ঘরে বসে ইনকাম করার উপায়-সেরা ৫ টি সাইট
ঘরে বসে ইনকাম করার উপায় সেরা ৫ টি সাইট। অনেকেই চাই ঘরে বসে কিংবা অনলাইনে টাকা ইনকাম করতে। কিন্তু সঠিক মাধ্যম কিংবা সঠিক সাইট খুঁজে পায় না এর জন্য অনেকে হতাশায় ভোগে।
পোস্ট সূচিপত্রঃঘরে বসে ইনকাম করার উপায় সেরা ৫ টি সাইট
- ঘরে বসে ইনকাম করার সেরা উপায়
- অনলাইনে ইনকাম করার উপায়
- Gmail সেল করে ইনকাম করার উপায়
- ফেসবুক আইডি সেল করে ইনকাম
- ফরসেগ মার্কেটিং করে ইনকাম
- মেয়েদের ঘরে বসে ইনকাম করার উপায়
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে ইনকাম করুন ঘরে বসে
- মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায়
- SEOশিখে ইনকাম করুন ঘরে বসে
- ঘরে বসে ইনকাম করার উপায় এ নিয়ে আমাদের শেষ কথা
ঘরে বসে ইনকাম করার সেরা উপায়
ঘরে বসে ইনকাম করার সেরা উপায়। যারা ভাবছেন ঘরে বসে ইনকাম করবেন। তারা এ আর্টিকেলটি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন। কারণ এই আর্টিকেলে ঘরে বসে ইনকাম করার সেরা উপায় সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। ঘরে বসে শুধু হাতের কাজ না অনলাইন ইনকাম করা যায়।
কিভাবে আপনি ঘরে বসে অনলাইন ইনকাম করবেন। কিংবা আপনার হাতে যে কোন কাজকে আপনি
অনলাইনে শিফট করবেন। সে বিষয় নিয়ে এই আর্টিকেলে পুরো বিস্তারিত ধারণা থাকবে।
ঘরে বসে ইনকাম করার উপায়। সেরা উপায় হল আপনি ঘরে বসে মেয়েদের ক্ষেত্রে সেলাই
মেশিন ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন।
কিভাবে সেলাই মেশিন ব্যবহার করে ইনকাম করবেন তা নিচে বিস্তারিতভাবে দেওয়া
হয়েছে। এছাড়াও আপনি অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যে
কাজগুলো করে আপনি ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঘরে বসে ইনকাম করার সেরা
পাঁচটি সাইট সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
অনলাইনে ইনকাম করার উপায়
অনলাইনে ইনকাম করার উপায়। আপনিও চাইলে অনলাইনে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে
আপনার কিছু কিছু জিনিস প্রয়োজন পড়বে, প্রথমত যে জিনিসটি প্রয়োজন পড়বে তা হল
একটি ভালো স্মার্টফোন। আরে আর্টিকেলের অংশে এখন আপনি উপায় সম্পর্কে জানতে
পারবেন। বিস্তারিত নিচের অংশ দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে পড়ে নিবেন।
অনলাইনে ইনকাম করার অনেকগুলো উপায় রয়েছে। অনেকে হয়তো জানে না। আপনি চাইলে
অনলাইনে ফরসেগ মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। এই সাইড সম্পর্কে নিচে ভালোভাবে
বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে সেগুলো দেখে নিবেন।
এছাড়াও আরো সাইড রয়েছে যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে আপনি ইনকাম করতে
পারবেন। জিমেইল সেল করা এ কাজটা হলেও খুব বিকৃতিক্যালি আপনি চাইলে এই কাজটা
করতে পারেন। সেরা সাইট বলবো আমি এটাকে। এটার কাজ কিভাবে হয় আপনি কিভাবে করবেন
তার নিচে দেওয়া হয়েছে এ ছাড়া আরও ইনকামের সাইড রয়েছে। এগুলো জানতে
