বিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা কোন দলের প্রস্তুতি কেমন

বিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা কোন দলের প্রস্তুতি কেমন। আমরা বাঙালিরা সবাই ক্রিকেট ভক্ত ক্রিকেটপ্রেমী, ক্রিকেট খেলাটা আমাদের আবেগ আমরা সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে ক্রিকেট খেলা দেখি।

বিপিএল-২০২৫-খেলোয়াড়-তালিকাআমাদের বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল নামে একটি লিক হয় দেশি-বিদেশি নিয়ে এ খেলাটি হয়। এই খেলাটি সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই আর্টিকেলে।

পোস্ট সূচিপত্রঃবিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা

বিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা এ সম্পর্কে বিস্তারিত

বিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা এ সম্পর্কে বিস্তারিত। আমরা বাঙালিরা সবাই ক্রিকেট ভক্ত আমাদের আবেগের জায়গা হল ক্রিকেট। ক্রিকেট খেলাটা আমরা সবাই বলে থাকি একটি ভদ্র খেলা। তে সাধারণত মারামারি নাই। তাই আমরা সবাই এই খেলাটাকে খুব পছন্দ করে থাকি। বিশেষ করে অনেক জায়গায় দেখেছি অনেক বৃদ্ধ বয়স্ক এবং ইয়াং ছেলে একসঙ্গে খেলা দেখে।

ইন্টারন্যাশনাল জগতে যেরকম এক দেশের সঙ্গে আরব দেশে খেলা হয় সেরকম প্রতিটা দেশে একটা করে ক্রিকেট লিগ হয়। এই লীগে সাধারণত বেশি-বিদেশি উভয়ে একসঙ্গে মিশ্রণ হয়ে খেলে। এখানে বিভিন্ন দেশের প্লেয়ার ড্রাফটে উঠায় নিলামে কিনে নেয় এমনকি নিজের দেশের প্লেয়ারও কিনে নেয়। কোন দেশের ৬ টা টিম হয় আবার কোন দেশে সাতটা আটটা দশটা।

আমরা সাধারণত বিভিন্ন দেশের ক্রিকেট লিগ দেখে থাকি। সবচাইতে আকর্ষণ মূলক ক্রিকেট লিগ দেখি হল ইন্ডিয়া আইপিএল। এটাকে বলা হয় মেগা আসর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের প্লেয়ার এসে খেলে। এমনকি সবার স্বপ্ন থাকে যে আইপিএল এর মত লেগে তারা খেলবে। আমরা জেনে নেব আকর্ষণ মূলক গুলোর নাম কি? বিভিন্ন দেশের ক্রিকেট লীগের নাম।

  • ইন্ডিয়া-আইপিএল
  • অস্ট্রেলিয়া-বিগ ব্যাশ লিগ
  • ইংল্যান্ড-টি ২০ ব্লাস্ট
  • পাকিস্তান-পাকিস্তান সুপার লিগ
  • ওয়েস্ট ইন্ডিজ-ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ
  • দক্ষিণ আফ্রিকা-এস এ 20
  • শ্রীলঙ্কা-লঙ্কা প্রিমিয়ার লিগ
  • নিউজিল্যান্ড-supersস্নাস
  • আফগানিস্তান-ক্রিকেট লিগ সাফা গিজা

এরকম আরো কয়েকটি রেস্ট হয়েছে যেগুলোতে ক্রিকেটলিগ হয়ে থাকে। সে রকম বাংলাদেশে ক্রিকেট লিগ হয়ে থাকে সেটার নাম হলো বিপিএল (BPL) বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই খেলাটি আমরা বাংলাদেশের প্রায় সবাই দেখে থাকি। এই খেলাটি দেখার জন্য সবাই চাতক পাখির মতো সময় গুনে থাকি। সেরকম অন্যান্য দেশের ক্রিকেট ভক্তরাও এই খেলাটি দেখে থাকে।

তাই অনেকে এই খেলাটি দেখার জন্য গুগলে সার্চ করে থাকে। এর সময়সূচী দেখার জন্য আবার কেউ বিভিন্ন দলের প্লেয়ারের ক্যাটাগরি দেখার জন্য। নিচে বর্ণিত আর্টিকেলে কোন কোন দলে কোন কোন প্লেয়ার রয়েছে এর নাম সম্পর্কে জানতে পারবেন। এমনকি এর ক্যাপ্টেন কে এ সম্পর্কে জানতে পারবে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।

