খালি পেটে আঙ্গুর খেলে কি হয় আঙ্গুর ফলের উপকার

খালি পেটে আঙ্গুর খেলে কি হয় আঙ্গুর ফলের উপকার। আঙ্গুর একটি উপকারিত এবং ভিটামিন সমৃদ্ধ ফল। এই ফলটি অনেকে খালি পেটে খায়, অনেকে প্রশ্ন থাকে খালি পেটে আঙ্গুর খেলে কি হয়?

খালি-পেটে-আঙ্গুর-খেলে-কি-হয়-আঙ্গুর-ফলের-উপকারখালি পেটে আঙ্গুর খেলে আদৌ কোন সমস্যা হয় কি। এছাড়াও আরো জানতে পারবেন এই আর্টিকেলে আঙ্গুরের বিভিন্ন উপকার আঙ্গুরের জাত সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা থাকবে আজকের এই আর্টিকেলে।

পোস্ট সূচিপত্রঃখালি পেটে আঙ্গুর খেলে কি হয়

খালি পেটে আঙ্গুর খেলে কি হয় জেনে নিন

খালি পেটে আঙ্গুর খেলে কি হয় জেনে নিন। আঙ্গুর ফল হল একটি অতি গুরুত্বপূর্ণ এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। আঙ্গুরের বীজ ও খোসার মধ্যে প্রচুর পরিমাণে এন্টি এক্সিডেন্ট রয়েছে। এই আঙ্গুরের খোসা কিংবা আঙ্গুর খেলে দেহে এন্টিঅক্সিডেন্ট এর পরিমাণ বৃদ্ধি পায়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

প্রশ্ন হল খালি পেটে আঙ্গুর খেলে কি হয়। অনেকেই খালি পেটে আঙ্গুর খেতে ভয় করে কোন ধরনের সমস্যা হয় নাকি। খালি পেটে কয়েকটি ফল লেবু কমলা আঙ্গুর এগুলোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। যা আপনি যদি খালি পেটে খেয়ে থাকেন তাহলে আপনার পেটের এসিডের সমস্যা এবং গ্যাস বৃদ্ধি হতে পারে।

আঙ্গুলের মধ্যে অনেক ভিটামিন রয়েছে যে ভিটামিন গুলো আমাদের শরীরে প্রয়োজন। কিন্তু আপনি যদি খালি পেটে আঙ্গুর খেয়ে থাকেন তাহলে ভুল করবেন। খালি পেটে কখনোই আঙ্গুর খাবেন না আঙ্গুরের যে ক সাইট্রিক এসিড থাকে সেটা আপনার পেটে সমস্যা করতে পারে। হতে পারে আপনার গ্যাসের প্রবলেম আরো বৃদ্ধি হতে পারে তাই খালি পেটে আঙ্গুর খাওয়া যাবে না।\

রাতে আঙ্গুর খেলে কি হয় জেনে নিন

রাতে আঙ্গুর খেলে কি হয় জেনে নিন। আঙ্গুর একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এই ফলটি যদি আপনি নিয়মমাফিক নিয়ম অনুযায়ী খেয়ে থাকেন তাহলে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন/উপকার পাবেন। যেটা আমাদের মানবদেহে প্রয়োজন। আঙ্গুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। অনেকেই রাতের বেলা পাঁচ সাত পিস আঙ্গুর খেয়ে ঘুমিয়ে যায়।

রাতের বেলা আঙ্গুর খেলে কি হয় জানেন কি? যদি না জেনে থাকেন আজকে জেনে নিন আঙ্গুর এ ভিটামিন সি এর পরিমাণটা বেশি থাকা সত্ত্বেও আঙ্গুর খেয়ে অনেকের ঠান্ডা লেগে যায়। এটা প্রায় সবার ক্ষেত্রে নয় কারো কারো লাগে ঠান্ডা আবার কারো কারো লাগে না।

এছাড়াও রাতের বেলা আঙুর খেলে আর একটা সমস্যা হতে পারে। ভাবছেন আঙ্গুর খেলে সমস্যা তাহলে তা আঙ্গুর খাওয়া যাবে না। না আঙ্গুর খাওয়া যাবে আঙ্গুর ভিটামিন সমৃদ্ধ ফল। আঙ্গুলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের প্রত্যেক মানুষেরই প্রয়োজন। রাতের বেলা আঙ্গুর খাবেন না আরেকটা সমস্যা হবে।