বিস্তারিত পড়ুন।
Gmail সেল করে ইনকাম করার উপায়
Gmail সেল করে ইনকাম করার উপায়। এই সাইটটি সম্পর্কে জেনে হয়তো অবাক হচ্ছেন
জিমেইল সেন্ড করে আবার কিভাবে ইনকাম করে। আপনি চাইলে gmail ক্রিয়েট করে অন্যদের
মাঝে সেল করে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে আপনি জিমেইলস সেল
করবেন প্রথমে এটা জানি। প্রথমে আপনাকে জিমেইল তৈরি করা শিখতে হবে।
আপনি প্রথমে জিমেইল গুলো তৈরি করবেন। তারপর আপনি চাইলে এ জিমেইলগুলো আপনার যদি
বাইরের সঙ্গে ভালো কমিউনিকেশন থাকে কিংবা যোগাযোগ থাকে। তাহলে আপনি চাইলে এ
জিমেইলগুলো তাদেরকে শেয়ার করতে পারবেন। এটা সেল করে কিভাবে আপনাকে অবশ্যই জিমেল
গুলো তৈরি করার সময় পাসওয়ার্ড এবং ইউজার নেম মনে রাখতে হবে।
ফেসবুক আইডি সেল করে ইনকাম
ফেসবুক আইডি সেল করে ইনকাম। ফেসবুক সম্পর্কে আপনার বিস্তারিত ধারনা রয়েছে যদি
আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন। বর্তমানে ২০২৪ সালে এসে আপনি যদি ফেসবুক সম্পর্কে
না জানেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি যদি মনে করেন আপনি ফেসবুক
আইডি সেল করে ইনকাম করবেন তাহলে সেটিও সম্ভব।
কিভাবে আপনি ফেসবুক আইডি সেল করে ভালো পরিমানের টাকা ইনকাম করবেন। এজন্য আপনাকে
সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। তারপর আপনাকে প্রথমে যে
কাজটি করতে হবে একজন বায়ার কালেক্ট করা লাগবে। তারপরে আপনাকে এই ফেসবুক সম্পর্কে
নিয়ে এ বায়ার সঙ্গে আলোচনা করতে হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ফেসবুকে একাউন্টগুলো তৈরি করে তাকে সেল দেওয়ার মাধ্যমে
টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে কিভাবে আপনি ফেসবুক তৈরি
করবেন। যেহেতু আনলিমিটেড ফেসবুক তৈরি করা লাগবে আপনাকে। এজন্য আপনাকে আমি কয়েকটি
অ্যাপস এর নাম বলবো সেই অ্যাপসগুলো আপনার লাগবে।
ফেসবুক আইডি তৈরি করতে যে অ্যাপসগুলো লাগবে তা হল: VIA, Gogol sheets. যে অ্যাপস
দুটোর নাম বললাম এই অ্যাপস গুলো লাগবে। আরো কিছু জানতে হলে এগুলো সম্পর্কে
ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। মূলত এই অ্যাপ দিয়ে আপনি আনলিমিটেড ফেসবুক
আইডি তৈরি করতে পারবেন। অনেকেই রয়েছে যারা এগুলো কিনে নেয়।
আপনি যদি তাদের মাধ্যমে এগুলো ফেসবুক আইডি সেল দিতে পারেন তাহলে আপনার পক্ষে
আরো ভালো হবে। এগুলোর দাম মূলত দশ টাকা করে একটা আইডি ১০ টাকা। অবশ্যই এগুলো তৈরি
করে গুগল সিটে নোট করে রাখতে হবে। দিনে যদি আপনি ১০০ টা তৈরি করতে পারেন তাহলে
১০০০ টাকা। আপনি চাইলে এই কাজটা করতে পারেন এটি একটি ইনকাম করার ভালো
সাইট।
ফরসেগ মার্কেটিং করে ইনকাম
ফরসেগ মার্কেটিং করে ইনকাম। ঘরে বসে ইনকাম করার উপায় যদি আপনি জানতে চান তাহলে
এটি একটি সেরা উপায়। এই কাজটি আপনি করে মাসে ১ লাখ টাকারও বেশি ইনকাম করতে
পারবেন। কিভাবে প্রথমেই বলেনি আপনার নেটওয়ার্ক স্কিল থাকা লাগবে। আপনার
নেটওয়ার্ক যত বেশি তত আপনার ইনকাম। ফরসেক মার্কেটিং কি?
