মালয়েশিয়া টাকার রেট কত?মালয়েশিয়া কাজের ভিসা
মালয়েশিয়া টাকার রেট কত? মালয়েশিয়া কাজের ভিসা। মিডলইস্ট কান্ট্রি দেশ মালয়েশিয়া। এ মালয়েশিয়ায় অনেকের যাওয়া স্বপ্ন থাকে। যাদের টাকা কম তাদের জন্য মালয়েশিয়া ভালো হবে।
পোস্ট সূচিপত্রঃমালয়েশিয়া টাকার রেট কত?মালয়েশিয়া কাজের ভিসা
- মালয়েশিয়া টাকার রেট কত জেনে নিন
- মালয়েশিয়া টাকার রেট কত বিকাশ অনুযায়ী
- মালয়েশিয়া ভিসা প্রসেস সবকিছু কিভাবে করবেন
- মালয়েশিয়া টুরিস্ট ভিসায় যেতে কত টাকা লাগে
- মালয়েশিয়া কাজের ভিসায় যেতে কত টাকা লাগে
- মালোশিয়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত
- মালয়েশিয়া যেতে কি কি কাগজপত্র লাগে
- মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে
- মালয়েশিয়ায় ড্রাইভিং ভিসার খরচ এবং বেতন সীমা
- মালয়েশিয়া টাকার রেট কত এ নিয়ে আমাদের শেষ কথা
মালয়েশিয়া টাকার রেট কত জেনে নিন
মালয়েশিয়া টাকার রেট কত জেনে নিন। মধ্যপ্রাচ্যের দেশ হলো মালয়েশিয়া। মালয়েশিয়া উন্নত কান্ট্রি একটি উন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয় মালয়েশিয়াকে। মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজের ভিসা নিয়ে অনেকেই যায়। এজন্য প্রথমে সবার যে জিনিসটা মনে করে যে মালয়েশিয়ার টাকার রেট কত? টাকার রেট এটি সবারই জানার আগ্রহ জাগে।
কারণ টাকার রেট অনুযায়ী অনেকেরই মনে করে যে আমার বেতন হয়তো একলা ভাবে কারো বেতন
হয়তো ৫০ হাজার হবে। এটা আগে থেকে জেনে রাখা ভালো। আজকের এই আর্টিকেলের অংশে আপনি
জানতে পারবেন মালয়েশিয়ার এবারেজ টাকার রেট কত।
মালয়েশিয়া টাকার রেটঃ
মালয়েশিয়ান রিংগিত | বাংলাদেশি টাকা |
---|---|
১ রিংগিত | ২৭ টাকা ৯০ পয়সা |
১০ রিংগিত | ২৭৯ টাকা |
৫০ রিংগিত | ১৩৯৫ টাকা |
১০০ রিংগিত | ২৭৯০ টাকা |
মূলত মালয়েশিয়ার টাকার রেট প্রায় ২৭ টাকা ৯০ পয়সা অনুযায়ী রেট দেওয়া
রয়েছে। এ রেড মূলত এভারেজ অনুযায়ী দেওয়া রয়েছে। আপনারা হিসাব করে নিবেন
আপনাদের টাকার অনুযায়ী আপনাদের স্যালারি কত? যেহেতু মধ্যপ্রাচের দেশ সেহেতু
এ দেশের টাকার রেট ডলারের পরিমাণ হবে না।
মালয়েশিয়া টাকার রেট কত বিকাশ অনুযায়ী
মালয়েশিয়ার টাকার রেট কত বিকাশ অনুযায়ী। হলে তো অনেকেই কেউ কেউ যারা প্রবাসে রয়েছে বিশেষ করে মালয়েশিয়ায়। তারা অনেকেই হয়তো ব্যাংকে টাকা লেনদেন করে না। অনেকে লেনদেন করে বিকাশ কিংবা নগদ রকেট হুন্ডি। এসবের মাধ্যমে। এসবের মাধ্যম দিয়েই অনেকে টাকা দিয়ে থাকে। মূলত রেড অনুযায়ী টাকা পাওয়া যায়।
বর্তমানে দুইদিন আগের নিউজ এ পাওয়া গেছে। বিকাশে টাকা রেট কিছুটা বেড়েছে। মূলত
বিকাশে টাকা পাঠার একটি সহজ পদ্ধতি হলো এটাতে ঝামেলা কম। ডিরেক্ট মোবাইলের
