সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগে
- সুইজারল্যান্ড এর সর্বনিম্ন বেতন কত
- সুইজারল্যান্ড কোন মহাদেশ এ অন্তর্ভুক্ত
- ইউরোপের কোন কোন দেশের বেতন বেশি
- সুইজারল্যান্ড যেতে কি কি কাগজপত্র লাগে
- সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং সময়
- সুইজারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যাওয়ার প্রসেসিং এবং উপায়
- সুইজারল্যান্ডে ড্রাইভার এর বেতন কত
- সুইজারল্যান্ড বেতন কেমন এর সম্পূর্ণ বিষয় নিয়ে শেষ কথা
সুইজারল্যান্ড বেতন কেমন জেনে নিন
সুইজারল্যান্ড বেতন কেমন জেনে নিন। আসলে সুইজারল্যান্ডের বেতনসীমা নির্ভর করে তার কাজের দক্ষতার উপর। সুইজারল্যান্ডের বেতন বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। যারা ড্রাইভারি করে তাদের বেতন এক কোয়ালিটির। যারা ফুড ডেলিভারি করে তাদের বেতন এক কোয়ালিটর, এছাড়াও আরো অনেক কাজগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে বলবো এদের বেতন এক কোয়ালিটির।
প্রথমে আসা যাক সুইজারল্যান্ড এর যারা ফুড ডেলিভারি করে তাদের বেতনসীমা কত। তারা
মাস গেলে কত ইউরো পায়। ইউরো বলতে বুঝিয়েছি সুইজারল্যান্ডের এক ইউরো সমান
বাংলাদেশের ১২০ টাকা থেকে ২৫ টাকা। একজন ফুড ডেলিভারের বেতন কোম্পানির চুক্তির
মাধ্যমে দিয়ে থাকে এটা দুইটি পদ্ধতিতে দেওয়া হয়।
ঘন্টা ভিত্তিকও ডেলিভারি ভিত্তিক। প্রথমে আসি ডেলিভারি ভিত্তিক সুইজারল্যান্ডের
বেতন ডেলিভারি ভিত্তি হিসেবে দিলে কত পাওয়া যাবে। এটা আসলে সবার জানা প্রয়োজন
কারণ অনেকেই ইউরোপের সুইজারল্যান্ডের মধ্যে এসে যেতে চায়। হয়তোবা এই বেতনের কথা
শুনে সেও আগ্রহী যে আমিও অন্য কোন কাজ না করে ফুড ডেলিভারির কাজ
করব যেহেতু বেতন বেশি।
কিছু কোম্পানি প্রতিটি ডেলিভারির জন্য নির্দিষ্ট একটি পরিমাণ ঠিক করে রাখে। মনে
করেন আপনি একটি বাসায় ডেলিভারি প্রদান করলেন আপনাকে ওই একটি বাসা ডেলিভারি যেন
হয়তো দিতে পারে সাত থেকে ১০ ইউরো ও আরো বেশি হতে পারে ১৫ ইউরো পর্যন্ত
পেয়ে থাকে। এখন আপনি দিনে কয়টা ডেলিভারি দিবেন সেটা আপনার উপর ভিত্তি করে আপনি
এখন পাবেন।
ঘন্টা ভিত্তিক যে বেতনটি পেয়ে থাকে বেশিরভাগ ফুট কোম্পানি যেমন ওভার স্টেটস,
ডেলিভএররু, এরকম কোম্পানি সার্ভিস ঘন্টার ভিত্তিক দেওয়া হয়। সে হিসেবে সাধারণত
ঘন্টায় ১২ থেকে ২০ ইউরো মত বেতন দেওয়া হয় যা বাংলাদেশী টাকায় অনেক। ও
এছাড়াও আরো কাছে রয়েছে হোটেলের কাজ এদেরও বেটন ঘন্টা কিংবা মাসিক হিসেবে দেওয়া
হয়।
সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগে
সুইজারল্যান্ড যেতে কত টাকা লাগে। এবার আসি সুইজারল্যান্ডে যেতে গেলে আপনার কি
পরিমান টাকা লাগতে পারে। অনেকেরই স্বপ্ন থাকে যে ইউরোপের মতো দেশে যাবে সে দেশটি
যদি হয়ে থাকে সুইজারল্যান্ডের মতো একটি সুন্দর দেশ। সুইজারল্যান্ডকে পৃথিবীর
স্বর্গহিসেবে বলা হয়। কারণ বিশ্বের মধ্যে সবচাইতে সৌন্দর্য এক নম্বরের দিকে
এগিয়ে আছে সুইজারল্যান্ড।
এমনকি সুইজারল্যান্ডের বেতন সীমা অনেক। আপনি যদি সুইজারল্যান্ড যেতে পারেন তাহলে
আপনার লাইভ সেটেল। বলতে পারেন আপনার জীবনে আর কোন অভাব থাকবে না আপনি অনেক টাকার
মালিক হতে পারবেন। এইজন্য অনেকেই সুইজারল্যান্ড এর মত দেশে যেতে চায়।
সুইজারল্যান্ডে যেতে গেলে আপনার কত টাকা লাগতে পারে তা হলোঃ
এখানে অনেক ভাগ রয়েছে আপনি যদি ভ্রমণ বিষয় যেতে চান তাহলে আপনার একরকম টাকা লাগবে। এছাড়া অফিস যদি স্টুডেন্ট ভিসায় যান সে ক্ষেত্রে আলাদা আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান সে ক্ষেত্রে আলাদা টাকা লাগবে। প্রথমে আসি ওয়ার্ক পারমিট ভিসায় গেলে কত টাকা লাগে। আপনি যদি সরকারিভাবে যান সে ক্ষেত্রে আপনার খরচ লাগবে ৮ থেকে ৯ লক্ষ টাকা বাংলাদেশে।
এছাড়াও আপনি যদি বেসরকারিভাবে কিংবা কোন এজেন্সির মাধ্যমে যান সে ক্ষেত্রে আপনার
খরচ পড়বে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা। যেহেতু এটা এজেন্সি এছাড়া আপনি যদি
ভ্রমণের জন্য যান সে ক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় তিন থেকে চার লাখ টাকা।
অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে।
এছাড়াও আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান সে ক্ষেত্রে আপনার খরচটা অন্যভাবে পড়বে।
এখানে আপনাকে বিশ্ববিদ্যালয় এপ্লাই খরচ দিতে হবে। ভিসা খরচ বাড়ি ভাড়া
সবমিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মতো খরচ পড়ে। অবশ্যই আপনাকে ব্যাংক
স্টেটমেন্ট দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্ট এর খরচ প্রায় 30 হাজার ডলার
দেখাতে হয়। এই হলো সুইজারল্যান্ড যাওয়ার খরচ।
সুইজারল্যান্ড এর সর্বনিম্ন বেতন কত
সুইজারল্যান্ড এর সর্বনিম্ন বেতন কত। উপরের পার্থ অংশে আমরা সুইজারল্যান্ড বেতন
কেমন এ সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছি। আমরা এখন জানবো সুইজারল্যান্ড এর
সর্বনিম্ন বেতন কত কি কি কাজে কেমন বেতন পাওয়া যায়। হয়তোবা এই আর্টিকেলটির
মাধ্যমে আপনারা মনের ইচ্ছা জাগতে পারে যে আপনিও সুইজারল্যান্ডে যেতে আগ্রহী।
