খালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা। আমরা যদি কোন খাবার নিয়ে আলোচনা করি
তাহলে সর্বপ্রথমে আমরা জানার চেষ্টা করি সে খাবারটির মধ্যে কতটুকু পুষ্টিগুণ
রয়েছে সেরকমই একটি খাবার হল করলার জুস।
এটি মূলত খেতে দিত কিন্তু আপনি যদি প্রতিদিন টানা একমাস খেতে পারেন তাহলে আপনার শরীরে যে যে উপকার গুলো পাবেন। আপনি জেনে অবাক হবেন আশ্চর্যজনক সেই উপকার গুলো। বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়ুন।
খালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা। আমরা যে কোন খাবারের খোঁজ করলে আমরা আগে
জানার চেষ্টা করি সেই খাবারের মধ্যে কতটুকু পুষ্টি রয়েছে। আবার অনেকেই যেমন
ভাজাপড়া জাতীয় খাবার রয়েছে সেগুলো খেলে আমরা জেনে থাকি যেগুলো খেলে ক্ষতি হবে
লাভ হবে না। করলার জুস এ খাবারটি মূলত অনেকের কাছে একটু ব্যতিক্রম টাইপের।
আপনি কি জানেন করলা জুসে এমন ভিটামিন রয়েছে যদি আপনি খান খালি পেটে তাহলে কি কি
উপকার পাবেন। আমরা যখন করলা খেয়ে থাকি সে সময় করলার মধ্যে ৯৪% ওয়াটার
কন্টেন বা ময়শ্চার। অর্থাৎ একটি করলার 94 ভাগেই পানি থাকে। এছাড়াও
কার্বোহাইড্রে. ৩.৭ % প্রোটিন থাকে 0.1% ফ্যাট রয়েছে 0.2% মিনারেল
থাকে ১.১%।
আমরা জানবো তেতো করলার জুস খেলে তাও যদি আবার খালি পেটে খায় তাহলে কি কি উপকার
গুলো পাবো। প্রথমেই জেনে নিন আপনি যদি একটি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন
অর্থাৎ রোগী তাহলে আপনি সারাদিনে যে কোন খাবারে খান না কেন। সব সময় আপনাকে এই
তিনটি শর্তের দিকে নজর রাখতে হবে শর্তগুলো হলঃ
এ খাবারটি যদি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে থাকে তাহলে আপনি নিজ নিতাই সে খাবারটি
খেতে পারেন। প্রথমেই জেনে নিন এ খাবারটির মধ্যে তিনটি সমপরিমাণ পুষ্টি রয়েছে।
ডায়াবেটিস রোগীদের জন্য এ খাবারটি গুরুত্বপূর্ণ আপনারা চাইলেই খেতে পারবেন। আমরা
জানবো কি কি উপকার পাবো যদি আমরা খালি পেটে করলার জুস খেয়ে থাকি।
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে
পেট ক্লিয়ার থাকবে
কোষ্ঠকাঠিন্য দূর হবে
হজমের পরিপূরক
রক্তশূন্যতা নিয়ন্ত্রণ
মিনারেলের ঘাটতি পূরণ করে
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
লিভারের কার্যক্ষমতা উন্নত করে
হজম শক্তি বৃদ্ধি করবে
ওজন কমাতে সাহায্য করে
ত্বক ভালো রাখে
ইমিউনোডি সিস্টেম শক্তিশালী করে
করলার জুস খেলে কি ওজন কমবে
করলার জুস খেলে কি ওজন কমবে। দেখুন অনেকেই নানান চিন্তা টেনসনে থাকে ডায়েট
করার জন্য। অনেকেই স্বাস্থ্য বেশি হওয়ার কারণে বিভিন্ন রোগে ভোগে। অনেকে
প্রশ্ন করে কি খেলে আমার স্বাস্থ্যটা কমবে, এমন একটা খাওয়ার যদি পেতাম
তাহলে আমার স্বাস্থ্যটা যদি একটু হলেও কমতো। সেরকম একটি খাবার হল করলার
জুস।
করলার জুস খেলে আপনার স্বাস্থ্য কমবে আসুন আমরা জেনে নেই। কিভাবে খেলে স