বিপিএলের মোট টিম কয়টা, দল মালিক গুলোর নাম কি

বিপিএলের মোট টিম কয়টা দল মালিক গুলোর নাম কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ যাকে সংক্ষেপে বলা হয় বিপিএল। বা এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলা বিভিন্ন দেশের প্লেয়ার কে কিনে নিয়ে সেগুলোকে আবার দলের মধ্যে ভাগ করে নিয়ে খেলে। বিপিএল দলের মোট টিম হল প্রায় সাতটা।

এর আগে যে বিপিএল এর দলগুলো ছিল তার নামগুলো নিচে উল্লেখ করা থাকবে। গত বছর বিপিএলের মোট টিম ছিল সাতটা কিন্তু একটা টিম এবার বিপিএলের ড্রাপটে দল নিলামে অংশগ্রহণ না করায় নতুন একটি দল অংশগ্রহণ করেছে সেটা নাম হলো রাজশাহী, যেটাকে বিপিএলের নাম দেওয়া হয়েছে দুর্বার রাজশাহী। বিপিএল এর মোট টিম সাতটা এখন জানবো টিমগুলোর নাম কি কি।

  • খুলনা টাইগার্স
  • সিলেট স্ট্রাইকার
  • চিটাগাং কিংস
  • ঢাকা ক্যাপিটাল
  • ফরচুন বরিশাল
  • দুর্বার রাজশাহী
  • রংপুর রাইডার্স
মূলত এইবারের ২০২৫ বিপিএলে যে টিমগুলো অংশগ্রহণ করেছে সে টিমগুলোর নাম দেওয়া হলো। এর আগের টিম ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বর্তমানে কোন সমস্যা থাকার জন্য হয়তো সেই টিমটি অংশগ্রহণ করেনি এর পরিবর্তে অংশগ্রহণ করেছে দুর্বার রাজশাহী। আমরা এখন জানব এই সাত টিমের টিম মালিকের নাম কি 

  • খুলনা টাইগার্স-ইকবাল আল মাহমুদ
  • সিলেট স্ট্রাইকার-সারোয়ার চৌধুরী
  • চিটাগাং কিংস- ছামির কাদের চৌধুরী
  • ঢাকা ক্যাপিটাল-নায়ক শাকিব খান
  • ফরচুন বরিশাল-মিজানুর রহমান
  • দুর্বার রাজশাহী-ফাউজিয়া আফরিন
  • রংপুর রাইডার্স-আহমেদ আকবর সুবহান

২০২৫ বিপিএল-বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলের মালিকানায় থাকা দলমালিগের নাম দেওয়া হয়েছে। এখানে মূলত আকর্ষণ হিসেবে থাকছে নায়ক শাকিব খান। তিনি এবার প্রথমবারের মতো বিপিএলে দল কিনেছেন। তিনি দল খেলেছেন তার মেকআপ আর্টিস্ট রিমার্ক-হারলেন থেকে। ২০২৪ এর আগের বিপিএল এর থেকে ২০২৫ এর বিপিএল একটু ব্যতিক্রম হতে যাচ্ছে।

২০২৫দুর্বার রাজশাহী এর দলের প্লেয়ার এবং ক্যাপ্টেন এর নাম

২০২৫দুর্বার রাজশাহী এর দলের প্লেয়ার এবং ক্যাপ্টেন এর নাম। ২০২২ সালে দুর্বার রাজশাহী বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চ্যাম্পিয়ন হন। তারপরে আসন্ন বিপিএলে আর দল কিনে নি দুর্বার রাজশাহী। বর্তমানে ২০২৫ সালে চলতি প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করেন দুর্বার রাজশাহী।
বিপিএল-২০২৫-খেলোয়াড়-তালিকা
দুর্বার রাজশাহীর প্লেয়ারের যে প্লেয়ার গুলোর নাম রয়েছে। আনুষ্ঠানিকতার মাঝখান দিয়েই শেষ হয়েছে 2025 সালের প্লেয়ার ড্রাফট। যেখানে নতুন টিম ওনার নায়ক কিং খান যাকে আমরা এক নামে চিনি তার নাম হলো শাকিব খান তার নাম নিয়ে বইছে অনেক সমালোচনা। এর মধ্যে দিয়েই নতুন টিম হিসেবে জয়েন হয়েছেন আবারো দুর্বার রাজশাহী।