এটি হলো বিশ্বের প্রথম ডিসন্ডালিস্ট ইনকাম এর একটি ওয়েবসাইট। যার মাধ্যমে
আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আপনি খুব সহজেই আপনার মত করে
ইনকাম করতে পারবেন। এ কাজটি আপনি আপনার হাতে থাকায় স্মার্টফোনটি দিয়েও করতে
পারবেন। এটি ইনকাম সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ২০ হাজার থেকে শুরু করে ২০
লক্ষ টাকার মতো ইনকাম করা যায়।
এটি কাজ করে কিভাবে মূলত এটি হলো নেটওয়ার্কিং। আপনাকে এ সম্পর্কে ধারণা রাখতে
হবে আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে। তারপর আপনাকে সল্ট করতে হবে দেন আপনার ইনকাম
হবে। একটা কথা মনে রাখবেন আপনি যত রেফার করতে পারবেন এটাতে ইনকাম ততো বেশি। আপনি
আপনার রেফার দিয়ে যদি অন্যজনকে খুলে দেন আরেকটি আইডি আপনি পাবেন পাঁচ ডলার।
মূলত এটার ইনকাম সাইট অনেক বেশি। তাই আপনি যদি মনে করে থাকেন
এই ফরসেগ গেট ডট আয়ওতে কাজ করে আপনি ইনকাম করবেন। তাহলে আপনি এ
সম্পর্কে ইউটিউবে ভালো মতো রিসার্চ করবেন। সেখানেই আপনি সম্পূর্ণ বিস্তারিত ধারণা
পেয়ে যাবেন কিভাবে কি করবেন।
মেয়েদের ঘরে বসে ইনকাম করার উপায়
মেয়েদের ঘরে বসে ইনকাম করার উপায়। অনেক ক্ষেত্রে আমাদের বাসার
মা-বোনেরা কাজের সন্ধান পায় না। কিংবা কাজের আইডিয়া পায় না কি কাজ করবে
ঘরে বসে। কারণ তারা আবদ্ধ তারা বাইরে যেতে পারবে না। আমি প্রথমে এখানে দুইটি
সাইটের কথা বলব একটি হলো অনলাইন আর একটি হল অফলাইন।
প্রথমে অনলাইনে কথা যদি বলি তাহলে উপরের দেওয়া এ কাজগুলো আপনি করতে পারবেন।
যেগুলো অনলাইন ইনকাম। অনেক মহিলা মানুষ রয়েছে যারা এই কাজগুলো করে অনলাইনে ভালো
পরিবারের টাকা ইনকাম করে। এবার আসি অফলাইন এটি মূলত অনলাইন সেক্টরে নয়।
তাহলে কিভাবে আপনি অফলাইনে কাজ করে ইনকাম করতে পারবেন।
অফলাইনে কাজ মেয়েদের ক্ষেত্রে সবচাই তে ভালো কাজ হলো সেলাই মেশিন। এটি যেহেতু অনলাইন না তা হলো এ কাজটি মেয়েদের ক্ষেত্রে খুবই ডিমান্ডেবল। আপনি আপনার ঘরে বসে সেলাই মেশিনের কাজ শিখে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে আপনি যদি এই কাজ জেনে থাকেন তাহলে ভালো করবেন না টাকা ইনকাম করতে পারবেন।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে ইনকাম করুন ঘরে বসে
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে ইনকাম করুন ঘরে বসে। এই কাজটি করার আগে আমাদের এ
সম্পর্কে জানা উচিত। এ কাজটি মূলত হল ফ্রিল্যান্সিং এর কাজ। অনেকেই ফ্রিল্যান্সিং
শিখে ভার্চুয়াল এসিস্ট্যান্ট এর কাজ করে মাসে ভালো টাকা ইনকাম করে। এই কাজটি
চাহিদা দিন দিন বেড়িয়ে চলেছে অনেকে এ কাজটি করে স্বাবলম্বী হয়েছে।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হল মূলত ঘরের এক কোণে বসে। মোবাইল কিংবা ইন্টারনেট
দিয়ে সঙ্গে যদি পিসি থাকে তাহলে আরো ভালো সেগুলো দিয়ে ক্লায়েন্টের কাজে হেল্প
করে দেওয়া কিংবা সহযোগিতা করার আগে ভার্চুয়াল এসিস্ট্যান্ট বলা হয়। আরো সহজ
করে বললে এক স্থান থেকে অন্য স্থানে বসের কিংবা ক্লায়েন্টের কাজের হেল্প করাকে
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে।
এমনকি ফ্রিল্যান্সিং এর যাবতীয় কাজগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি
ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় কাজ জানেন তারপর আপনি যে কাজটি করবেন আপনি ফাইবার
অ্যাকাউন্ট খুলবেন। কিংবা আপনার যদি বড় ভাই থাকে তার কাজেও আপনি হেল্প করবেন।
যদি আপনার ক্লায়েন্টের কাজকে হেল্প করে দেন সেটাও হবে এই কাজগুলোকে ভার্চুয়াল