কি সমস্যা হতে পারে আঙ্গুরের মধ্যে রয়েছে এসিড এটা হলো সাইট্রিক এসিড। এই এসিড টা আপনি যদি রাতের বেলা আঙ্গুর খেয়ে থাকেন এই এসিড আপনার অনেক সময় বুক জ্বালাপোড়ার কারণ হতে পারে। এমনকি মাঝ রাতে বিপাকে পড়তে পারেন। তাই রাতের বেলায় আঙ্গুর না খাওয়াই ভালো। তবে অন্যান্য টাইমে আপনি নিয়ম অনুযায়ী আঙ্গুর খাবেন অনেক উপকার পাবেন।

সবুজ আঙ্গুর খাওয়ার উপকার

সবুজ আঙ্গুর খাওয়ার উপকার। আঙ্গুরের মধ্যে অনেক ভাগ রয়েছে। অনেক জাতের আঙ্গুর পাওয়া যায় বাজারে যেমন সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর এ ধরনের যাদের আঙ্গুর বাজারে পাওয়া যায়। আঙ্গুরের স্বাদ মোটামুটি ভিন্ন তবে কার্যকারিতা একই হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন প্রকৃতির উপকার পাওয়া যায়।

খালি-পেটে-আঙ্গুর-খেলে-কি-হয়-আঙ্গুর-ফলের-উপকারএক্ষেত্রে সে জাতগুলোর মধ্যে সবুজ আঙ্গুর এই সবুজ আঙ্গুর খাওয়ার উপকার কি কি। প্রত্যেক জাতের আঙ্গুলে রয়েছে ভিটামিন সি এবং এন্টিঅক্সিডেন্ট এগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজে আসে। প্রথমে বলিনি প্রতিদিন আপনি নিয়ম অনুযায়ী চারটা থেকে পাঁচটা আঙ্গুর খাওয়ার চেষ্টা করবেন। সবুজ আঙ্গুর খাওয়ার উপকার গুলো কি কি আমরা জানবো।

  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
  • ত্বক ঠিকঠাক রাখে এবং শরীরের ছাপ পড়া প্রতিরোধ করে
  • রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও ইনসুলিন বৃদ্ধি করে থাকে
  • চুলের আগা ফাটা ২০০ রঙের ঝরা চুল এসবের সমাধান
  • শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে
  • চোখের জ্যোতি বাড়িয়ে তোলে

মূলত সবুজ আঙ্গুর খেলে আপনি এ ধরনের উপকার গুলো পাবেন। একজন সুস্থ ব্যক্তির জন্য এই উপকারগুলো প্রতিনিয়ত পাওয়া খুবই দরকার। তাই প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী আপনি যদি চার থেকে পাঁচটি করে আঙ্গুর খেতে পারেন তাহলে আপনার এ ধরনের রোগ গুলো আর হবেনা। একটি সুস্থ সুন্দর লাইভ জীবনযাপন করতে পারবেন। 

কালো আঙ্গুর খাওয়ার উপকার

কালো আঙ্গুর খাওয়ার উপকার। আঙ্গুরের মধ্যে বিভিন্ন জাতের আঙ্গুর রয়েছে এক এক জাতের এক এক রং কোনটা সবুজ কোনটা কালো কোনটা ফেকসা সবুজ। মূলত কালো আঙ্গুর খাওয়ার উপকার কি কি? আজকের এই আর্টিকেলে আপনি কালো আঙ্গুর খাওয়ার প্রায় ১০টি উপকার সম্পর্কে জানতে পারবেন। কালো আঙ্গুরের অনেক গুনাগুন রয়েছে।

কালো আঙ্গুর আপনার শরীরের ইনসুলিন সেনসিটিভিটি কমাতে সহায়ক। কালো আঙ্গুর আপনার শরীরের গ্লুকোজ এর মাত্রা বাড়িয়ে রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে। কারণ অতিরিক্ত রক্তচাপ সেটা স্ট্রোকের কারণ হতে পারে। মূলত এই জন্য কালো আঙ্গুর খাওয়া প্রয়োজন এটা রক্তের মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও কালো আঙ্গুর কোষঝিলের সংখ্যা বাড়িয়ে দেয়।