দুর্বার রাজশাহীর প্লেয়ার এর নামঃ
  • দেশি প্লেয়ারঃ
  • তাসকিন আহমেদ
  • এনামুল হক বিজয়(ক্যাপ্টেন)
  • জিসান আলম
  • ইয়াসির আলী
  • সাব্বির হোসেন
  • সানজামুল ইসলাম
  • এসএম মেয়েরাব হোসেন
  • আকবর আলী
  • হাসান মুরাদ
  • শফিউল ইসলাম
  • মোহর শেখ
বিদেশি প্লেয়ারঃ
  • সাদ নাসিম
  • লাহিরু সামারাকুন 
মূলত রাজশাহীর টিমের বিদেশি প্লেয়ার মূলত কম। তারা বেশ কয়েকটি প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করেছে আশা করা যায় তাদের দলের প্লেয়ার খেলা চলাকালীন সময়ে অংশগ্রহণ করবে। এটা জানিয়েছে রাজশাহীর দল মালিক। তিনি আরো জানিয়েছেন এছাড়াও তার দলে চমক থাকবে বিদেশি প্লেয়ারের।

খুলনা টাইগার্স ২০২৫ বিপিএলের প্লেয়ার লিস্ট

খুলনা টাইগার্স ২০২৫ বিপিএলের প্লেয়ার লিস্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ খুলনা টাইগার দলের প্লেয়ারের অসাধারণ চমক রয়েছে। বিশেষ করে বিদেশি প্লেয়ারের চমক বেশি বেশি রয়েছে। গত আসরে টানা তিন ম্যাচ পরপর জিতেও আসা জাগালেও। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য খুলনার হয়নি। তাই এবারের বিপিএলের দলে রেখেছে অসাধারণ চমক।

এই ২০২৫ আসরে খুলনা টাইগার্সের যে দলটি তৈরি করেছেন সেখানে বেশিরভাগ প্লেয়ারই তরুণ। খুলনা টাইগার্সের দল মালিক বলেছেন এইবার ২০২৫ সালে বিপিএলের চ্যাম্পিয়ন তরুণদের নিয়েই চ্যাম্পিয়ন হবে। তাই আমরা দেখব ২০২৫ সালের বিপিএলের খুলনা টাইগার্সের দলের কি কি চমক থাকছে। খুলনা টাইগার্সের দলের প্লেয়ারের নাম গুলো হলোঃ 

দেশি প্লেয়ারঃ
  • আফিফ হোসেন ধ্রুব
  • মেহেদী হাসান মিরাজ
  • নাসুম আহমেদ
  • হাসান মাহমুদ
  • মোঃ নাঈম
  • ইমরুল কায়েস
  • মহিদুল ইসলাম
  • আবু হায়দার
  • জিয়াউর রহমান
  • মাহফুজুর রহমান
  • মাহমুদুল হাসান
বিদেশি প্লেয়ারঃ
  • মোহাম্মদ হাসনাইন
  • লুইস গ্রেগ্ররি 
আসন্ন বিপিএল ২০২৫ এর প্লেয়ার ড্রাফ্টে খুলনা টাইগার্সের প্লেয়ার গুলো সম্পূর্ণটাই তরুণ ধরলেও চলে। তবে এদেরও প্লান হল তারা খেলা চলাকালীন সময়ে বিদেশি প্লেয়ার অংশগ্রহণ করাবে বলে জানিয়েছেন খুলনা টাইগার্সের দল মালিক। 

ফরচুন বরিশাল ২০২৫ বিপিএলের প্লেয়ার লিস্ট

ফরচুন বরিশাল ২০২৫ বিপিএলের প্লেয়ার লিস্ট। আসন্ন ২০২৫ বিপিএলে ফর্চুন বরিশালের টিমে থাকতেছে বিদেশি প্লেয়ারের চমক। ২০২৪ সালের বিপিএলে সমালোচিত দলটিতে থাকা তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এর নেতৃত্বে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল।
তাদের দলে মূল বলার ছিল সাইফুদ্দিন যে বলার জন্য তাদের চ্যাম্পিয়ন হওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছিল। সে দলের নেতৃত্বে ছিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল। তিনার অসাধারণ ক্যাপ্টেন্সির কারণে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হন। এমনকি তাদের টিমের আরো বেশ কয়েকটি প্লেয়ার ছিল যেমন সৌম্য সরকার মেহেদী হাসান মিরাজ।

বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল ২০২৪ বিপিএলে সেরা রান সংগ্রাহক হন। এমনকি বিদেশি প্লেয়ার ছিল কায়েল মায়ার্স ক্যারিবিয়ান এই তারকা তার অসাধারণ ব্যাটিংয়ের এবং বোলিংয়ের তাণ্ডবে মাতিয়ে রেখেছিলেন পুরো গ্যালারি। এমন আকর্ষণ হিসেবে ছিল ডেভিড মিলার কুখ্যাত কিলার মিলার ছিল তাদের আসার প্রতীক।

২০২৪ সালের চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল আবারো ২০২৫ সালের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করেন। প্রথমে মাহমুদুল্লাহ রিয়াদকে ছেড়ে দেওয়ার পরেও আবার ফিরিয়ে আনেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। জানা গেছে সবচাইতে শক্তিশালী দল হিসেবে তৈরি করেছে ফরচুন বরিশাল। আসুন দেখে নেই ফরচুন বরিশালের প্লেয়ার লিস্টে কে কে রয়েছে।

দেশি প্লেয়ারঃ
  • তামিম ইকবাল(ক্যাপ্টেন)
  • মাহমুদুল্লাহ রিয়াদ
  • নাজমুল হোসেন শান্ত\
  • মুশফিকুর রহিম
  • তাওহীদ হৃদয়
  • ইবাদত হোসেন
  • তানভীর ইসলাম
  • রিপন মন্ডল
  • নাঈম হাসান
  • রিশাদ হোসেন
  • তাইজুল ইসলাম
  • শহিদুল ইসলাম
বিদেশি প্লেয়ারঃ
  • কায়েল মায়ার্স
  • জেমস ফুলার
  • ডেভিড মালান
  • ফাহিম আশরাফ
  • মোঃ নাবি
  • পাতুম নিসাঙ্কা 
  • নান্দ্রে বার্গার
এই হচ্ছে ফরচুন বরিশাল যে টিমটাকে আমরা হার্ট টিম বলে থাকি। সে টিমের প্লেয়ারের লিস্ট মূলত এখানে আরো একটি চমক থাকবে সেটি হল। সাউথ আফ্রিকান প্লেয়ার ডেবিট মিলার এ কিলার মিলার তিনি খেলবেন সেমিফাইনাল ম্যাচ থেকে। যদি ফরচুন বরিশাল সেমিফাইনাল ম্যাচ অব্দি খেলতে পারে।

চিটাগাং কিংস ২০২৫ বিপিএলের প্লেয়ার লিস্ট

চিটাগাং কিংস ২০২৫ বিপিএলের প্লেয়ার লিস্ট।বিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা অনুযায়ী চিটাগাং কিংসের প্লেয়ার। ২০২৫ সালের আসন্ন বিপিএলে ১১তম আসরে ৩০ শে ডিসেম্বর থেকে মাঠে করাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এ বিপিএলে চট্টগ্রাম কিংস এর প্লেয়ার হিসেবে বহুরূপী হার্ট হিটার ব্যাটিং হিসেবে থাকবে বেশ কয়েকটি প্লেয়ার।
এখানে শুধু বাংলাদেশী নয় বিদেশি প্লেয়ার হিসেবে চমক থাকবে। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসান মূলত ২০২৪ বিপিএলে রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল মাতিয়েছেন। সাকিব আল হাসান বর্তমানে একটু রাজনৈতিক কারণে বাংলাদেশের বাইরে রয়েছেন। আশা করা যায় শাকিব আল হাসান এই বিপিএলে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন।

চিটাগাং কিংসের প্লেয়ারের তালিকাঃ
দেশি প্লেয়ারঃ
  • মোহাম্মদ মিঠুন
  • সাকিব আল হাসান(ক্যাপ্টেন)
  • শামীম হোসেন
  • পারভেজ হোসেন
  • খালেদা আহমেদ
  • আলিস আল ইসলাম
  • নাঈম ইসলাম
  • মারুফ মৃধা
  • রাহাতুল ফেরদৌস
  • শেখ পারভেজ
  • মার্শাল আইয়ুব
  • শরিফুল ইসলাম
বিদেশি প্লেয়ারঃ
  • মঈন আলি
  • এঞ্জেলো মেথোস
  • থমাস ও কনেল
  • গ্রাম ক্লার্ক
  • হায়দার আলী
  • ওসমান খান
  • মোহাম্মদ ওয়াসিম জুনিয়র
  • বিনুরা ফার্নান্দ