আমাদের স্বাস্থ্য কমবে। করলার জুসে ক্যালোরি কম থাকে। এবং তুলনামূলকভাবে এর
ফাইবারের পরিমাণ টা অনেক বেশি থাকে। যার ফলে আপনি যদি করলার জুস প্রতিনিয়ত খান
সেক্ষেত্রে আপনার ক্ষুদা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
আর মূলত এই কারণে আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে। অনেকেই করলার জুস শসা
এগুলো খেয়ে ডায়েটে থাকে। মূলত এই খাবারগুলো আপনি যদি খান তাহলে
আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আসবে। আপনি যে খুব পাতলা হয়ে যাবেন তা
কিন্তু না। আপনার শরীরের নির্ধারিত যে একটি ওজন দরকার সেটি ঠিকঠাক থাকবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য করলা
ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য করলা। আপনি যদি ভেবে থাকেন আপনার ডায়াবেটিস
নিয়ন্ত্রণে নেই। যদি বুঝতে পারেন আপনার ডায়াবেটিস উচ্চ পরিমাপ্তায়
বেড়ে চলেছে। আপনি এখন এ ডায়াবেটিস কন্ট্রোলে আনার জন্য করলার জুস খাবেন।
তাহলে আমি বলব আপনি সঠিক পদ্ধতি গ্রহণ করছেন।
করলার মধ্যে থাকা প্রাকৃতিক কার্যকর উপাদান ও নির্দিষ্ট পুষ্টিগুণ আপনার শরীরের
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে।চারান্টিন এটি মূলত আপনার
শরীরের রক্তের শর্করার যে মাত্রা রয়েছে এটি কমাতে সাহায্য করবে। এছাড়া পলি
পেপটাইড এটি প্রাকৃতিক ইনসুলিনের মত কাজ করে এবং রক্তের শর্করার মাত্রা
নিয়ন্ত্রণে রাখে।
লেকটিন নামে যেই একটি পুটি রয়েছে এটি ক্ষুধা কমায় যার ফলে রক্তের শর্করার
পরিমাণ কমাতে সাহায্য করে। করলা ডায়াবেটিসের জন্য কিভাবে উপকার করে ইনসুলিনের
কার্যকারিতা বৃদ্ধি করে যার ফলে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী।
এছাড়া গ্লুকোজ শোষণ কমায়। করলার উৎপাদন অন্ত থেকে শোষণের হার কমায় রক্তের
শর্করা বৃদ্ধি কমায়।
আর মূলত আপনার শরীরের গ্লুকোজের মাত্রা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি
ডায়াবেটিস থেকে মুক্ত থাকবেন। ডায়াবেটিস এর কারণে সৃষ্ট কিডনি লিভার বা
রক্তনালীর ক্ষতি রোদে সহায়তা করে এ করলা। সতর্কতা দিক থেকে বলছি অতিরিক্ত
পরিমাণে করলা কিংবা করলা জুস খাওয়া যাবেনা। নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন
পরিমাণ মতো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।
করলা সিদ্ধ খাওয়ার উপকারিতা
করলা সিদ্ধ খাওয়ার উপকারিতা। এই আর্টিকেলে যদি আপনি পূর্ণাঙ্গ করে থাকেন
তাহলে উপর অংশে খালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে
পারবেন। করলার জুস খাওয়ার কি কি উপকার সেটা এই আর্টিকেলে জানতে পারবেন।
সিদ্ধ করলা খেলে কি কি উপকার পাবেন। প্রথমেই বলি সিদ্ধ করলা খেলে যে উপকারটি
পাবেন তা নিচে আলোচনা করা হবে, আপনি যদি সিদ্ধ করা খান সেক্ষেত্রে করলার যে
তিক্ত টা রয়েছে সে তিক্ত টা কমে যাবে। তেতো করলা অনেকেই খেতে পারেনা।