যার কারণে আমাদের শরীরের খারাপ কোলেস্টল কমিয়ে ভালো কোলেস্টেরল তৈরি করে। মূলকথা আমাদের শরীরের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে কালো আঙ্গুর। কাল আঙ্গুর খেলে আমাদের শরীরের সুগার নিয়ন্ত্রণে থাকবে। আপনার শরীরের সুগার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটা হার্টের প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যায় এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

কালো আঙ্গুরে থাকা পলিফেনাল ও পটাশিয়াম দ্বারা রক্তচাপ বা হাইপারটেনশন কমিয়ে দেয়। এছাড়াও কালো আঙ্গুরে থাকা ফেবুনাল বা ফ্যানোলিক এসিড হৃৎপিণ্ড এবং পর্দায় অবস্থিত এন্ডো থ্যানিয়েল কোষে রক্ত প্রবাহ ঠিক করে হার্ট এটাকের ঝুঁকি কমায়। মূলত কালো আঙ্গুরের ভিতরে এসব ঔষধি গুনাগুন রয়েছে। তাই প্রতিদিন অন্তত দুই তিনটা করে কালো আঙুর খাওয়ার চেষ্টা করবেন।

আঙ্গুর খেলে কি গ্যাস হবে জানার বিষয়

আঙ্গুর খেলে কি গ্যাস হবে জানার বিষয়। অনেকের প্রশ্ন তাকে আঙ্গুর খেলে কি গ্যাস হয়? এটার একমাত্র প্রশ্নের কারণ হয়ে ওঠে আঙ্গুরে থাকে অ্যাসিড এই এসিডের জন্য আমাদের পেটে ক্ষতি হয়। যার কারণে অনেকেই জানে অথবা জানে না যে আঙ্গুর খেলে পেটে গ্যাস হয়।

মূলত কেন আঙ্গুর খেলে আমাদের পেটে গ্যাস হবে। আঙ্গুরে থাকা প্রাকৃতিক চিনি এবং ফ্রুক্তজ থাকে যা প্রায় কিছু মানুষের পরিপাকতন্ত্র ঠিকমতো হজম করতে পারে না। ফাইবারের পরিমাণ বেশি থাকে এজন্য অতিরিক্ত ভাবে গ্যাস তৈরি হতে পারে। কারণ অতিরিক্ত ফাইবার পেটের গ্যাস সৃষ্টি করে। কারণ আঙ্গুরে অতিরিক্ত ফাইবার পাওয়া যায়।

আঙ্গুরে থাকে সাইট্রিক এসিড, আপনি যদি খালি পেটে আঙ্গুর খেয়ে থাকেন তাহলে এই সাইট্রিক এসিড আপনার পেটে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। মূলত স্বাভাবিক পরিমাণে আঙ্গুর খেলে পেটে গ্যাসের সমস্যা হয় না। তবে আপনি যদি বেশি পরিমাণে আঙ্গুর খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গ্যাস সৃষ্টি হতে পারে। তাই নিয়মমাফিক আঙ্গুর খাওয়ার চেষ্টা করবেন।

আঙ্গুরের জাত কত প্রকার কি কি

আঙ্গুরের জাত কত প্রকার কি কি? আঙ্গুরের জাত বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো মূলত ফলের আকার এবং রং মুখের স্বাদ ব্যবহারের উপর ভিত্তি করে বিভক্ত করা যায়। সাধারণত যারা আঙ্গুর ভালোমতো চেনে এবং জানে তারা আঙ্গুর কে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করে থাকে। রং অনুযায়ী জাত অনুযায়ী এবং মুখের স্বাদ অনুযায়ী। জাতের নাম গুলো কি কিঃ

  • থমসন সিডলেস(সবুজ, বিজবিহীন)
  • ফ্লেম সিডলেস (লাল বিজবিহীন)
  • কনকর্ড (বীজযুক্ত,কালো)
  • মুস্কাডাইন (গারো রং বড় আকারের)
  • ব্লাক করিন্থ (ছোট আকারের কালো আঙ্গুর)