সিমে চলে আসে আপনার হাতে থাকা মোবাইল ফোনে আপনি পেয়ে যাবেন। তারপরে কোন এক সময়
আপনি সময় করে টাকাটি তুলতে পারবেন।
তবে এটা একটু রেট কম আছে ব্যাংকের থেকে আপনি একটু রেট কম পাবেন। মালয়েশিয়ায়
ব্যাংকের টাকা রেট হলো প্রায় ২৭ টাকা ৯০ পয়সা। আর যদি আপনি এই টাকাটা
বিকাশে পাঠাতে চান তাহলে আপনি পাবেন ২৬ টাকা ৮৪ পয়সা। সময় ভেদে কম বেশি হতে
পারে। তবে এ টাকাটি এবারেজ অনুযায়ী আপনি যে কোন টাইমে তুলতে পারবেন।
মালয়েশিয়া ভিসা প্রসেস সবকিছু কিভাবে করবেন
মালয়েশিয়া ভিসা প্রসেস সবকিছু কিভাবে করবেন। হয়তো আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। আমার অনেকেই আগে থেকেই ভেবে আছে যে মধ্যপ্রাচ্যের দেশ মালয়েশিয়ায় কাজের জন্য যাবে। হয়তো আপনি কিংবা অনেকেই জানেন না যে মালয়েশিয়া যাওয়ার প্রসেসিংটা কিভাবে। কিভাবে মালয়েশিয়া যেতে হয়।
কেননা অনেকেই না বুঝে না শুনে দালাল ধরে। আরে দালালের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ টাকা
হারিয়ে ফেলে। আপনি যদি জানতেন এর প্রসেসিংটা কিভাবে হয়তো টাকা যদি দিতে হয়
কিভাবে দিবেন তাহলে হয়তো আপনার টাকাটা মেরে দিত না। কিভাবে আপনি শুরু
করবেন। আপনার প্রথম কাজ হবে আপনার একটি পাসপোর্ট তৈরি করা।
আপনার পাসপোর্ট তৈরি করা হলে তারপর আপনার কাগজপত্র সব রেডি করা। যদি আপনি
এজেন্সির মাধ্যমে যান তাহলে তারা আপনার কাগজপত্র সব কিছু নিবে। জামানত হিসেবে
আপনার কাছ থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা নিতে পারে। এরপরে একটিও টাকা ও নয় আপনার
ভিসা যখন পর্যন্ত না আসবে আপনি একটি টাকাও দেবেন না।
আর যদি আপনার পার্সোনাল লোক হয়। তাহলে আপনি সে কোম্পানিতে এপ্লাই করবেন। সে
কোম্পানি দিয়ে যদি আপনি সিলেক্ট হন তারপরে তারা পারমিট পাঠিয়ে দিবে। যার
মাধ্যমে আপনি কাজ করবেন সে ভিসার ব্যবস্থা করবে আপনি ভিসার জন্য এপ্লাই করলে
পেয়ে যাবেন। আর যে সমস্ত কাগজপত্র গুলো লাগে তা নিচে দেওয়া রয়েছে সেগুলো
ম্যানেজ করে রাখবেন।
মূলত এভাবে আপনি সম্পূর্ণ প্রসেসিং এর মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন। নমুনা
স্বরূপ যদি বলি মালয়েশিয়া যেতে কত টাকা লাগে। ২০১৪ সাল অনুযায়ী ২০২৪ সাল ২০১৪
সালে লাগতো ৩ লাখ টাকার মত। ২০২৪ সালে এর খরচ দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ টাকা
সর্বোচ্চ। তাহলে আপনি এই প্রসেসিং এর মধ্যে দিয়ে মালয়েশিয়া যেতে পারবেন।
মালয়েশিয়া টুরিস্ট ভিসায় যেতে কত টাকা লাগে
মালয়েশিয়া টুরিস্ট ভিসায় যেতে কত টাকা লাগে। অনেকেই রয়েছে যারা বিদেশ ভ্রমণ
করে বেড়ায়, তারা এ দেশে যায়ও দেশে যায় এরকম করে তারা বিদেশ ভ্রমণ করে। আপনি
যদি নতুন হয়ে থাকেন আপনিও ভাবতেছেন যে আমিও বিদেশ ভ্রমণ করব। কাতার যাব কুয়েত
যাব কিংবা মালয়েশিয়ার মতো দেশেও আপনি টুরিস্ট ভিসায় যেতে ইচ্ছুক।