হোটেল রেস্টুরেন্ট এর বেতন একটু বেশি হয়ে থাকে। আপনি যদি ঘণ্টাভিত্তিক বা মাসিক বিদ্যুৎ হতে পারে প্রথম ঘন্টা ভিত্তিক সুইজারল্যান্ডের রেস্টুরেন্টের বেতন হয়ে থাকে 20 থেকে 25 ইউরো প্রতি ঘন্টায়। কুক সে প্রতি ঘন্টায় ২৫ থেকে ৩৫, আর যারা ডিস ওয়াসার সহকর্মী তারা ১৩ থেকে ১৭ ইউরো । আপনি মাসিক বেতন হিসাব করে নিবেন।
সুইজারল্যান্ড কোন মহাদেশ এ অন্তর্ভুক্ত
সুইজারল্যান্ড কোন মহাদেশ এ অন্তর্ভুক্ত, সুইজারল্যান্ডের সরকারি নাম হলো সুইচ
কনফেডারেশন। সুইজারল্যান্ড দেশটি পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত। এর উত্তরে
জার্মানি পূর্বে অস্ট্রেলিয়া ও নিচের অংশে নিস্তাইন। ও দক্ষিণে ইতালি পশ্চিমে
ফ্রান্স অবস্থিত।
দেশটির মূল ভূখণ্ডের একটি বড় অংশে আল্পোস্ট পর্বতমালা অবস্থিত। পৃথিবীর
বুকে এক টুকরো স্বর্গ হিসেবে ধরা হয় যে দেশটি সে দেশটির নাম হলো সুইজারল্যান্ড।
দেশটিতে বিশ্বজুড়ে ভ্রমণ হিসেবে বিশ্বজুড়ে মানুষের মন জয় করে নিয়েছে।
তবে শুধু ভ্রমণের ক্ষেত্রে নয় সব বিষয়ে সুইজারল্যান্ড দেশটি মর্যাদা
পেয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি।
জীবনযাপনের জন্য অন্যতম শহরগুলো থেকে সুইজারল্যান্ডের শহরগুলোর জুড়ি মেলা ভার।
তবে দেশটি ইউরোপের অন্তর্ভুক্ত হলেও ইউরোপ ইউনিয়নের সদস্য নয়। সুইজারল্যান্ডের
রাজধানী নাম হল বার্ন। সুইজারল্যান্ড এর মুদ্রার নাম হলো( CHF) অর্থাৎ সুইচ
ফ্রাক্স। কিন্তু বেতন হিসেবে ইউরো হিসেবে দেওয়া হয় যেহেতু ইউরোপে
অন্তর্ভুক্ত।
ইউরোপের কোন কোন দেশের বেতন বেশি
ইউরোপের কোন কোন দেশের বেতন বেশি। ইউরোপে সচরাচর বেশ কয়েকটি দেশ রয়েছে এর ভিতরে জনপ্রিয় যে কয়েকটি দেশ রয়েছে সে দেশটির নাম হলোঃ ইতালি, ফ্রান্স, জার্মান, সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য ইংল্যান্ড,ও আয়ারল্যান্ড ফিনল্যান্ড মূলত এই কয়েকটি দেশগুলো তাদের চাহিদা এবং বেতনভুক্ত একটি বেশি হয়ে থাকে।
এই দেশগুলোর মধ্যে সবচাইতে যে তিনটি দেশের বেতন বেশি সেগুলো সম্পর্কে বিস্তারিত
ধারণা পাবেন। যে দেশগুলোর বেতন বেশি তা প্রথম এক নম্বরে থাকবে যুক্তরাজ্য
ইংল্যান্ড। ইংল্যান্ডের বেতন সীমা অনেক। অনেকে হয়তো জানেনা ইংল্যান্ড ইউরোপ
মহাদেশের একটি দেশ। ইংল্যান্ড সাধারণত আমেরিকার মতো বেতন দিয়ে থাকে।
এরপরে যে দেশটি আসবে সে দেশটি হলো সুইজারল্যান্ড এখানকার গড় মাসিক বেতন হলো ৫০০০ থেকে ৬০০০CHF এরপরে যে দেশটি আসবে সেটি হল ডেনমার্ক। ডেনমার্কের গড় মাসিক বেতন হলো ৪০০০ থেকে ৫০০০ ইউরো। এরপরে ইউরোপের একটি দেশ হলো ফ্রান্স ফ্রান্সের মাসিক গড় বেতন হলো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ইউরো।