ব্যবহার অনুযায়ী জাত যেমন তাজা খাওয়ার জন্য সীডলেস ফ্লেম সিড লেস। বীজ যুক্ত বাবিজবিহীন জাত আঙ্গুর পাওয়া যায়। প্রায় রঙ অনুযায়ী আঙ্গুর কে ভাগ করা হয়। যেমন সবুজ রঙের আঙ্গুর থম্পসন সিডলেস এ জাতি মিষ্টি এবং রসালো টাইপের হয়ে থাকে। এছাড়াও রয়েছে কালু আঙ্গুর যেটা ব্ল্যাক করিন্থ অটো মন। এটা গাড়ো মুখের স্বাদ কিছুটা তিক্ত হয়।

সারা বিশ্ব জুড়ে প্রায় আঙ্গুরের ৬০টিরও বেশি জাত চাষ করা হয়। তবে স্থানীয় চাষ পদ্ধতির উপর ভিত্তি করে এর ভিন্নতা দেখানো হয়। তাই আঙ্গুরে জাত কালার অনুযায়ী বোঝা যায়। কিছু আঙ্গুরের স্বাদ ভিন্ন ধরনের হয়ে থাকে। এর ভিটামিন সেম সেম হয়ে থাকে।

আঙ্গুরের মধ্যে কি কি ভিটামিন পাওয়া যায়

আঙ্গুরের মধ্যে কি কি ভিটামিন পাওয়া যায়। আঙ্গুরের মধ্যে অনেক ধরনের ভিটামিন পুষ্টি উপাদান পাওয়া যায় যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং উপকারী। আঙ্গুলের প্রধানত নিম্নলিখিত ভিটামিন গুলো নিচে লিস্ট আকারে দেওয়া হল।

ভিটামিন সি এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ভিটামিন যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এবং আমাদের শরীরের যে টক রয়েছে। এই ত্বকের সুস্থতা নিশ্চিত করে থাকে। আমাদের ত্বককে রোগমুক্ত রাখে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা আমাদের ত্বক সুস্থ থাকে।

ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এমনকি আমাদের হাড়ের স্বাস্থ্যর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে ভিটামিন বি ৬ এটা স্নায়ুতন্ত্রের কার্যকরী ক্ষমতা উন্নত করে। এমনকি হরমোন উৎপাদনের সাহায্য করে থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন এ, ফোলেট, স্বল্প পরিমাণে ভিটামিন ই।

এছাড়াও আঙ্গুরের অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেমন আঙ্গুরের ভিটামিন ছাড়া রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে এমনকি হৃদপিণ্ড কে সুস্থ রাখে। তাই আমরা সবাই তাজা আঙ্গুর খাওয়ার চেষ্টা করব যাতে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে।

আঙ্গুরের মোট ১৫টি উপকার জেনে নিন

আঙ্গুরের মোট ১৫টি উপকার জেনে নিন। আঙ্গুর হল একটি পুষ্টিকর এবং সুস্বাদু ফল যেটা বিভিন্ন ভিটামিন এবং খনিজ লবণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। শরীরের জন্য বিশেষভাবে উপকার করে থাকে। আঙ্গুর প্রচুর পরিমাণে ফ্লাবনয়েট ও রেসভেরা ট্রল থাকে যেটা ফ্রি রেডিকেলের ক্ষতি প্রতিরোধ করে।

এছাড়াও আঙ্গুর রক্তের কোলেস্টের নিয়ন্ত্রণ করে। কিভাবে রক্তের কোলেস্টের নিয়ন্ত্রণ করে আঙ্গুরের রক্তনালিকের শিথিল করতে সাহায্য করে। যেটা হৃৎপিণ্ডকে রোগ থেকে মুক্ত করে। কোলেস্টল যদি হাই হয়ে যায় তাহলে কি হবে। আপনার শরীরে যদি কোলেস্ট্রল এর মাত্রা বেড়ে যায়। তাহলে আপনার হৃদপিন্ডের সমস্যা হতে পারে হার্ট এটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে।

খালি-পেটে-আঙ্গুর-খেলে-কি-হয়-আঙ্গুর-ফলের-উপকার
আপনি জানতে পারবেন আপনি যদি নিয়মিত আঙ্গুর খান। যেকোনো ধরনের আঙ্গুর বেশ কিছু ধরনের জাতের আঙ্গুর রয়েছে যেগুলো উপরের বর্ণিত তত্ত্বের আলোচনা করা হয়েছে। এ আঙ্গুলগুলো আপনি সপ্তাহে যদি সাত দিন না পারেন তাহলে তিন দিন খাওয়ার চেষ্টা করবেন। এগুলো খাওয়ার ফলে আপনি যে ১৫ টি উপকার পাবেন তা নিচে বিস্তারিত হবে দেওয়া হলোঃ