আপনি কিভাবে যাবেন টুরিস্ট ভিসায় কত টাকা লাগতে পারে। মূলত মালোশিয়ার টুরিস্ট
ভিসায় ভ্রমণের খরচ নির্ভর করবে আপনার ভ্রমণের ধরণ অনুযায়ী। এবং এর মেয়াদ
পছন্দসই আরাম-আয়েশের উপর নির্ভর করে আপনার খরচ। তবে সাধারণত নরমাল ভিসার কিছু
খরচ রয়েছে যেগুলো আপনি চাইলে এই খরচে যেতে পারবেন।
মালয়েশিয়া টুরিস্ট ভিসার জন্য আপনাকে ফ্রি দিতে হবে২৫০০ থেকে৩০০০ টাকা। এমনকি এজেন্টের মাধ্যমে করলে এর থেকে বেশি লাগতে পারে। একমুখী টিকিট ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা। আপনার রিটার্ন টিকিট প্রায় ৪৫ হাজার টাকার উপর নির্ভর করবে বুকিং তারিখ অনুযায়ী। আপনার হোটেল খরচ রয়েছে বাজেট হোটেল প্রায় চার হাজার টাকা।
আপনি যদি বিলাস-বহুল হোটেল নিতে চান তাহলে প্রায় খরচ পড়বে ১৫ হাজার। এছাড়াও
খাবারের খরচ রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ৩০০ থেকে ৫০০ টাকা প্রতিদিন। গাড়ি ভাড়া
দুই হাজার থেকে 5000, পর্যটক হিসেবে ৫০০ থেকে ২ হাজার প্রতিদিন। পাঁচ থেকে
সাতদিনে আপনার মোট খরচ আপনি হিসাব করে নিবেন।
মালয়েশিয়া কাজের ভিসায় যেতে কত টাকা লাগে
মালয়েশিয়া কাজের ভিসায় যেতে কত টাকা লাগে। বর্তমানে মালয়েশিয়া ভিসা
চালু রয়েছে। বিশেষ করে অনেকেই মালয়েশিয়ায় পাম বাগানে কাজ করার জন্য আগ্রহ
দেখায়। আবার অনেকেই রেস্টুরেন্ট কিংবা ড্রাইভারি করে। মালয়েশিয়া কাজের মালিক
তাদের পাম বাগানে কাজ করার জন্য প্রচুর লোক নিয়োগ দিচ্ছে। চাইলে বাংলাদেশীরা
করতে পারেন।
একটা বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার। মূল কথা হল
মালয়েশিয়া আপনি কাজ করতে যাবেন। আপনার তো জানা প্রয়োজন যে মালয়েশিয়া যেতে কত
টাকা লাগে। নইলে দেখা যাবে একটা দালাল ধরে বসলেন সে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ
টাকা দাবি করে বসলো।
মালোশিয়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত
মালোশিয়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত? এটা আসলে নির্ধারণ করা খুব মুশকিল কারণ আপনার বেতন স্কেল নির্ধারণ হবে আপনার কাজের দক্ষতা অনুযায়ী। তবুও আনুমানিক কিছু বেতন বলাই যায়। মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এক এক ধরনের কাজের আলাদা আলাদা স্যালারি । যদি আপনি পাম বাগানে কাজ করেন আপনার সেলারি সর্বনিম্ন ৪০০০০ টাকাহবে।
এছাড়া সর্বোচ্চ বেতন আপনার কাজে দক্ষতা অনুযায়ী। এরপরও আপনি যদি যে কোন হোটেল রেস্টুরেন্টে কাজ করতে যান তাহলে আপনার বেতন সর্বনিম্ন ৫০ হাজার টাকার মত পড়বে বাংলাদেশি টাকায় মান্থলি/মাসিক সেলারি। এছাড়াও আরো অন্যান্য ধরনের কাজ রয়েছে যেগুলোতে ভালো ধরনের সেলারি পাওয়া যায়। চাইলে আপনিও যেতে পারেন মালয়েশিয়ায়।