আপনি যদি সিদ্ধ করোলা খান সেক্ষেত্রে যে যে উপকার গুলো পাবেন।
আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকবে, সিদ্ধ করা ডায়াবেটিস রোগীদের জন্য
প্রচুর কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। মূলত আপনি যদি সিদ্ধ
করা খান আপনি যদি করলা জুস খান আপনি একই উপকার পাবেন। এখানে পার্থক্যটা শুধু
হল আপনি যদি করলা জুস খান সেক্ষেত্রে অনেকেই তেতো মনে করে যার ফলে
খাওয়াটা অনেকের জন্য কষ্টসাধ্য।
আর আপনি যদি সেদ্ধ করে খান সে ক্ষেত্রে সেই তেতো ভাবটা দূর হয়ে যায়।
এছাড়াও আপনার হজম শক্তি উন্নত করবে কোষ্ঠকাঠিন্যের মতো বড় সমস্যা
সমাধান করবে। লিভারের স্বাস্থ্য উন্নত করবে। লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি
করবে। আপনার ত্বকের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধ করলা। তাই যদি আপনি
জুস করে না খেতে পারেন সিদ্ধ করে করলা খাওয়ার চেষ্টা করবেন।
গ্যাস্ট্রিকের জন্য করলার জুস
গ্যাস্ট্রিকের জন্য করলার জুস। আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে
তাহলে আপনি কি করবেন। গ্যাস্ট্রিকের সমস্যা একটি বড় সমস্যা। এই ছোট
গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনার পেটে অনেক বড় ধরনের একটি রোগ হয়ে যেতে
পারে। এই গ্যাস্ট্রিক থেকে অনেকেরই পেটে টিউমার হয়ে যায় আর টিউমার
থেকে হয়ে যায় ক্যান্সার।
গ্যাস্ট্রিক যদি আপনার থাকে তাহলে আপনি করলার জুস খাওয়া চেষ্টা করবেন।
যদিও আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে উঠবে। কারণ তেতো করলা জুস অনেকেই খেতে
অপছন্দ করে কিন্তু আপনার শরীরের যে গ্যাসের সমস্যা আপনার পেটের গ্যাসের
সমস্যা দূর করতে আপনাকে একটু কষ্ট সহ্য করতেই হবে। আপনি নিয়ম করলার
জুস খাওয়ার চেষ্টা করবেন।
আরেকটি জিনিস ট্রাই করতে পারেন করলার জুস ছাড়াও। আপনি নিমের পাতার রস খেতে
পারেন আপনি যদি নিমের পাতা রস খান সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা
দূর হবে। করলার জুস খেলে যে উপকারটি পাবেন গ্যাস্ট্রিকের জন্য। একই উপকার
পাবেন নিমের পাতার রস খেলে। তাই আপনার কাছে যেটি ভালো মনে হয় তবে আপনি
সেটি খাওয়ার চেষ্টা করবেন।
হজমের জন্য কতটা উপকারী করলা
হজমের জন্য কতটা উপকারী করলা। হজম শক্তি উন্নত করতে আপনি করলা প্রতিনিয়ত
খান। কিভাবে উন্নত করবে করলা হজমের উপকারিতা এটা প্রাচীনতন্ত্র পরিষ্কার
করতে সাহায্য করে। থাকা ফাইবার অন্তর পরিষ্কার রাখতে সহায়িত করে।
এমনকি মলত্যাগ সহজ করে ফেলে। কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে এটি
আমরা সবাই জানি।
এসিডিটি গ্যাস কমিয়ে ফেলে করলার প্রাকৃতিক এনজাইম আপনার পেটের গ্যাস
কমাতে সাহায্য করবে। যার ফলে গ্যাস বা এসিডিটির সমস্যা সমাধান হয়। পাঁচ
ও রসের নিঃসরণ বাড়িয়ে তোলে অন্তের স্বাস্থ্যকর ও ব্যাকটেরিয়া বৃদ্ধি