এরপরে স্বপ্নের দেশটি যে দেশটিতে অনেকেই যেতে চায় তার নাম হলো ইতালি। ইতালির গড় মাসিক বেতন একজনের কাছে একেক রকম। গড় হিসেবে যদি ধরা হয় তাহলে ইতালির গড় মাসিক বেতন হলো প্রায় চার হাজার ইউরো থেকে পাঁচ হাজার ইউরো। একটি চমৎকার স্যালারি তাই আপনারা যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান তারা এই দেশগুলোতে যাবেন।
সুইজারল্যান্ড যেতে কি কি কাগজপত্র লাগে
সুইজারল্যান্ড যেতে কি কি কাগজপত্র লাগে। খুবই সেনসিটিভ একটি প্রশ্ন কারণ সুইজারল্যান্ড শুধু যেতে চাইলেই নয়। সুইজারল্যান্ড যাওয়ার জন্য যে যে কাগজপত্র গুলো লাগে সেগুলো সংরক্ষণ করা দরকার। ইউরোপের একটি সৌন্দর্যময় দেশ হলো সুইজারল্যান্ড।
আপনি যদি সুইজারল্যান্ড যেতে চান তাহলে আপনাকে কিছু কিছু কাগজপত্র ম্যানেজ করা
লাগবে। যে কাগজপত্র গুলো আপনার যদি না থাকে তাহলে আপনি সুইজারল্যান্ড যেতে পারবেন
না। সেটা যে ক্ষেত্রেই হোক আপনি ভ্রমণের জন্য যান আর ওয়ার্ক পারমিট নিয়ে
যান। আপনাকে মাস্ট বি এই কাগজপত্র গুলো সংরক্ষণ করে রাখতে হবে। কি কি
কাগজপত্র লাগেঃ
টুরিস্ট ভিসা কাগজপত্র সমূহঃ
- বৈধ ই পাসপোর্ট
- ভিসা আবেদন ফর্ম
- পাসপোর্ট সাইজ ছবি
- ফ্লাইট বুকিং ডকুমেন্ট
- হোটেল বুকিং থাকার ব্যবস্থা
- ভ্রমণ স্বাস্থ্য বীমা
- এনআইডি ভোটার আইডি কার্ড
- ব্যাংক স্টেটমেন্ট
- ভ্রমণের উদ্দেশ্যে সম্পর্কিত ডকুমেন্ট
- পুলিশ ক্লিয়ারেন্স
- পাসপোর্ট
- চাকরি চুক্তিপত্র
- ওয়ার্ক পারমিট
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- অভিজ্ঞতার সনদ
- ভোটার আইডি কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- নাগরিকত্ব
- পুলিশ ক্লিয়ারেন্স
- পাসপোর্ট
- এডমিশন লেটার
- টিউশন ফি পেমেন্ট রশিদ
- আর্থিক সাপোর্টের প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- ভ্রমণ স্বাস্থ্য বীমা
- ভিসা আবেদন ফর্ম
- পুলিশ ক্লিয়ারেন্স
- IELTS সার্টিফিকেট
সুইজারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং সময়
- পাসপোর্ট
- চাকরি চুক্তিপত্র
- ওয়ার্ক পারমিট
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- অভিজ্ঞতার সনদ
- ভোটার আইডি কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- নাগরিকত্ব
- পুলিশ ক্লিয়ারেন্স
সুইজারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যাওয়ার প্রসেসিং এবং উপায়
- পাসপোর্ট
- এডমিশন লেটার
- টিউশন ফি পেমেন্ট রশিদ
- আর্থিক সাপোর্টের প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- ভ্রমণ স্বাস্থ্য বীমা
- ভিসা আবেদন ফর্ম
- পুলিশ ক্লিয়ারেন্স
- IELTS সার্টিফিকেট
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url