অনেকে ভাবতে পারেন যে বিদেশে বেতন দুই লাখ এক লাখের উপর। এটা আসলে মালয়েশিয়ার
সম্ভব কিন্তু খুব কঠিন। যেহেতু এখানে ঘন্টা হিসেবে চুক্তি হয় না। আর
মালয়েশিয়ার টাকার রেট কম। এটা যদি ইউরোপ মহাদেশ কিংবা আমেরিকা মহাদেশ হতো তাহলে
সেলারি অনেক বেশি থাকতো। মালয়েশিয়ায় আমার জানামতে অনেকেই লাখের কাছাকাছি ইনকাম
করে।
মালয়েশিয়া যেতে কি কি কাগজপত্র লাগে
মালয়েশিয়া যেতে কি কি কাগজপত্র লাগে। আমরা বিভিন্ন ধরনের প্রবাস সম্পর্কে
তথ্য দিয়ে থাকে আমাদের এই ওয়েবসাইটে। বিভিন্ন ধরনের দেশ এই যেমন কানাডা,
আমেরিকা, ইতালি, কাতার। সুইজারল্যান্ড, দুবাই এরকম আরো দেশ সম্পর্কে আমরা তথ্য
দিয়ে থাকি। কিভাবে যাবেন কত টাকা লাগে। এরকম তথ্য আমরা দিয়ে থাকি।
তারা অনেকেই এসএমএস করে যে মালয়েশিয়াতে যেতে কি কি লাগবে। কি কি কাগজপত্র হলে
আমরা মালয়েশিয়াতে যেতে পারবো কোন বিষয় কি কি কাগজপত্র লাগে। মূলত মালয়েশিয়া
আপনি তিন ধরনের ভিসায় যেতে পারবেন। এ তিন ধরনের ভিসার মধ্যে একটা ভিসা হলোঃ
ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট/ভ্রমণ ভিসা, স্টুডেন্ট ভিসা কোন ভিসায় কি কি
কাগজপত্র লাগেঃ
টুরিস্ট ভিসার কাগজপত্র সমূহঃ
- এনআইডি কার্ড ফটোকপি
- পাসপোর্ট সাইজের ছবি
- নাগরিকত্ব
- পুলিশ ক্লিয়ারেন্স
- পাসপোর্ট
- মেডিকেল রিপোর্ট
- ব্যাংক স্টেটমেন্ট
- মালয়েশিয়ান রিসোর্ট ভাড়া কপি
ওয়ার্ক পারমিট ভিসার কাগজপত্র সমূহঃ
- পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- নাগরিকত্ব
- পুলিশ ক্লিয়ারেন্স
- ভোটার আইডি কার্ড
- মেডিকেল রিপোর্ট
স্টুডেন্ট ভিসার কাগজপত্র সমূহঃ
- পাসপোর্ট
- অ্যাপ্লিকেশন ফর্ম
- অফার লেটার
- ভিসা অ্যাপ্রভাল লেটার
- শিক্ষাগত যোগ্যতা সনদপত্র
- ইংরেজি দক্ষতার প্রমাণপত্র
- স্বাস্থ্য পরীক্ষা
- ব্যাংক স্টেটমেন্ট
- পাসপোর্ট সাইজ ছবি
- বিমানের টিকেট
মূলত আপনার আবেদন প্রস্তুত করার সময় মালয়েশিয়া দূতাবাস থেকে আপনার গৃহীত
প্রতিষ্ঠানের নির্দেশ গুলো মেনে চলবেন। এখানে মূলত স্টুডেন্ট ভিসার কাগজপত্র
সম্পর্কে দেওয়া হয়েছে। মূলত স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে অনেক জনই পড়ালেখা
করতে যায়। এ কাগজপত্র গুলো আপনারা যে বিষয় যান ম্যানেজ করে রাখবেন। তাহলে আপনার
আর সমস্যা হবে না।
মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে
মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে। মালোশিয়াতে স্টুডেন্ট ভিসায়
যাওয়ার মোট খরচ বেশ কয়েকটি উপাদানের উপর নির্ভর করে থাকে। যেমন বিশ্ববিদ্যালয়
কলেজ বা টিউশন ফি ভিসা প্রসেসিং স্বাস্থ্য বীমা এ সবের উপর নির্ভর করে
মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার খরচ।
ডিপ্লোমা প্রোগ্রাম প্রতিবছর প্রায় ১০,০০০ থেকে ১৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত
লাগবে। আপনি যদি ব্যাচেলার প্রোগ্রাম করে থাকেন প্রতিবছর আপনার ১৫ থেকে ২৫ হাজার
মালয়েশিয়া রিংগিত খরচ হবে। এরপরে রয়েছে মাস্টার্স প্রতিবছর ২০ থেকে ৩০ হাজার
মালয়েশিয়ান রিঙ্গিত খরচ হয়। ভিসা প্রসেসিং এর খরচ কি রকম হতে পারে।
স্টুডেন্ট ভিসায় আবেদন করতে আপনার কিছু খরচ প্রয়োজন পড়বে। সর্বোপরি সর্বমোট
প্রথম বছরে আপনার খরচ হতে পারে প্রায় ৫০ থেকে ৮০ হাজার মালয়েশিয়ান রিংগিত। যা
বাংলাদেশী টাকায় প্রায় হিসাব করলে দেখা যায়। ১৪ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত।
অনেকেই মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করার জন্য যায়। চাইলে আপনিও
যেতে পারেন স্বপ্নের দেশ মালয়েশিয়া।
মালয়েশিয়ায় ড্রাইভিং ভিসার খরচ এবং বেতন সীমা
মালয়েশিয়ায় ড্রাইভিং ভিসার খরচ এবং বেতন সীমা। বাংলাদেশ এখন প্রাইম
ম্যাক্সিমাম ছেলেরা ড্রাইভিং শিখে রাখতে সে। কারণ তারা হয়তো মনে মনে ভাবতেছে
একটা মাইক্রো কিনে ভাড়ায় চালাবে। অথবা আরো কেউ ভাবতেছে এই ড্রাইভিং ভিসা নিয়ে
বিদেশ যেয়ে ভালো টাকা ইনকাম করবে।
এজন্য মূলত অনেকেই কমেন্ট করে জানতে চায় বাই ড্রাইভিং ভিসায় মালয়েশিয়া যেতে খরচ কি রকম পড়বে এর বেতন কি রকম। খরচের ব্যাপারটা বলতে আমি যদি বলি সংক্ষেপে ড্রাইভিং বিষয় আপনার মালেশিয়া যেতে খরচ পড়বে প্রায় চার থেকে ৫ লাখ টাকা। সর্বোচ্চ লাগলে ৫ লাখ টাকা এর বেশি লাগবে না। এরপরে আসি বেতন?
মালয়েশিয়াতে আপনি যদি কোন বাসা বাড়িতে ড্রাইভারি করে থাকেন তাহলে আপনার
বেতন পড়বে বাংলা টাকায় ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রতি মাসে। এছাড়া যদি আপনি
কোন কোম্পানিরতে ড্রাইভিং করে থাকেন তাহলে আপনার বেতন প্রায় লাখের
কাছাকাছি পড়বে প্রতিমাসে। আর যদি আপনার নিজস্ব গাড়ি
থাকে কিংবা ভাড়ায় চালিত।
তাহলে আপনার বেতন দাঁড়াবে ১ লাখ থেকে ২ লাখ টাকার বেশি প্রতি মাসে। সব মিলিয়ে ড্রাইভারি বেতন ভালো কিন্তু আপনাকে প্রপার ভাবে গাড়ি চালানো শিখতে হবে। না হলে আপনি ড্রাইভিং ভিসার লাইসেন্স করতে পারবেন না মালয়েশিয়াতে।
মালয়েশিয়া টাকার রেট কত এ নিয়ে আমাদের শেষ কথা
মালয়েশিয়া টাকার রেট কত এ নিয়ে আমাদের শেষ কথা। মালয়েশিয়া হলো মধ্যপ্রাচ্যের দেশ এ দেশে যেতে তেমন বেশি টাকা লাগে না। যেরকমটা লাগে ইউরোপ মহাদেশে এর দেশগুলোতে। মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য পেয়ে যাবেন আজকের এই আর্টিকেলে কিভাবে যাবেন বেতন কত সম্পূর্ণ।
আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। এরকম প্রবাস সম্পর্কে আপডেট পেতে দৈনিক ওয়েবসাইটটি ভিজিট করবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন ধন্যবাদ।
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url