করে করলার প্রাকৃতিক এন্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য অন্তের ক্ষতিকারক
বৈশিষ্ট্যের হাত থেকে রক্ষা করে।
হাদিম জনিত প্রদাহ কমায় এন্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে। যা অন্তের
প্রদাহ কমাতে সাহায্য করে। অতিরিক্ত চর্বি ভাঙতে সাহায্য করে। হজম জনিত
সমস্যা করলা নিয়মিত খান এবং আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করুন। তবে
দীর্ঘমেয়াদী যদি সমস্যা থাকে তাহলে আপনার পাশে থাকা ডাক্তার সঙ্গে
যোগাযোগ করুন দ্রুত চিকিৎসা গ্রহণ করুন।
তরকারিতে করলা খাওয়ার উপকার
তরকারিতে করলা খাওয়ার উপকার। তরকারিতে করলা সবাই খায়। অনেকেই
গ্যাস্ট্রিকের সমস্যা ডায়াবেটিসের সমস্যা এ ধরনের সমস্যার জন্য করলার জুস
করে খায়। অনেকেই করলা ভাজি করে খাওয়ায়, আবার অনেকেই করলা তরকারিতে
রান্না করে খায় বিভিন্ন তরকারির সঙ্গে যেমন মাছ।
করলা খাওয়ার অনেক গুণ খেতে একটু তিতো কসকটা হলেও এর অনেক গুনাগুন রয়েছে।
ভালোভাবে তরকারিটি রান্নাঘরে যদি আপনি খান সেক্ষেত্রে উপকারের কোন শেষ নেই।
কথায় আছে তেতো খাবারের উপকার বেশি যেমনটা নিম গাছের ফল কিংবা রস।
চলুন আমরা জেনে নেই তরকারিতে করলা খাওয়ার উপকার গুলো কি কি?
মূলত আপনি যদি আর্টিকেলটি পুরোটাই পড়ে থাকেন তাহলে উপরের পাঠ্য অংশ জানতে
পারবেন। করলার উপকারিতা গুলো কি কি। করলার উপকারিতা গুলো একই আপনি খাবার
উপর নির্ভর অনেকেই এইটা খেতে পারেনা যার কারণেই বিভিন্ন খাবারের সঙ্গে
খায় আর যারা খেতে পারে তারা জুস করে খায়।
তাই আপনিও চাইলে তরকারির মাধ্যমে এটি খেতে পারেন। সাধারণত আমরা এর উপকার
অনেকেই জানিনা উপকার না জেনেই এটি খাই। করলা অনেক স্বাস্থ্যকর একটি খাবার।
আপনার যদি ডায়াবেটিস থাকে প্রথম মূল্যেই এই রোগটা নিরাময় করবে। তাই
তরকারিতে হোক আর ভেজে হোক নিয়মিত কিংবা সপ্তাহে তিন দিন করলা খাওয়ার
চেষ্টা করবেন।
করলার মোট আলাদা দশটি উপকার
করলার মোট আলাদা দশটি উপকার। আপনি যদি এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে
আপনি জানতে পারবেন করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা কার্যকর। করলার
মধ্যে উপস্থিত চ্যারান্টিন এবং পলিটেপটিইট ইনসুলিন এর কার্যকারিতা
বাড়ায় যার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে। যার
ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
এছাড়াও রয়েছে পাচনতন্ত্রের উন্নতি করলে আপনি যে উপকারটি পাবেন তা হল
আপনার হজম শক্তি উন্নত করবে। করলার মধ্যে থাকা ফাইবার হজম শক্তি উন্নত
করে তোলে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের মতো বড় সমস্যা গ্যাস্ট্রিকের মতো বড়
সমস্যা সমাধান করে। আমরা জানবো এছাড়াও আরও দশটি উপকার যেগুলো আমার শরীরে
প্রচুর গুরুত্বপূর্ণ।
রক্ত পরিষ্কার করে
ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে
লিভারের জন্য প্রচুর উপকারী
চোখের জ্যোতি বাড়িয়ে তোলে