ঢাকা ক্যাপিটালস ২০২৫ বিপিএল প্লেয়ার লিস্ট

ঢাকা ক্যাপিটালস ২০২৫ বিপিএল প্লেয়ার লিস্ট। তারা মেলা এই ঢাকা ক্যাপিটালছে, ঢাকা ক্যাপিটালস এর মালিক চলচ্চিত্র জগতের নায়ক কিং খান শাকিব খান। ২০২৫ সালে এসে এ বিপিএলে সবার মন কেড়ে নিয়েছে এ কিংবদন্তি শাকিব খান। তিনি বলেছেন ২০২৫ সালের বিপিএল হতে যাচ্ছে অন্যান্য বিপিএলের থেকে আলাদা খুব জাকজমক।

ঢালিউড সুপারস্টার শাকিব খান এই দলের মালিক। বিভিন্ন আবির্ভাবেই বুঝিয়ে দিয়েছে তার দল কেমন। তিনি নিজে প্লেয়ার রাখতে এসে দল সাজিয়েছেন। তিনি বলেছেন এইবার বিপিএলের , মেঘা আসর বসাবে।, নানান সমালোচিত এই কিংবদন্তি তালির সুপারস্টার শাকিব খানের দল। বিভিন্ন বিদেশী আর তরুণদের নিয়ে সাজিয়েছে এই দল।

এই দলে থাকছে ভয়ংকর ভয়ংকর ব্যাটসম্যান। ব্যাটে বলে তাণ্ডব দেখিয়ে ছাড়ে, বিশেষ করে বিদেশি যে প্লেয়ার গুলো রয়েছে সেগুলো রীতিমত বলার দের কাঁদিয়ে ছাড়ে। আসুন আসন্ন বিপিএলের ঢাকা ক্যাপিটালসের চমকপূর্ণ দল এর প্লেয়ারের লিস্টঃ

দেশি প্লেয়ারঃ
  • লিটন দাস(ক্যাপ্টেন)
  • মুস্তাফিজুর রহমান
  • তানজিদ হাসান তামিম
  • হাবিবুর রহমান
  • মুকিদুল ইসলাম
  • আবু জায়েদ
  • সাব্বির রহমান
  • মুন্নিম শাহরিয়ার
  • আসিফ হাসান
  • শাহাদাত হোসেন
  • মুশফিক হাসান
বিদেশি প্লেয়ারঃ
  • থিসারা পেরেরা
  • জনসন চার্লস
  • আমির হামজা
  • সায়েম আয়ো
  • স্টিফেন এসকেনাজি
  • মীর হামজা 
সব মিলিয়ে এবার ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান তার ফ্যাশন রিমার্ক হারলেন এর পক্ষ থেকে অসাধারণ দল গুছিয়েছে। তিনি ইয়াং ব্যাটার হিসেবে ওপেনিং এ রেখেছেন তানজিদ হাসান তামিম। এমনকি অভিজ্ঞ ব্যাটা লিটন দাস। বোলিং হিসেবে রেখেছেন মোস্তাফিজুর রহমান, ফিরে এসেছেন সাব্বির রহমান তাই ধরে নেওয়া যায় এবারের বিপিএল এর হার্ট পজিশনে দল হল ঢাকা ক্যাপিটালস।

সিলেট স্ট্রাইকার্স ২০২৫ বিপিএল প্লেয়ার লিস্ট

সিলেট স্ট্রাইকার্স ২০২৫ বিপিএল প্লেয়ার লিস্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ২০২৪ এ ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করেছিলেন মাশরাফি মর্তুজা। কয়েকটা ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন তারপরে তিনি তার হাঁটুর ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। সব মিলিয়ে তারা ২০২৪ বিপিএলে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারিনি।
বিপিএল-২০২৫-খেলোয়াড়-তালিকা
কিন্তু এবার 2025 bpl তাদের দল মালিক বলেছেন এবারের বিপিএল এর খেলাটা হবে উন্নত। এজন্য তারা  প্লেয়ার ড্র্যাপ্টে খুব সুন্দর মতো প্লেয়ার সাজিয়েছেন। তাদের দল গোছানো দেখে অনেক টিম অবাক হয়েছে। বিশেষ করে দেশী-বিদেশি মিলে সুন্দর স্কট তৈরি করেছেন। রয়েছে বিদেশী তারকাদের মেলা। সব মিলিয়ে আমরা দেখে নেব সিলেট এর টিম কেমন।