অ্যাসিস্ট্যান্ট বলে।
মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায়
মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায়। ঘরে বসে ইনকাম করা সেরা উপায়। এর মধ্যে এই মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায় সম্পর্কে যদি জানতে চান তাহলে এই আর্টিকেলটি ভালোভাবে আপনাকে পড়তে হবে। বাংলাদেশে বর্তমানে এখন বেকারত্বের হার অনেক। চাকরি ম্যানেজ করাটা খুবই কষ্টকর, তাই আপনিও ঘরে বসে 50000 টাকা ইনকাম করতে পারবেন।
এখানে শুধু আমি আপনাকে মাধ্যমটা বলবো যে মাধ্যমে আপনি ঘরে বসে 50 হাজার টাকা
ইনকাম করতে পারবেন। হয়তো আপনি বুঝতেছেন না কিভাবে আপনার যদি কম্পিউটার
সম্পর্কে একটু বেশি ধারণা থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং
বিষয়টা হয়তো আপনি শুনেছেন, ফ্রিল্যান্সিং বর্তমানে বাংলাদেশে প্রায় অনেক
অনেক মানুষ করে।
আপনার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার স্বপ্নটা পূরণ হতে পারে এই
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি শুরু করতে
পারেন এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে
মানুষ মাসে ৫০ হাজার না প্রায় লাখ টাকা থেকে শুরু করে দুই তিন লাখ টাকার মতো
ইনকাম করে। তাহলে আপনি শুরু করতে পারেন এই ফ্রিল্যান্সিং।
SEOশিখে ইনকাম করুন ঘরে বসে
SEOশিখে ইনকাম করুন ঘরে বসে।SEO এই জিনিসটা মূলত কি এটা হল ফ্রিল্যান্সিংয়েরই একটা অংশ। আপনি যদি এই স্কিলটা প্রপার ভাবে শিখতে পারেন তাহলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনাকে এই এসইও ম্পর্কে একটু বলি তাহলে এসিও হল র্যাংকিং সেক্টরের কাজ। যে কোন ওয়েবসাইট কিংবা ইউটিউব ফেসবুক চ্যানেল।
আপনি যদি এসইও করে রেংকিং ফাস্ট পেজে নিয়ে আসেন। সে ক্ষেত্রে আপনি
ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রপার হবে এসইও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি
যে কোন ক্লায়েন্ট এর কাজ করে দিতে পারবেন। আপনি মার্কেটপ্লেসে এসিও নিয়ে কাজ
করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার এর মধ্যে প্রায় তিন
লাখেরও বেশি ফ্রিল্যান্সার এসিও এক্সপার্ট। এদের মাসে ইনকাম প্রায় বাংলাদেশের
টাকায় ২ লাখ টাকার উপর। তাহলে আপনি কি ভাবছেন আপনিও যদি চান যে আমিও এসিও
করে মাসে লাখ টাকার মতো ইনকাম করবেন তাহলে আপনিও শুরু করতে পারেন।
কিভাবে শুরু করবেন আপনাকে প্রথম অফ ফ্রিল্যান্সিংয়ের যেকোনো একটি কোর্স নিতে
হবে। যারাই ফ্রিল্যান্সিং কোর্স করায় তারাই এই এসইও সম্পর্কে ভালো মতো সঠিক
গাইডলাইন দেয়। আপনি মূলত তাদের কাছ থেকে এসইও শিখে মার্কেটপ্লেসে কাজ করতে
পারবেন কিংবা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। তাহলে শুরু করুন আপনার
ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার।
ঘরে বসে ইনকাম করার উপায় এ নিয়ে আমাদের শেষ কথা
ঘরে বসে ইনকাম করার উপায় এ নিয়ে আমাদের শেষ কথা। ঘরে বসে ইনকাম করা নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করে। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার অনেক তাই এদিক-ওদিক ছোটাছুটি না করে আপনিও ঘরে বসে ইনকাম করতে পারবেন। আপনি যদি চান তাহলে আজকের এই আর্টিকেলটি ফলো করতে পারেন।
এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরকম নিয়মিত আপডেট পেতে ওয়েবসাইটটি দৈনিক ভিজিট করবেন। ভালো থাকবেন ধন্যবাদ।
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url