চুল পড়া কমায়।
ম্যালেরিয়া সংক্রমণ রোগ প্রতিরোধ করে
জন্ডিস প্রতিরোধ করে
ক্যান্সার প্রতিরোধ করে
আলসার প্রতিরোধ করে
ক্যালসিয়াম বৃদ্ধি করে
করলার চাষ পদ্ধতি জেনে নিন
করলার চাষ পদ্ধতি জেনে নিন। আপনি হয়তো এই আর্টিকেলটি পড়ে ভাবছেন করলা নিজে
খাওয়ার জন্য চাষ করবেন। আর নয়তো বেচা বিক্রি করার জন্য করলা চাষ করবেন। আজকে
আপনি জানতে পারবেন মোটামুটি ধারণা পাবেন যে করলা কিভাবে চাষ করতে হয়। আপনি এই
পদ্ধতিতে চাষ করলে আপনার করলা ফলন ভালো পাবেন।
করলা চাষ করার জন্য প্রথমে আপনাকে যেটি তৈরি করতে হবে টালা তৈরি করতে হবে।
অর্থাৎ গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয়। মাচা তৈরি করতে হবে মোটামুটি চার থেকে
পাঁচ ফিট উচ্চতা অনুযায়ী আপনাকে বাসের কিংবা সুতা দিয়ে মাচা তৈরি করতে হবে।
প্রথমত আপনি যতই প্রযুক্তি ব্যবহার করেন না কেন আপনার চাষ ভালো হবে না যদি না
আপনি ভাল জাত ব্যবহার করেন।
করলা চাষ করতে গেলে আপনাকে যে চারটি জাতের মধ্যে চাষ করতে পারবেন তা হল প্রথমত ১
বস জাত ২ ছক্কা সুপার ৩ ছক্কা ৩ লিডার জাতের মত করলা ফলন বেশি
হয়। তো যদি করোলা চাষ করতে যায় তাহলে আমরা এই চারটা জাত বেছে নিতে পারি। আপনি
প্রথমে যে কাজটি করবেন আপনাকে বেড পদ্ধতিতে করলা চাষ করতে হবে। অর্থাৎ আপনি বেড
করা শুরু করবেন।
আপনার বেট করা হয়ে গেলে আপনাকে এক হাত পর পর গর্ত খুঁড়তে হবে। গর্ত করা হয়ে
গেলে সেখানে করলার বীজ পাওয়া যায়। সে বীজগুলো সে গর্তে দিতে হবে। মূলত পরিমাণটা
জেনে নিবেন তারপর দেওয়া হলে একটু পানি ছিটিয়ে দিবেন দেখবেন কিছুদিন পর।
গাছ ফুটে বেরিয়েছে তখন আপনার করণীয় হবে তালা করা অর্থাৎ মাচা চার ফিট উচ্চতায়
মাচা-চাঙ্গি।
আপনার মাচা কিংবা চাঙ্গি করা থাকলে সেই গাছগুলো যখন বের হবে একটি কিংবা
দুইটি করে লাঠি আপনার মাথার সঙ্গে লাগিয়ে দিবেন। আপনার লতা যতই ছাড়বে দেখবেন
সেই লাঠিতে পেচে পেচে আপনার করলার গাছ অনেক বড় হবে আপনার চাঙ্গি ভর্তি হয়ে
যাবে। একসময় দেখবেন করলা ধরা শুরু হবে তখন আপনি সঠিক পদ্ধতিতে বিষ
প্রয়োগ করবেন। মূলত এই পদ্ধতিতে কররা চাষ করবেন।
শেষ কথাঃখালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা
শেষ কথাঃখালি পেটে করলার জুস খাওয়ার উপকারিতা। করলা অত্যন্ত একটি স্বাস্থ্যকর
ফল যদিও খেতে একটু তেতো টাইপের। অনেকেই ডায়াবেটিস ভালো করার জন্য দেশ-বিদেশ
ঘুরে বেড়ায়। আপনি না জানলে জেনে নিন করলা খেলে ডায়াবেটিস ভালো হয়। করলা
সিদ্ধ করে খাওয়ার উপকারিতা অনেক।
আপনি চাইলে করলা জুস করেও খেতে পারেন সিদ্ধ করেও খেতে পারেন তরকারিতেও খেতে
পারেন। এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার
করুন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই পাবেন। ভালো থাকবেন ধন্যবাদ।
সপ্নসেবা ব্লগার পেজের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয় ।
comment url