  • রক্তচাপ নিয়ন্ত্রণের সাহায্য করে
  • অ্যান্টিঅক্সিডেন্ট এর উৎস
  • হৃৎপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখে
  • ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
  • চোখের স্বাস্থ্যের জন্য উপকারী
  • ক্যান্সারের ঝুঁকি কমায়
  • শরীরের হাড় মজবুত করে
  • স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে
  • হজমের সহায়তা করে
  • রক্তশূন্যতা প্রতিরোধ করে
  • ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে
  • বিষাক্ত পদার্থ অপসারণ এর সাহায্য করে থাকে
  • ওজন নিয়ন্ত্রণের সহায়ক
  • মানসিক চাপ কমায়

গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়ার উপকারিতা কি

গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়ার উপকারিতা কি? একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রত্যেকটা ফল এই উপকারী। কিন্তু সব ফল সব ভাবে খেলে এর কিছু ইফেক্ট শরীরে পড়ে যেটা শরীরের জন্য বিষ হয়ে ওঠে। প্রত্যেকটা গর্ববতী মায়েদের জন্য গর্ব অবস্থায় পুষ্টির প্রয়োজন পড়ে। একজন সুস্থ মানুষের শরীরে যেমন পুষ্টি প্রয়োজন তেমনি একজন গর্ভবতী মায়ের ও একই পুষ্টি প্রয়োজন।

বরঞ্চ এ একজন সুস্থ মানুষের থেকে একজন গর্ভবতী মায়ের পুষ্টি বেশি প্রয়োজন। নানান ক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের পুষ্টি প্রয়োজন পড়ে। তার পিঠের বাচ্চাকে গ্রহ করতে সাহায্য করবে। তাই সব ধরনের ফল খাওয়া উচিত ঠিক তেমনি আঙ্গুর ফল গর্ভবতী মায়েদের জন্য কতটুকু উপকার করে। আঙ্গুরে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি পটাশিয়াম ম্যাগনেসিয়াম।

এগুলো শিশুর সার্বিক বিকাশে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট একজন মা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং সাধারণত ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করে। এছাড়াও আরো যে উপকারগুলো পাওয়া যায় গর্ভাবস্থায় আঙ্গুর খেলেঃ

  • হজম শক্তি উন্নত করে
  • বাচ্চার স্নায়ুতন্ত্রের বিকাশের সহায়ক
  • শরীর আদ্র রাখে
  • হাড়ের স্বাস্থ্য ভালো রাখে
  • ক্লান্তি দূর করে
  • রক্তচাপ নিয়ন্ত্রণ করে
  • ত্বকের স্বাস্থ্য বজায় রাখে

তবে কিছু সতর্কতা রয়েছে আপনি যদি আঙ্গুরটি খান তাহলে আঙ্গুরটিকে প্রথমে ভালোভাবে ধৌত করে নিবেন পানি দিয়ে। খুব বেশি পরিমাণে আঙ্গুর খাওয়া যাবেনা খেলে ডায়রিয়া বা শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। পরিমিতভাবে আঙ্গুর খাবেন। পরিমিতভাবে আঙ্গুর খাওয়া একজন গর্ভবতী মায়ের ও শিশু সাথে জন্য প্রচুর উপকার বয়ে আনবে।

খালি পেটে আঙ্গুর খেলে কি হয় লেখক এর শেষ কথা

খালি পেটে আঙ্গুর খেলে কি হয় লেখক এর শেষ কথাঃ আঙুর ফলে রয়েছে অনেক ধরনের ভিটামিন পুষ্টি উপাদান। যেগুলো প্রত্যেক মানুষের শরীরে প্রয়োজন। বিশেষ করে গর্ব অবস্থায় একজন গর্ভবতী মায়েদের জন্য আঙ্গুর ফল অনেক উপকার। তাই সাজেস্ট করব সবাইকে পরিমাণ মতো আঙ্গুর খাওয়ার।

এই আর্টিকেলটিতে আঙ্গুর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url