সিলেট স্টাইকার্স প্লেয়ার লিস্টঃ দেশি প্লেয়ার
  • রনি তালুকদার
  • মাশরাফি বিন মুর্তজা(ক্যাপ্টেন)
  • আল আমিন হোসেন
  • তানজিম হাসান সাকিব
  • জাকির হাসান
  • আরাফাত সানি
  • রুয়েল মিয়া
  • আরিফুল হক
  • নিহাদুজ্জামান
  • নাহিদুল ইসলাম
বিদেশি প্লেয়ারঃ 
  • রাকিম কর্নওয়াল
  • সামিউল্লাহ সেন ওয়ারি
  • রিস টপলি 
  • জর্জ মুন্সি
  • পল র্স্টাইলিং
সব মিলিয়ে সিলেট স্ট্রাইকারদের প্লেয়ারের ড্রাফট অসাধারণ। নিত্যনতুন প্লেয়ার এমনকি বিদেশী তারকাদের বেরিয়েছে তাদের টিমে। বিশেষ করে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মোর্তজা তিনি যদি না খেলেন তার পরিবর্তে অন্যজন ক্যাপ্টেন হতে পারে।

রংপুর রাইডার্স ২০২৫ বিপিএল প্লেয়ার লিস্ট

রংপুর রাইডার্স ২০২৫ বিপিএল প্লেয়ার লিস্ট। ২০২৪ বিপিএলে রংপুর রাইডার্স এর হয়ে মাঠ মাতিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের নয়নের মনি শাকিব আল হাসান। বর্তমানে তিনি বাইর দেশে অবস্থান করছেন। ২০২৫ বিপিএলে রংপুর রাইডার্স তাকে ধরে রাখতে পারেন নি। শাকিব আল হাসান চট্টগ্রাম কিংস।

সাকিব আল হাসান খেলাকালীন সময়ে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেননি। ক্যাপ্টেন এসেছিল নুরুল হাসান সোহান। সার্বিক দায়িত্বে ছিলেন সাকিব আল হাসান খেলা পরিচালনায় কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু এবার রংপুর রাইডার্স এর হয়ে খেলবেন না সাকিব আল হাসান তিনি খেলবেন চট্টগ্রাম কিংসের হয়ে।

রংপুর রাইডার্স এর প্লেয়ার লিস্টঃ দেশি প্লেয়ার
  • নুরুল হাসান সোহান(ক্যাপ্টেন)
  • শেখ মেহেদী হাসান
  • মোঃ সাইফুদ্দিন
  • নাহিদ রানা
  • সাইফ হাসান
  • সৌম্য সরকার
  • রাকিবুল হাসান
  • রেজাউর রহমান
  • ইরফান শুকুর
  • কামরুল ইসলাম
  • তৌফিক খান
বিদেশি প্লেয়ারঃ
  • এলেক্স হেলস 
  • ইফতেখার আহমেদ
  • খুশদিল শাহ
  • আকিব জাবেদ
  • কার্টিস ক্যাম্পার
২০২৪ বিপিএল এর সেমি ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন রংপুর রাইডার্স। দুর্ভাগ্যবশত ফরচুন বরিশালের সঙ্গে হেরে যান। সবমিলিয়ে 2025 সালের বিপিএলে বেশ পাকাপোক্ত একটি দল তৈরি করেছেন রংপুর রাইডার্স। আশা করি এবার রংপুর রাইডার্স ভালো কিছু করবে বলে জানিয়েছে রংপুর রাইডার্সের কোজ।

বিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা নিয়ে আমাদের শেষ কথা

বিপিএল ২০২৫ খেলোয়াড় তালিকা নিয়ে আমাদের শেষ কথা। ২০২৪ বিপিএল এর থেকেও এবার ২০২৫ বিপিএলের আসর খুব জাঁকজমাক হতে যাচ্ছে। বিশেষ করে বিদেশী প্লেয়ারের মেলা রয়েছে এবার বিপিএলে। সবচাইতে আকর্ষণ হল বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিং খান শাকিব খান।

সুপারস্টার শাকিব খান এবার বিপিএলের দল নিয়েছেন। তিনি বলেছেন এবারের বিপিএল হবে অন্যতম। তাই এ বি পি এল খেলাটি দেখতে সবাইকে অনুরোধ করেছেন। আপনি যদি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।

comment url